Advertisment

7th Pay Commission: অক্টোবরেই বাড়ছে DA, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বেড়ে কোথায় পৌঁছোচ্ছে জানেন?

7th Pay Commission DA Hike: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ানেরা প্রবল সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি অক্টোবর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা হয়ে যেতে পারে।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Vastu Shastra, money plant vastu, Money Vastu Tips, crassula plant, বাস্তুশাস্ত্র, ক্র্যাসুলা গাছ

প্রতীকী ছবি।

7th Pay Commission, DA Hike for Central Govt Employees: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। উৎসবের মরশুমে বাড়ছে DA। চলতি অক্টোবর মাসেই DA বা়ডতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সূত্রের খবর, দীপাবলীর আগেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত DA বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। 

Advertisment

DA বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সবকিছু ঠিকঠাক চললে চলতি অক্টোবরেই কেন্দ্রীয় সরকারের তরফে কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা ৩-৪ শতাংশ বাড়ানো হতে পারে। 

যাঁদের মূল বেতন ১৮ হাজার টাকা তাঁদের মহার্ঘ্যভাতা ৫৪০-৭২০ টাকা বাড়তে পারে। কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন যদি মাসে ৩০ হাজার টাকা হয় এবং মূল বেতন ১৮,০০০ টাকা, তাহলে বর্তমানে তিনি DA বাবদ প্রতি মাসে ৯,০০০ টাকা পান। এক্ষেত্রে দিয়ে ৩ শতাংশ DA বেড়ে গেলে তিনি পাবেন ৯,৫৪০ টাকা।

আরও পড়ুন- Vastu Tips: এক মাসেই মোটা টাকা হাতে এসে যেতে পারে! আজই ঘরে আনুন এই গাছ

আরও পড়ুন- Fixed Deposit Scheme: 'মালামাল অফার'! ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য ৫ লাখের FD, ম্যাচিওরিটিতে কত পাবেন জানেন?

আরও পড়ুন- Durga Puja 2024: এবছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন কিসে চড়ে? দেবী মহামায়ার গমন কোন বাহনে?

ওই কর্মচারীর DA যদি ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি হয় তাহলে তিনি DA বাবদ পাবেন ৯৭২০ টাকা। জানা গিয়েছে, এই DA বৃদ্ধির সময়টা গত ১ জুলাই ২০২৪-এর হিসেবে ধরে করা হবে। সুতরাং তারপর থেকে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়া DA-র টাকা একসঙ্গে হাতে পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। সংসদে সর্বশেষ বাদল অধিবেশনের সময়েই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এখনও DA বাড়ানো নিয়ে পাকাপাকি কোনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার।

Central Government Employee Da
Advertisment