New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/30/yfigqAveuICQlC0GV3SN.jpg)
Purba Bardhaman News: স্কুলেই বসে হাট।
Purba Bardhaman News: স্কুলেই বসে হাট।
market is going on in closed school of Mangalkot in Purba Bardhaman: শিক্ষকের আকালে তালা পড়ে গিয়েছে স্কুলে। বন্ধ হয়ে থাকা সেই স্কুলের বারান্দা সহ চারপাশ জুড়ে এখন বসছে হাট। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুলের এমন পরিণতি দেখে যারপরনাই ব্যাথিত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকার শিক্ষানুরাগীরা। বিরোধীরাও ঘটনার সমালোচনায় মুখর হয়েছে। তাঁরা বলছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে লাটে উঠে যাওয়া বঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতীক এখন হয়ে উঠেছে ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুল।
মঙ্গলকোটের প্রত্যন্ত গ্রাম ভাল্যগ্রাম। এলাকার ছেলেমেয়েদের শিক্ষার আলোকে আনতে বছর দশেক আগে ভাল্যগ্রামে মাথা তুলে দাঁড়ায় ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুল। সরকার অনুমোদিত এই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের পড়ুয়াদের পাঠ দানের দায়িত্ব দেওয়া হয় দু’জন অতিথি শিক্ষককে। তাঁরাই বিদ্যালয়ের শতাধিক পড়ুয়াকে লেখাপড়া করানোর দায়িত্ব সামলে যাচ্ছিলেন। কিন্তু স্কুলের জন্য স্থায়ী কোনও শিক্ষক নিয়োগ না হওয়ায় অভিভাবকরা হতাশ হয়ে পড়েন। পড়ুয়ারাও স্কুল থেকে মুখ ঘোরাতে শুরু করেন। এমন অবস্থার মধ্যেই দু’জন শিক্ষক পরিচালিত স্কুল এক শিক্ষক পরিচালিত স্কুলে পরিণত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সেই অতিথি শিক্ষকও স্কুলে আসা বন্ধ করলে তালা পড়ে যায় স্কুলে।
শিক্ষকের আকালে ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুলে তালা পড়লেও শিক্ষা দফতর নীরব। এখন বন্ধ স্কুলের ফাঁকা বারান্দা ও সংলগ্ন প্রাঙ্গণে হাট বসে। প্রতি মঙ্গলবার নিয়ম করে বসে স্কুলেই বসে হাট। পড়ুয়ার বদলে ক্রেতা-বিক্রেতার সমাগমে গমগম করে ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুলের বারান্দা ও প্রাঙ্গণ। জামা কাপড় থেকে শুরু করে রান্নার মশলাপাতি এমনকী চপ-তেলে ভাজাও বিক্রি হয় স্কুলে বসা হাটে।
সরকারি শিক্ষাঙ্গণ হাটের রূপ পাওয়ায় ক্ষুব্ধ ভাল্যগ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মদতে স্কুলে হাট বসছে। এটা কখনই কাম্য হতে পারে না। গ্রামে স্কুল থাকতেও বাড়ির ছেলেমেয়েদের দূরের স্কুলে পড়াতে পাঠাতে হচ্ছে। তাই তাঁরা চাইছেন, সরকার ও শিক্ষা দফতর স্কুলটি ফের চালুর উদ্যোগ নিক। হাট সরে যাক হাটের জায়গায়। স্কুলে হাট বসানোর অভিযোগ অস্বীকার করেননি ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য কামরুল ইসলাম।
আরও পড়ুন- Haringhata: ক্লাসেই তাঁর সিঁথিতে সিঁদুর ছাত্রের, ভিডিও ভাইরাল হতেই কী বললেন সেই অধ্যাপিকা?
স্কুলে হাট বসানোর কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, “কোভিড অতিমারির সময় গ্রামের ভিতরে থাকা হাট আমরা রাস্তার ধারে সরিয়ে নিয়ে যাই। তাতে গ্রামবাসীদের রাস্তা দিয়ে যাতায়াতের অসুবিধা হচ্ছিল। তাই হাট স্কুলে বসানো হচ্ছে।" যদিও স্কুলে হাট বসার ব্যাপারে নাকি কিছুই জানেন না সহকারি স্কুল পরিদর্শক (AI) অনুপ চক্রবর্তী। বিষয়টি নিয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন- Saraswati Puja Weather:তাপমাত্রার বৃদ্ধিতে শীতের আমেজ আরও ফিকে, সরস্বতী পুজোয় ঝেঁপে বৃষ্টি?
এই বিষয়টি নিয়ে জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরবার বঙ্গের একাধিক স্কুলে তালা পড়ে গিয়েছে শিক্ষকের অভাবে। লাটে উঠেছে শিক্ষা। ভাল্যগ্রাম জুনিয়র হাই স্কুলের বর্তমান অবস্থা লাটে ওঠা বঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রমাণ দিচ্ছে। শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টেও উঠে এসেছে বঙ্গের স্কুল গুলির বেহাল অবস্থার কথা।" তিনি আরও বলেন, "শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,২০২৩-২৪ শিক্ষা বর্ষে পড়ুয়াহীন সরকারি স্কুল সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। শিক্ষকের অভাবে ধুঁকতে থাকা স্কুলের কথাও রিপোর্টে উঠে এসেছে। সেই রিপোর্টে জানানো হয়েছে, মাত্র একজন করে শিক্ষক রয়েছে পশ্চিমবঙ্গের ৬ হাজার ৩৬৬টি সরকারি স্কুলে।"