young man reached canning hospital with a cobra in his hand: রাতে ঘুমানোর জন্য বাড়িতে মশারি টাঙাচ্ছিলেন ওই যুবক। ঠিক সেই মুহূর্তেই তার পায়ে ছোবল মারে বিষাক্ত একটি কেউটে সাপ। ওই যুবকের চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসেন। লাঠির ঘায়ে জখম করা হয় কেউটে সাপের বাচ্চাটিকে। এরই মধ্যে ওই যুবক অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে ক্যানিং হাসপাতালে দৌড়োন তাঁর পরিবারের সদস্যরা। সেই সঙ্গে একটি পাত্রে কেউটে সাপের বাচ্চাটিকেও ভরে নেওয়া হয়।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের কুমড়োখালি গ্রামে গতকাল রাতে বাড়িতে ঘুমানোর জন্য মশারি টাঙাচ্ছিলেন ওই যুবক। পালান সরদার নামে ওই যুবককে তখনই একটি কেউটে সাপের বাচ্চা ছোবল মারে। বিষধর কেউটের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ওই যুবক। তাঁর পরিবারের সদস্যরা সাপটিকে লাঠির আঘাতে মেরে ফেলেন।
এদিকে দ্রুত শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল ওই যুবকের। তড়িঘড়ি রাতেই ওই যুবককে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। সেই সঙ্গে একটি পাত্রে ভরে নেওয়া হয় সাপের বাচ্চাটিকেও। ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেই সঙ্গে সাপের বাচ্চাটিকেও দেখানো হয় কর্তব্যরত চিকিৎসকদের।
আরও পড়ুন- Mongalkote: তৃণমূলের দাপুটে নেতাকে পিষে দিল গাড়ি, খুন না দুর্ঘটনা? সাংঘাতিক অভিযোগ বিধায়কেরই
হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তৎক্ষণাৎ ওই যুবকের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ওই যুবককে দশটি এভিএস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসাকরা। বর্তমানে ক্যানিং মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত ওই যুবক বিপন্মুক্ত রয়েছেন।
আরও পড়ুন- India-Bangladesh Border: BSF-এর পোশাকে ওরা কারা? ভারত-বাংলাদেশ সীমান্তে তুমুল হইচই