Durga Puja 2025: দুর্গাপুজো, এবছর দেবী মর্ত্যে আসছেন কী চেপে? যাবেনই বা কীসে?

Durga Puja 2025: হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার নির্দিষ্ট বাহন থাকলেও প্রতিবছর মর্ত্যে যাতাযাতের বাহন বদলায়। যার ওপর নির্ভর করে বদলায় প্রকৃতি এবং রোগ-ব্যাধির প্রকোপ।

Durga Puja 2025: হিন্দু শাস্ত্রমতে দেবী দুর্গার নির্দিষ্ট বাহন থাকলেও প্রতিবছর মর্ত্যে যাতাযাতের বাহন বদলায়। যার ওপর নির্ভর করে বদলায় প্রকৃতি এবং রোগ-ব্যাধির প্রকোপ।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
In 2024 the arrival and departure of Goddess Durga will be pressed by which vehicle, দেবী দুর্গা, দুর্গাপুজো

ফাইল ছবি।

Devi Durga Puja 2025: শাস্ত্র মতে দেবী দুর্গা মর্ত্যে আসেন সাধারণত গজ, ঘোটক নৌকা এবং দোলায় চেপে। এই বাহনগুলিতেই তিনি গমনও করেন। শাস্ত্র বলছে, দেবী মহামায়ার এই বাহনগুলি সঙ্গে নিয়ে আগমন এবং গমনের ওপর নির্ভর করে প্রকৃতির ভালো-খারাপ। দোলা, ঘোটক, গজ কিংবা নৌকায় সাধারণত দেবীর আগমন ও গমন হয়। জেনে নিন শাস্ত্র অনুযায়ী, এই বাহনগুলিতে দেবীর আগমন ও গমনে প্রকৃতির কী পরিবর্তন হয় বলে ধরে নেওয়া হয়।

Advertisment

কী বলছে শাস্ত্র?

ঘোটক - শাস্ত্র বলছে, দেবী দুর্গার ঘোটক বা ঘোড়ায় আগমন কিংবা গমন হলে প্রকৃতির ধ্বংসাত্মক রূপ প্রকাশ পায়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনও অপ্রীতিকর পরিস্থিতির ইঙ্গিত করে। 

Advertisment

দোলা- দেবী দুর্গার দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফলও সুখকর নয়। এক্ষেত্রেও মহামারীর আশঙ্কা থাকে।

গজ- শাস্ত্র মতে, গজ অর্থাৎ হাতিতে দেবী দুর্গার আগমন কিংবা গমন হলে প্রকৃতির সমৃদ্ধি হয় বলে ধরে নেওয়া হয়।

আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি সুদ! সরকারি এই ব্যাঙ্কে টাকা রাখুন, দুর্দান্ত স্কিম দিচ্ছে 'মালামাল অফার'

আরও পড়ুন- Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি

আরও পড়ুন- Is Donkey is Foolish?: বোকা মানুষদের 'গাধা' বলেন অনেকে, এর কারণ জানেন?

নৌকা- দেবী দুর্গার নৌকায় আগমন কিংবা গমনের ফলও শুভ হয়। এক্ষেত্রে বন্যা পরবর্তী সময়ে জলের অভাব না থাকার জেরে শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে বলে ধরে নেওয়া হয়। 

আরও পড়ুন- AC Machine: হু হু করে কমল দাম! বিদ্যুৎ সাশ্রয়ী এই স্প্লিট AC-গুলি আজই ঘরে আনুন

২০২৫ সালে দেবী দুর্গার আগমন হবে গজে। মা দুর্গা বাপের বাড়ি ফিরবেন দোলায়।

আরও পড়ুন- Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর

এবছর দুর্গাপুজোর নির্ঘণ্ট: 

মহালয়া - ২১ সেপ্টেম্বর, (রবিবার)
মহাষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর, রবিবার
মহাসপ্তমী: ২৯ সেপ্টেম্বর, সোমবার
মহাষ্টমী: ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার
মহানবমী: ১ অক্টোবর, বুধবার
বিজয়া দশমী: ২ অক্টোবর, বৃহস্পতিবার

দেবীর আসা যাওয়ার মাধ্যম বদলালেও, দেবীর বাহন কিন্তু, সিংহ অথবা ভিন্নমতে বাঘই থাকে। সেটা বছর অনুযায়ী বদলায় না। নিয়ম অনুযায়ী রবি বা সোমবার দেবীর ঘট স্থাপিত হলে অর্থাৎ সপ্তমী হলে দেবী গজে আগমন করেন। দশমীর ক্ষেত্রে ওই বারগুলো পড়লে দেবী গজে গমন করেন। শনি এবং মঙ্গলবার সপ্তমী হলে দেবী অশ্ব বা ঘোড়ায় আগমন করেন। দশমী ওই দুই বারে পড়লে দেবী অশ্বে গমন করেন। বুধবার সপ্তমী হলে দেবী নৌকোয় আসেন। বুধবার দশমী হলে দেবী নৌকোয় যান। বৃহস্পতি এবং শুক্রবার সপ্তমী হলে দেবী দোলায় আসেন। ওই দুই বারে দশমী হলে দেবী পালকিতে বা দোলায় গমন করেন।

lifestyle Devi Durga Durga Puja