
একটি বিধানসভায় প্রার্থীপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৪ জন। তার মধ্যে আবার ৩৭ জন নির্দল।
রাজ্যজুড়ে ১০৮ পুরসভার মধ্যে শাসকদলের দখলে ১০৩টি পুরসভা। পুরভোটে জোড়াফুলের এই বিপুল সাফল্যের মধ্যেও চাঁপদানি ছিল কাঁটার মতো।
পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পথে নির্দলরা কাঁটা হয়নি। কিন্তু, বেগ দিয়েছে বহু ওয়ার্ডে। এদের বেশিরভাগই ‘বিক্ষিব্ধ’ জোড়া-ফুল।
বেলডাঙা, এগরা, চাঁপদানি এবং ঝালদা পুরসভার ফলাফল ত্রিশঙ্কু। হুগলির চাঁপদানিতে ২২টি ওয়ার্ডের মধ্যে ১০টিতেই জয় হাসিল করেছেন বিক্ষুব্দ তৃণমূলীরা।
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.