West Bengal Weather News: রাজ্যজুড়ে শীতের আমেজ। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। হাড়কাঁপানো শীত কবে থেকে? এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
উত্তুরে হাওয়া ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার আশেপাশে পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে। শ্রীনিকেতনের তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে। সব মিলিয়ে জোরালো শীত পড়ার সবরকম সম্ভাবনা তৈরি। তবে আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। নতুন করে আজ এবং আগামীকালের মধ্যে তাপমাত্রা নামবে না। চলতি সপ্তাহের শনি ও রবিবার সামান্য তাপমাত্রা নামতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শীতের আমেজ মহানগরী কলকাতায়। ২০ ডিগ্রির কাছে রয়েছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবারের পর সামান্য তাপমাত্রা খানিকটা নামতে পারে কলকাতায়। আপাতত সকাল ও রাতে কলকাতা শহরে ঠান্ডার আমেজ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে আজ-কালের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং দুই দিনাজপুরে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।