Advertisment

Unique Ideas: চায়ের দোকানে বইয়ের 'বাগান', যুবকের অভিনব কীর্তির দুরন্ত প্রশংসা!

Unique Ideas-Mahishadal News: এমন কীর্তির কথা খুব একটা শোনা যায় না। তবে মহিষাদলের এই যুবক যা করে দেখিয়েছেন তার প্রশংসা সর্বত্র ছড়িয়েছে।

author-image
Debanjana Maity
New Update
youth of Mahishadal have built a library in the tea shop to encourage reading: মহিষাদল চায়ের দোকান লাইব্রেরি

অভিনব এক চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিয়েই চলছে বই পড়া।

youth of Mahishadal have built a library in the tea shop to encourage reading: এ যেন আস্ত বইয়ের বাগান। তাও আবার চায়ের দোকানে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হল বই। কিন্তু চায়ের দোকানে যে বইয়ের বাগান গড়ে উঠবে সেই ভাবনা ভাবিয়েছে মহিষাদলের যুবক সুদীপ জানাকে। নিজের উদ্যোগেই সুদীপ গড়ে তুলেছেন আস্ত একটি চায়ের দোকান। কিন্তু সেই চায়ের দোকানে ঢুকলে সেটি আদৌ চায়ের দোকান নাকি বইয়ের বাগান সেই ভাবনায় বুঁদ হবেন আপনিও। মহিষাদলের তেরপেখ্যা গ্রামের তরুণ যুবক সুদীপ। একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনের চাকরি করতেন তিনি। কিন্তু মনোমালিন্য হওয়ায় চাকরি ছেড়ে চায়ের দোকান করার সিদ্ধান্ত নেন সুদীপ। তবে চায়ের দোকানে অভিনব কিছু করার চিন্তা মাথায় আসে তাঁর।

Advertisment

মা গায়ত্রী দেবী সহ বাড়ির সকলেই প্রথম থেকে বইপ্রেমী। কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম বই থেকে কোথাও যেন দূরে সরে চলে যাচ্ছে। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হচ্ছে তারা। এমন পরিস্থিতিতে চায়ের দোকানেই বইয়ের লাইব্রেরি গড়ার ভাবনা মাথায় আসে সুদীপের। সেই ভাবনা থেকেই মহিষাদলের ছোলাবাড়ি প্রাঙ্গণে গড়ে তোলেন একটি চায়ের দোকান। আজ থেকে দেড় বছর আগে শ'খানেক বই নিয়ে শুরু হয় সুদীপের এই চায়ের দোকান। বর্তমানে বইয়ের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। সকাল কিংবা সন্ধ্যে সুদীপের চায়ের দোকান যেন এখন আট থেকে আশির অবসরের অন্যতম ঠিকানা। এক কলেজ ছাত্র প্রত্যয় ঘড়োইয়ের কথায়, “সত্যিই এক অভিনব উদ্যোগ। এর ফলে আমরা অবসর সময়ে নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারব।”

চায়ের দোকানে মাঝেমধ্যে বসে গান-বাজনার আসরও। তার জন্য রয়েছে গিটার। গিটারের সুরে চায়ের চুমুকে হাতে বই নিয়ে যেন এক নতুন মুহূর্তের সৃষ্টি হয় চায়ের দোকানে। রবীন্দ্রনাথ থেকে নজরুল, উইলিয়াম শেক্সপিয়ার থেকে এপিজে আবদুল কালাম সকলের বই থরে থরে সাজানো সুদীপের চায়ের দোকানে। সুদীপের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে হিন্দি কবি নিরালার নামে ‘নিরালা বুক ক্যাফে'। চায়ের দোকানের মধ্যে রয়েছে বিধি-নিষেধও। 

আরও পড়ুন- West Bengal News Live: কসবা-কাণ্ডের পর আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন, কলকাতা পুলিশে বিরাট রদবদল!

চায়ের দোকানে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ। এছাড়াও করা যাবে না ফোন ঘাঁটাঘাঁটি। তার বিনিময়ে অন্তত বইয়ের একটি পাতা পড়ার আহ্বান জানিয়েছেন সুদীপ। আশেপাশে বহু স্কুল কলেজ অবস্থিত। তাই নতুন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সুদীপের এই বুক ক্যাফে। খুশি হয়ে বহু মানুষজন সুদীপের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। পুরনো বই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। ইতিমধ্যে সুদীপের এই বইয়ের বাগান থেকে বহু কবি সাহিত্যিকের বই প্রকাশ অনুষ্ঠানও হয়েছে। 

আরও পড়ুন- West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ, নতুন সপ্তাহের গোড়া থেকেই হাড়কাঁপানো শীত?

আরও পড়ুন- Purbasthali News: জীবিত দম্পতিকে 'মৃত' দেখিয়ে জাল দলিল, সম্পত্তি হাতানোয় অভিযুক্ত প্রতিবেশী

Purba Medinipur Book library Mahishadal Library
Advertisment