Swami Vivekananda East Bengal: কীভাবে বিবেকানন্দ যুক্ত হলেন ইস্টবেঙ্গলে? পয়লা বৈশাখে নীতুর মন্তব্যে তুমুল বিতর্ক

East Bengal FC: বাংলার নতুন বছরে নতুন সংকল্পের কথা জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আগামী মরশুমে দলের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

East Bengal FC: বাংলার নতুন বছরে নতুন সংকল্পের কথা জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আগামী মরশুমে দলের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal and Swami Vivekananda

ইস্টবেঙ্গল ক্লাব এবং স্বামী বিবেকানন্দ

Debabrata Sarkar on East Bengal Club: ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে (ISL 2024-25) ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC) একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। তবে ইন্ডিয়ান সুপার লিগকে পিছনে ফেলে আপাতত তারা সামনের দিকে তাকাতে চায়। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ। এই টুর্নামেন্টকে আপাতত পাখির চোখ করতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।

Advertisment

ইতিমধ্যে মঙ্গলবার (১৫ এপ্রিল) ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে নববর্ষ পালন করা হয়। বার পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে নতুন বছরে ক্লাবের পরিকল্পনা কী? খানিক মজার ছলেই তিনি বললেন, 'চেষ্টা করা হচ্ছে, সব পুরনো ফিরে আসুক।' আসলে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের গরিমা, জয় এবং ঐতিহ্যের প্রসঙ্গই এখানে তুলে ধরতে চেয়েছেন।

East Bengal FC: ইস্টবেঙ্গলে অশান্তির আগুন! কোচের উপর রাগে প্র্যাকটিস ছেড়ে সোজা হোটেলে ক্লেইটন

কী বললেন দেবব্রত সরকার?

Advertisment

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, '১০০ বছর আগে যখন আমাদের ক্লাবের জন্ম হয়েছিল, তখন বহু মণীষীরা আমাদের এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), বিবেকানন্দ, চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখোপাধ্যায়। তখন থেকেই আমরা স্ট্রাগল করছি। ১০০ বছর পর আবারও আমাদের স্ট্রাগল শুরু হয়েছে। তবে এই স্ট্রাগল আর খুব বেশিদিন আমাদের করতে হবে না। আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা হারানো গৌরব ফিরে পাব।'

East Bengal FC: 'ক্লাবের কিছু করার নেই...', ক্লেইটন বিতর্কে এ কী বললেন দেবব্রত সরকার?

প্রসঙ্গত, গত মরশুমের সুপার কাপে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। এই টুর্নামেন্ট জয় করার পর লাল-হলুদ ব্রিগেডকে নিয়ে যথেষ্ট মাতামাতি করা হয়েছিল। অনেকে আবার কুয়াদ্রাতকে 'প্রফেসর' কিংবা 'হ্যামলিনের বাঁশিওয়ালা' বলতেও কুণ্ঠাবোধ করেননি। এবারও কি অস্কার ব্রুজোঁর কোচিংয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে? ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত সেই আশাতেই বুক বাঁধছে।

East Bengal: এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় ইস্টবেঙ্গলের, ফিরতি লিগেও হার

জয়ের সরণীতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

দেবব্রত সরকার আরও বললেন, 'কয়েকদিন আগে আমাদের দলের ইনভেস্টরদের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেইসময় আদিত্য'জি পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে। দলের সভ্য সমর্থকদের কাছে এটাই বছরের সেরা শব্দ বলে আমি মনে করি। ওই বৈঠকে আরও জানানো হয়েছে যে দরকার লাগলে আরও বেশি টাকা খরচ করা হবে। কিন্তু, যে কোনও মূল্যে চ্যাম্পিয়ন হতেই হবে।'

ISL 2024-25 Rabindranath Tagore East Bengal Debabrata Sarkar