youth deadbody recover from new town: সোমবার ভোররাতে নিউটাউনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ভোররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাংক এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে পৌঁছোয় ইকো পার্ক থানার পুলিশ। যুবককে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুশান্ত ঘোষ। তিনি পেশায় একজন টেটোচালক। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটু বাড়তি আয়ের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন সময় বাড়ি থেকে টোটো নিয়ে বেড়িয়ে পড়তেন।
রবিবার বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে যাওয়ার পর আছে সে বাড়ি ফেরেনি। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ওই ব্যক্তির শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশেরও দাবি, ভারী কিছু বস্তুর আঘাতে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: 'দাঙ্গা করতে দেবেন না, ধর্মের নামে ব্যবসা বন্ধ করব', হুঁশিয়ারি মমতার
তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই এলাকার আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই পাশাপাশি মৃত যুবকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন- Students Union Election: কলেজগুলিতে ছাত্র ভোট, বড়সড় চিন্তাভাবনার কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু