এইচওয়ানবি-সহ বেশ কয়েকটি এমপ্লয়মেন্ট ভিসা সাসপেন্ড করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেতে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধী-সহ বেশ কিছু মূর্তি ঢেকে ফেলা হচ্ছে। অন্য়দিকে, পৃথিবীতে দরিদ্রের সংখ্যা ক্রমশ বাড়ছে। অচিরেই এই সংখ্যা ১ বিলিয়ান অতিক্রম করবে বলে সমীক্ষায় ধরা পড়েছে। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত পড়ে নিন...
এইচওয়ানবি ভিসা সাসপেন্ড করার কথা ভাবছেন ট্রাম্প
আমেরিকায় কর্মরত ভারতীয়রা বিপাকে পড়তে চলেছেন। এইচওয়ানবি-সহ বেশ কয়েকটি এমপ্লয়মেন্ট ভিসা সাসপেন্ড করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা পরিস্থিতে আমেরিকায় বিপুল পরিমাণে বেকারত্বের আবহে এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, এই প্রস্তাবিত সাসপেনশনের মেয়াদ ১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হতে পারে।
* ১ অক্টোবর থেকেই সে দেশে সরকারের নতুন আর্থিক বছরের সূচনা হয়।
* ওই সময়ই অনেক নতুন ভিসা ইস্য়ু করা হয়।
* সাসপেনশন প্রত্য়াহার না করা পর্যন্ত নতুন এইচওয়ানবি ভিসা হোল্ডাররা কাজে যোগ দিতে পারবেন না।
* যাঁরা এই ভিসা নিয়ে ইতিমধ্য়েই সেদেশে রয়েছেন, তাঁদের খুব একটা সমস্য়ার মুখোমুখি হতে হবে না বলে খবর।
*মার্কিন মুলুকে কর্মরত বিদেশিদের জন্য় এইচওয়ানবি ভিসা প্রয়োজন হয়।
* ভারত, চিনের মতো দেশগুলি থেকে হাজার হাজার কর্মীদের নিয়োগ করে তথ্য়প্রযুক্তি সংস্থাগুলি।
* ট্রাম্প সরকারের এহেন সিদ্ধান্তের ফলে হাজার হাজার ভারতীয় আইটি কর্মী বিপাকে পড়তে পারেন।
*যদিও হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিভিন্ন প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিক্ষোভের আশঙ্কায় লন্ডনে গান্ধী মূর্তি ঢাকা হচ্ছে
বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেতে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধী-সহ বেশ কিছু মূর্তি ঢেকে ফেলা হচ্ছে। উল্লেখ্য়, আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্য়ার প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে ব্রিটেনেও। বিক্ষোভ প্রদর্শনের আগে মূর্তি বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
* গত সপ্তাহে গান্ধী মূর্তি ও ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের স্মৃতিসৌধ টার্গেট করেছিলেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের সংঘর্ষ বাধে।
* এ সপ্তাহে আরও গন্ডগোলের আশঙ্কা করা হচ্ছে।
* বিক্ষোভ থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
* তিনি বলেছেন, ''এ ধরনের জাতীয় স্মৃতিসৌধ আজ বিক্ষোভকারীদের জন্য় বিপজ্জনক অবস্থায় রয়েছে''। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর নীচে পড়ুন
করোনায় বিশ্বব্যাপী দরিদ্র বাড়বে ১ বিলিয়নের বেশি
বিশ্বজুড়ে করোনার প্রকোপ। এই পরিস্থিতিতে পৃথিবীতে দরিদ্রের সংখ্যা ক্রমশ বাড়ছে। অচিরেই এই সংখ্যা ১ বিলিয়ান অতিক্রম করবে বলে সমীক্ষায় ধরা পড়েছে। সেখানেই উল্লেখ, করোনা অতিমারি বিশ্বের দরিদ্রতমদের আয় প্রতিদিন ৫০০ মিলিয়ন মার্কিন ডলার হ্রাস করছে।
লন্ডনের কিংস কলেজ ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটির সমীক্ষায় মধ্য আয়ের উন্নয়নশীল দেশগুলিতে দরিদ্রের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধির ইঙ্গিত করেছে। বলা হয়েছে, এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার ঠিক উপরে বসবাস করে থাকে। তবে, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ফিলিপিনসয়ের মতো এশীয় দেশগুলিকে অতিমারির ফলে অর্থনীতি ধাক্কা খেয়েছে।
মহামারী মারাত্মকভাবে আঘাত হেনেছে উন্নয়শীল দেশগুলিতে। সমীক্ষায় এমনটাই জানিয়েছেন লন্ডনের কিংস কলেজর আন্তর্জাতিক বিকাশের অধ্যাপক এবং প্রতিবেদনের অন্যতম সহ-লেখক অ্যান্ডি সামনা। রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ইন্সিটিউট ফর ডেভালপমেন্ট ইকনমিক ক্রাইসিস প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী, লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার ঠিক ওপরে বাস করেন। অতিমারির ধক্কায় তাঁরাই সবচেয়ে ধুঁকি ও বিপদে রয়েছেন। প্রত্যেকদিন ১.৯০ মার্কিন ডলার আয় সম্পন্ন ব্যক্তির সংখ্যা ৭০০ মিলিয়ান থেকে বেড়ে ১.১ বিলিয়ান হবে। কোনও পদক্ষেপ না করা হলে এই অবস্থা থেকে মুক্ত হতে পার্য় ২০-৩০ বছর সময় লাগতে পারে বলে আশঙ্কা অ্যান্ডি সামনারের।
* এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে সমীক্ষায় প্রকাশ।
* কিন্তু জি-৭ সম্মেলন আপাতত পিছিয়ে যাওয়ায় সেই সম্ভাবনা অত্য়ন্ত ক্ষীণ বলে দাবি করা হয়েছে।
* আগামী সেপ্টেম্বরে জি-৭ সম্মেলনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
* এই বৈঠকে ভারত সহ রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
* তবে, উন্নয়নের কোন কোন বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কিং'স কলেজর অধ্যাপক সামনারের মতে, আলোচনা আগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। এ ক্ষেত্রে প্রথমেই স্থান পাওয়া উচিত বিশ্ব অর্থনীতি ও পরিস্থিতি মোকাবিলায় উন্নত দেশগুলি কিভাবে সহায়তার হাত বাড়াতে পারে তা নিয়ে। দ্বিতীয়ত আন্তর্জাতিক অর্থভাণ্ডারকেও আরও সক্রিয় হতে হবে। Read in English
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
করোনা আবহে রাষ্ট্রসংঘে এবার ভারতের বিশেষ 'যোগা মডিউল'
করোনার গ্রাসে গোটা বিশ্ব। এই কঠিন পরিস্থিতিতে অবসাদ, দুশ্চিন্তা নাশ করতে যোগাসনের গুরুত্ব অপরিসীম। আন্তর্জাতিক যোগ দিবসে এবার রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন বিশেষ 'যোগা মডিউল' তৈরি করেছে। করোনা আবহে এবার ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস ভার্চুয়ালি পালন করা হবে।
* আগামী ১৯ জুন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করবে।
* এজন্য় বিশেষ যোগা মডিউল বানানো হয়েছে।
* আন্তর্জাতিক যোগ দিবসে এবার 'যোগা ফর হেলথ-যোগা অ্য়াট হোম'।
* এমনভাবে এই মডিউল বানানো হয়েছে, যাতে বাড়িতে বসেই যোগাসন করা যায়।
* ১৯ জুন বিভিন্ন ভার্চুয়াল মাধ্য়মে ওয়েবকাস্ট করা হবে। (Read the full story in English)
দিনের সব গুরুত্বপূর্ণ বিদেশের খবর পড়ুন এই প্রতিবেদনে