/indian-express-bangla/media/media_files/22fLpXewtv4oRL9cgUcp.jpg)
প্রতীকী ছবি।
Vastu Tips: বিত্তশালী হতে কে না চান! বাস্তুশাস্ত্র মতেআপনার বাড়িতে এমন কয়েকটি জিনিস আপনি রাখতে পারেন যার ভালো প্রভাব পড়তে পারে আপনার জীবনে। প্রত্যেকেরই জীবনে টাকার প্রয়োজন আছে। বাস্তু বিশারদদের একাংশ বলছেন, এমন একটি গাছ রয়েছে যেটি ঘরে আনলে এক মাসের মধ্যে মোটা টাকা এসে যেতে পারে আপনার হাতে!
বাস্তুশাস্ত্র বলছে, জীবনকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইলে ঠিকঠাক জিনিসটি ঠিক-ঠিক দিক অনুযায়ী আপনাকে রাখতে হবে। মোটের উপর নিয়মানুবর্তিতা আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে। বাস্তুশাস্ত্রে গাছের একটি আলাদা গুরুত্ব রয়েছে। বাস্তুবিশারদরা বলছেন, আপনার চারপাশে থাকা গাছ আপনার জীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে। গাছের মধ্যে নিহিত থাকা শক্তি আপনার জীবনের সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। চারপাশে নেতিবাচক শক্তি থাকলেও এই গাছের মধ্যে নিহিত থাকা শক্তি সেগুলিকে প্রতিরোধ করতে পারে।
কোন গাছ ঘরে আনলে অল্প দিনেই মোটা টাকা হাতে আসতে পারে?
সাধারণত মানিপ্লান্টকেই অর্থ আকর্ষণকারী গাছ বলে মনে করা হয়। কিন্তু বাস্তুশাস্ত্রে আরও একটি গাছের উল্লেখ আছে যা ঘরে আনলে এক মাসের মধ্যে ঘরে টাকার 'ঝর্ণা' নামতে পারে। সেই গাছটির নাম ক্র্যাসুলা। এই গাছটি নাকি মানিপ্লান্টের চেয়েও বেশি শক্তিশালী। অন্তত বাস্তুবিশারদদের একাংশের তাই মত।
আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি সুদ! সরকারি এই ব্যাঙ্কে টাকা রাখুন, দুর্দান্ত স্কিম দিচ্ছে 'মালামাল অফার'
আরও পড়ুন- Durga Puja 2024: এবছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন কিসে চড়ে? দেবী মহামায়ার গমন কোন বাহনে?
তাঁরা বলছেন বাড়িতে ক্র্যাসুলা গাছ এনে লাগান। এতে মা লক্ষ্মী খুশি হবেন এবং তিনি প্রচুর ধন সম্পত্তি প্রদান করবেন আপনার গৃহে। তবে এই গাছটি এনে সঠিক দিকে আপনাকে রাখতে হবে। এ ব্যাপারে বাস্তবিশারদরা বলছেন, বাড়িতে ঢোকার পথে ঠিক ডান দিকে এই ক্র্যাসুলা গাছটি আপনাকে লাগাতে হবে। এই গাছটি বাড়ির ভিতরে রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।