অষ্টমঙ্গলা করতে গিয়ে শ্বশুর বাড়ি থেকে নতুন জামাইকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানা ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকায়। যদিও ধৃত জামাইয়ের বাড়ি সংশ্লিষ্ট থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়।
পেশায় মোবাইল ব্যবসায়ী নতুন জামাইকে পুলিশ গ্রেপ্তার করতেই নববধূর পরিবারের মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। জামাই যে এলাকারই কোনও এক মহিলার বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রয়েছে, সে কথা জানতই না পাত্রীর পরিবার। ৩ আগস্ট তাদের বিয়ে হয়। এরপরই বুধবার অষ্টমঙ্গলা করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে নতুন জামাই। যদিও এদিন আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জামাই পলাশ দাশ। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখান আশ্বাস দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পলাশ দাশ (২৫) । তার বাড়ি পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকায়। পেশায় মোবাইল বিক্রেতা পলাশের সঙ্গে ৩ আগস্ট পুরাতন মালদার মহানন্দা কলোনী এলাকার এক তরুণীর বিয়ে হয়। ওই পাত্রীর পরিবারটিও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।
এদিকে বুধবার সকালেই শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়েই অষ্টমঙ্গলা করতে গিয়েছিলেন নতুন জামাই । আর তারপরেই সেই শ্বশুরবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে জামাইকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন- Kolkata weather Update:ভরা শ্রাবণে একটানা চার-ছক্কা হাঁকাবে বর্ষা? প্রবল বৃষ্টির দুরন্ত পূর্বাভাস এই জেলাগুলিতে...
পুলিশ জানিয়েছে, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ানমোড় এলাকার ২৭ বছর বয়সী এক গৃহবধূ পলাশ দাশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। গত ২৩ জুলাই এই অভিযোগটি দায়ের হয় পুরাতন মালদা থানায়। এরপর থেকেই অভিযুক্ত পলাশকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে এদিন নতুন জামাই অষ্টমঙ্গলা করতে এসেছিল শ্বশুরবাড়িতে। সেই খবর গোপন সূত্রে জানতে পারে পুলিশ । আর তারপরেই শ্বশুরবাড়ি থেকেই পলাশ দাশকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন- DA Case:'মহাজনদের মতো আচরণ, টাকা জমিয়ে অন্যত্র খাটাচ্ছে', DA মামলায় রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
এদিকে পুরাতন মালদার মহানন্দা কলোনির নববধূর পরিবার অবশ্য তাদের নাম ও পরিচয় সামাজিক লজ্জার কারণে জানায়নি। ওই নববধুর বাবা বলেন, "ব্যবসায়িক সূত্রে ছাতিয়ান মোড় এলাকার পলাশের ভালো পাত্র হিসেবে খোঁজ পাই। বেশ কিছুদিন ধরেই ওই পাত্রের পরিবারের সঙ্গে কথাবার্তা হয় । এরপরই ধুমধাম করে ৩ আগস্ট আমরা পলাশের সঙ্গে মেয়ের বিয়ে দিই। সবকিছুই তো ঠিকঠাক ছিল।"
তিনি আরও বলেন, "বিয়ের আগে এলাকার মানুষের কাছ থেকেও নতুন জামাইয়ের সম্পর্কে খারাপ কিছু জানতে পারিনি। কিন্তু এদিন যখন মেয়ে ও জামাই অষ্টমঙ্গলা করতে আমাদের বাড়ি আসে, তখনই একদল পুলিশ এসে জামাইকে ধর্ষণের অভিযোগে তুলে নিয়ে যায়। এমন ঘটনার সঙ্গে জামাই যুক্ত থাকতে পারে, তা ভেবে কুল করতে পারছি না আমরা।"
আরও পড়ুন- Mamata Banerjee:'কাউকে সাসপেন্ড করব না', নির্বাচন কমিশনকে তীব্র হুঙ্কার মুখ্যমন্ত্রীর
এদিকে এদিন আদালতে যাওয়ার পথে ধৃত জামাই পলাশ দাস জানিয়েছে, তার বাড়ির এলাকার এক ডিভোর্সি মহিলা মিথ্যাভাবে ধর্ষণের অভিযোগে ফাঁসিয়েছে। প্রতিবেশী ওই মহিলার তিনবার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এরপর ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। বিভিন্ন সময় ওই মহিলা তাকে উত্যক্ত করতো।
ওই মহিলার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এভাবে ফাঁসানো হয়েছে।
পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, ছাতিয়ান মোড় এলাকার এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।