Howrah News:আবারও কানে হেডফোন গুঁজে রেললাইন পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। ট্রেনের ধাক্কায় প্রাণ খোয়ালেন এক তরুণী। শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কাছে পদ্মপুকুর স্টেশন সংলগ্ন রেললাইনে। সাতসকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জিআরপি। তারাই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে শালিমার স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল একটি এক্সপ্রেস ট্রেন। পদ্মপুকুর স্টেশনের কাছে ঠিক ওই সময়ে এক তরুণী রেললাইন পারাপার করছিলেন। তবে তাঁর কানে গোঁজা ছিল হেডফোন। এদিন ভোরের দিকে ভীষণ কুয়াশা ছিল এই এলাকায়। স্বাভাবিকভাবেই আগে থেকে ট্রেন দেখতে পাননি তিনি। তবে তাঁর কানে হেডফোন গোঁজা থাকার কারণে সম্ভবত ট্রেনের হর্নও তিনি শুনতে পাননি।
বি গার্ডেন থানা এলাকার বাসিন্দা ওই তরুণীকে সজোরে ধাক্কা মারে ট্রেন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যায় জিআরপি। তরুমীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অঙ্কিতা পাত্র।
আরও পড়ুন- Purba Bardhaman News: ট্যাটুর সূত্রেই খুনের কিনারা, দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
আরও পড়ুন- Sheikh Hasina: 'জঙ্গিদের লীলাভূমি বাংলাদেশ', 'দাঁতভাঙা' জবাবে তৈরি হতে আহ্বান হাসিনার
কানে হেডফোন গুঁজে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় এই নতুন নয়। এর আগেও চরম এই উদাসীনতার জীবন দিয়ে মাশুল দিতে হয়েছে অনেককেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে অল্পবয়সী তরুণ-তরুণীরা চরম এই পরিণতির শিকার হচ্ছেন। কানে হেডফোন গুঁজে রেল লাইন পারাপার নিয়ে রেলের তরফেও সচেতনতামূলক প্রচার চলে। তবে সেই সব প্রচারেও যে বিশেষ কাজ হচ্ছে না, বারবার এই মর্মান্তিক মৃত্যু সেই ঘটনায় আবারও প্রমাণ করল।