Advertisment

Fixed Deposit Scheme: 'মালামাল অফার'! ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য ৫ লাখের FD, ম্যাচিওরিটিতে কত পাবেন জানেন?

Fixed Deposit Scheme: এক লপ্তে বেশ কিছু টাকা ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে রাখতে চান অনেকে। নির্দিষ্ট সময় পর সেই ফিক্সড ডিপোজিট তুলে নেওয়া যায়। এবার সরকারি এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে দারুণ অফার।

author-image
IE Bangla Lifestyle Desk
আপডেট করা হয়েছে
New Update
Janmashtami 2024, Bank Holiday, জন্মাষ্টমী, ব্যাংকে ছুটি

প্রতীকী ছবি।

Fixed Deposit Scheme: টাকা বাড়ানোর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা FD দারুণ জনপ্রিয় একটি স্কিম। একলপ্তে বেশ খানিকটা টাকা নির্দিষ্ট কিছুদিনের জন্য ব্যাঙ্ক বা Post Office-এ জমানোর পর ফের সুদ-সমেত তা ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা পোস্ট অফিস নির্দিষ্ট হারে সুদ প্রদান করে। আসল টাকার সঙ্গে সুদের টাকার অঙ্ক যোগ করলে টাকাটা বেশ ভালো পরিমাণেই বাড়ে। এবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) গ্রাহকদের জন্য দারুণ একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এল। 

Advertisment

এই সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের ক্ষেত্রে ৩.৫% থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য যদি ৫ লক্ষ টাকার FD করা যায় তবে ম্যাচিওরিটির সময় ভালো টাকা রিটার্ন মিলবে। PNB ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৮ শতাংশ হারে সুদ দিচ্ছে।

এই একই সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের দেওয়া হচ্ছে ৭.৩ শতাংশ হারে সুদ।

আরও পড়ুন- Egg Benefits: গুজবে কান নয়! ডিমের কুসুম না সাদা অংশ? 'সুপারফিট' থাকতে কোনটা খাবেন?

আরও পড়ুন- Durga Puja 2024: এবছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন কিসে চড়ে? দেবী মহামায়ার গমন কোন বাহনে?

আরও পড়ুন- Fixed Deposit: ফাটাফাটি সুদ! সরকারি এই ব্যাঙ্কে টাকা রাখুন, দুর্দান্ত স্কিম দিচ্ছে 'মালামাল অফার'

আরও পড়ুন- Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি

অর্থাৎ যদি কোনও সাধারণ গ্রাহক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩৯৯ দিনের জন্য ৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তবে ম্যাচিওরিটির সময় সংশ্লিষ্ট গ্রাহক ৫ লক্ষ ৩৪ হাজার টাকা রিটার্ন পাবেন। অন্যদিকে ৩৯৯ দিনের জন্য সিনিয়র সিটিজেনরা যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫ লক্ষ টাকার FD করেন, তবে ম্যাচিওরিটির সময় তাঁরা ফেরত পাবেন ৫ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা।

bank Punjab National Bank PNB Fixed Deposit
Advertisment