/indian-express-bangla/media/media_files/2024/12/10/7MXSZcsacci0sUro8fZZ.jpg)
Malda News: নৃশংস খুনের তদন্তে পুলিশ।
Youth killed due to clash in Malda English Bazar: কাকার সম্পত্তির জবর দখল ঠেকাতে গিয়ে খুন হলেন ভাইপো। প্রতিবেশীদের সঙ্গে তিন শতক জমির দখলদারি নিয়ে বিবাদকে ঘিরেই দুই পরিবারের সংঘর্ষ বাধে। আর তাতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। এই ঘটনায় দুই পক্ষের তিনজন জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। খুনের ঘটনাটি নিয়ে মৃতের পরিবার হামলাকারীর মিঠু শেখ, রিন্টু শেখ সহ তার দলবলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাল্টা হামলাকারীদের পক্ষ থেকেও তাদের কুপিয়ে খুন করার চেষ্টা অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সায়েম আলী (৩৫)। তাদের একটি তিন শতক জমি নিয়েই এদিন পরিবারের ওপর গোষ্ঠী মিঠু শেখ, রিন্টু শেখের দলবলের সঙ্গে গোলমাল বাধে। আর সেই গোলমাল সংঘর্ষে পরিণত হয়। সেই সময় সায়েম আলীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এদিকে আহতদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজের নিয়ে আসা হলে নতুন করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
মৃতের এক জামাইবাবু দিলওয়ার হোসেন জানিয়েছেন, তার কাকা-শ্বশুর সামিজুদ্দিন শেখ দীর্ঘদিন আগেই অবিবাহিত থাকাকালীন শ্যালক সায়েম আলীকে তিন শতক জমি লিখে দিয়েছিলেন। কিন্তু সেই জমির দখলের চেষ্টা চালিয়ে আসছে প্রতিবেশী মিঠু শেখ, রিন্টু শেখ ও তার দলবল । গত কয়েক মাস ধরেই এই জমির দখলদারিকে নিয়ে গোলমাল চলছিল। এদিন সকালে ওরা ওই তিন শতক জমিতে ঘিরছিল। তখনই বাধা দিতে গেলে গোলমাল বাধে। সেই সময় হাঁসুয়া দিয়েই সায়েমখে খুন করে অভিযুক্তরা।
আরও পড়ুন- RG Kar Case: সুপ্রিম কোর্টে ফের পিছোল আরজি কর মামলা, 'তদন্তে অসহযোগিতা রাজ্যের', অভিযোগ CBI-এর
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রিন্টু শেখের বক্তব্য, "ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এই তিন শতক জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। ওই জমিটি তাদের। কোনোও বৈধ কাগজ ওরা দেখাতে পারবে না। তারপরেও ওরা তিন শতক জমিতে পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টা করছিল। আমরা প্রতিবাদ জানাতেই ওরাই আমাদের মারধর করেছে। সায়েম আলীর কীভাবে মৃত্যু হল সেটা বলতে পারব না।" এদিকে,
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে দু'পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
আরও পড়ুন- Eastern Rail: যুগান্তকারী তৎপরতায় বাম্পার কাজ রেলের, ট্রেনের কামরায় যাত্রা এবার জমে ক্ষীর!