Youth dies in road accident in Newtown near Kolkata: কলকাতার কাছে নিউটাউন এলাকায় মঙ্গলবার পয়লা বৈশাখের দিন বিকেলে ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। বীভৎস দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাইকচালকের। আদতে অসমের বাসিন্দা ওই যুবক নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।
নিউটাউনের গোল বিল্ডিংয়ের এর সামনে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাইকচালকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যুবকের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় তড়িঘড়ি বিধাননগর মহাকুমা হাসপাতাল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। প্রাণ বাঁচেনি ওই যুবকের। আরজি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন- West Bengal News Live: ওয়াকফ অশান্তিতে তপ্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা, এই আবহে বিরাট সিদ্ধান্ত বাংলাদেশের
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিউটাউনের গোল বিল্ডিংয়ের কাছে একটি চার চাকার গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি বাইক দ্রুত গতিতে এসে আচমকা চারচাকা গাড়িটির খোলা দরজায় ধাক্কা দেয়। সজোরে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে ওই যুবক রাস্তায় পড়ে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ির তলায় পিষ্ট হয় ওই যুবক।
আরও পড়ুন- Adhir Chowdhury: 'মুর্শিদাবাদ আফগানিস্তান নয়..', মমতাকে পদ্মা-পাড়ে কবিতা লেখার আমন্ত্রণ অধীরের
রক্তে ভেসে যায় রাস্তা। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে ঘটনাস্থলে এসে গিয়েছিল পুলিশও। তবে ওই যুবকের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাইকচালকের নাম ব্রিজু তেলেগু ওরফে সুজন। আদতে সে অসমের বাসিন্দা। নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লিতে তিনি ভাড়া থাকতেন।
আরও পড়ুন- Calcutta High Court: SSC, ওয়াকফ অশান্তিতে জেরবার রাজ্য! এই আবহে ফের এক বেনজির নির্দেশ হাইকোর্টের