Muhammad Yunus On Sheikh Hasina: বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাতের নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র? শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানোর আন্দোলন ছিল সম্পূর্ণ পরিকল্পিত? আন্দোলনের পিছনে 'মাস্টারমাইন্ড' কে? বিরাট সিক্রেট ফাঁস করলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস অবশেষে স্বীকার করেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে গিয়ে নোবেলজয়ী ইউনূস নিউইয়র্কে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের 'মাস্টারমাইন্ডের' পরিচয় ফাঁস করেন।
গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি
মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস যখন নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, তখন তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।এসময় ইউনূস শেখ হাসিনার সরকার 'উৎখাতের' পিছনে যে আন্দোলন তার পিছনে থাকা মাস্টারমাইন্ডের পরিচয় প্রকাশ্যে আনেন।
তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ইউনুস বলেন, 'তিনি তার বক্তৃতা, নিষ্ঠা ও অঙ্গীকার দিয়ে সমগ্র দেশকে, দেশের জনগণকে নাড়িয়ে দিয়েছিলেন'। মাহফুজ আলমের নেতৃত্বের প্রশংসা করে তাকে সমগ্র 'আন্দোলনের মাথা' বলে অভিহিত করেন ইউনূস। ইউনূস বলেন,'পুরো বিপ্লবের পিছনে তিনিই ছিলেন 'মাস্টারমাইণ্ড'।
অরুণাচল নিয়ে ভারত-চিনের চড়ল উত্তেজনার পারদ, 'স্বরগরম' করল বিদেশমন্ত্রক
এইসময় ইউনূস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের 'হিংসাত্মক' পদক্ষেপের বিষয়েও কথাও বলেন। তিনি জানান, 'কীভাবে ছাত্ররা নির্ভয়ে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে'। বাংলাদেশে কয়েক সপ্তাহের হিংসাত্মক বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন। গত ৮ আগস্ট মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।