Advertisment

Maynaguri News: আদরের পোষ্য কুকুরকে মেরে মাংস বিক্রির চেষ্টা, গা শিউরে ওঠার মতো কাণ্ড ময়নাগুড়িতে

Jalpaiguri-Maynaguri: পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West Bengal Live: বাঁকুড়ার হাসপাতালের শৌচাগার থেকে ভ্রুণ তুলে নিয়ে গেল কুকুর

Maynaguri News: প্রতীকী ছবি।

youth killed his beloved pet dog and tried to sell its meat in Maynaguri: চোখ কপালে তোলার মতো কাণ্ড এবার জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। কুকুরকে কুপিয়ে হত্যা করে তার মাংস কেটে বাজারে বিক্রির চেষ্টা এক ব্যক্তির। নৃশংস এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবক দীপক রায়কে আটক করেছে। আটক যুবক মানসিক ভারসাম্যহীন হলে দাবি করেছেন অনেকে। কেউ কেউ অভিযুক্তের চিকিৎসা করানোর দাবি তুলেছেন। 

Advertisment

ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় কুকুরের মাংস বিক্রি চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক রায় নামে ওই যুবক একটি কুকুরকে নিয়ে ঘুরতেন সারাক্ষণ। পানবাড়ি বাজারে মাঝে মাঝে শাকসবজি নিয়ে রাস্তার ধারে ব্যবসাও করতেন দীপক।

সম্প্রতি পানবাড়ি বাজারে রাস্তার ধারে কলা পাতার উপরে পশুর মাংস নিয়ে বসতে দেখা যায় তাকে। কেটে রাখা পশুর মাংসের পাশে একটি কুকুরের কাটা মাথা ছিল। তা দেখেই স্থানীয়দের দাবি, যে কুকুরটিকে সর্বক্ষণ নিয়ে ঘুরতেন দীপক, তাকেই হত্যা করে মাংস কেটে রাস্তার ধারে বসেছিলেন দীপক। 

আরও পড়ুন- West Bengal News Live: গোয়ালপোখরে পুলিশকে গুলি, অভিযুক্ত সাজ্জাককে বন্দুক দেয় বাংলাদেশের যুবক, বিস্ফোরক দাবি কোর্টে

Advertisment

দেখা যায় কুকুরের দেহের নানা অংশ কেটে কলা পাতার ওপর রেখেছেন ওই যুবক। পাশেই রাখা আছে কুকুরের একটি মাথাও। স্থানীয়দের দাবি, যে কুকুরটিকে সর্বক্ষণ সঙ্গে নিয়ে ঘুরতেন দীপক তাকেই মেরে কেটে মাংস নিয়ে এসেছেন তিনি। এদিকে পুলিশ এই অভিযোগ পেয়েই দীপককে আটক করে থানায় নিয়ে যায়। আটক যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি অনেকের। অনেকে দীপকের সঠিক চিকিৎসা করানোরও দাবি তুলেছেন।

আরও পডুন- Saline Controversy: স্যালাইন-কাণ্ডে সাসপেন্ড, অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে চিকিৎসকরা, ব্যাহত পরিষেবা

এদিকে, ময়নাগুড়ির এই ঘটনাটির ভিডিও সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও- দেখা যাচ্ছে রাস্তার ধারে কলাপাতার উপর কেটে রাখা মাংস নিয়ে বসে রয়েছেন এক যুবক। পাশেই রাখা আছে কুকুরের মাথা।

আরও পড়ুন- Haldia: '২০১১-এর পর একটার পর একটা কারখানা বন্ধ হলদিয়ায়', বিরোধীদের অভিযোগ ওড়াল তৃণমূল

Jalpaiguri Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment