West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ, নতুন সপ্তাহের গোড়া থেকেই হাড়কাঁপানো শীত?

Bengal Weather Forecast, , 21 November 2024: শীতের আমেজ বহাল রাজ্যজুড়ে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার কামড় বেশি। উত্তরবঙ্গের কালিম্পঙকেও টেক্কা দিচ্ছে পশ্চিমের পুরুলিয়া।

Bengal Weather Forecast, , 21 November 2024: শীতের আমেজ বহাল রাজ্যজুড়ে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার কামড় বেশি। উত্তরবঙ্গের কালিম্পঙকেও টেক্কা দিচ্ছে পশ্চিমের পুরুলিয়া।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Weather News: আবহাওযার পূর্বাভাস, পশ্চিমবঙ্গ

WB Weather Update: প্রতীকী ছবি।

West Bengal Weather News: রাজ্যজুড়ে শীতের আমেজ। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। হাড়কাঁপানো শীত কবে থেকে? এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জেনে নিন।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

উত্তুরে হাওয়া ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার আশেপাশে পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে। শ্রীনিকেতনের তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি রয়েছে। সব মিলিয়ে জোরালো শীত পড়ার সবরকম সম্ভাবনা তৈরি। তবে আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে। নতুন করে আজ এবং আগামীকালের মধ্যে তাপমাত্রা নামবে না। চলতি সপ্তাহের শনি ও রবিবার সামান্য তাপমাত্রা নামতে পারে।

Advertisment

কলকাতার ওয়েদার আপডেট 

শীতের আমেজ মহানগরী কলকাতায়। ২০ ডিগ্রির কাছে রয়েছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবারের পর সামান্য তাপমাত্রা খানিকটা নামতে পারে কলকাতায়। আপাতত সকাল ও রাতে কলকাতা শহরে ঠান্ডার আমেজ থাকবে।

আরও পড়ুন- West Bengal News Live: বার্ষিক ব্যবস্থায় চলতি বছরেই শেষ উচ্চ মাধ্যমিক, প্র্যাকটিকালের দিনক্ষণ প্রকাশ সংসদের

আরও পড়ুন- Victoria Memorial Hall: ভিআইপি-কে 'অপহরণ' করা হলে কোন পথে উদ্ধার? সাতসকালে ভিক্টোরিয়ায় মহড়ায় সেনা

আরও পড়ুন- Unique Ideas: চায়ের দোকানে বইয়ের 'বাগান', যুবকের অভিনব কীর্তির দুরন্ত প্রশংসা!

উত্তরবঙ্গের আবহাওয়া খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে আজ-কালের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং দুই দিনাজপুরে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Winter Session