East Bengal FC: 'ক্লাবের কিছু করার নেই...', ক্লেইটন বিতর্কে এ কী বললেন দেবব্রত সরকার?

Cleiton Silva Controversy: আসন্ন সুপার কাপে কি ক্লেইটন সিলভাকে ছাড়াই মাঠে নামবে অস্কার ব্রুজোঁর দল? আপাতত সেদিকেই জল গড়াতে শুরু করেছে। রবিবার কোচের সঙ্গে ঝামেলা করে মাঠ ছাড়েন ক্লেইটন।

Cleiton Silva Controversy: আসন্ন সুপার কাপে কি ক্লেইটন সিলভাকে ছাড়াই মাঠে নামবে অস্কার ব্রুজোঁর দল? আপাতত সেদিকেই জল গড়াতে শুরু করেছে। রবিবার কোচের সঙ্গে ঝামেলা করে মাঠ ছাড়েন ক্লেইটন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Debabrata Sarkar

ইস্টবেঙ্গল ক্লাবের কর্ণধার দেবব্রত সরকার

East Bengal FC News: ক্লেইটন সিলভাকে (Cleiton Silva) নিয়ে ক্রমশ হাওয়া গরম হতে শুরু করেছে ইস্টবেঙ্গল শিবিরে। সুপার কাপ শুরু হওয়ার আগেই বেঁধেছে এক নয়া বিতর্ক। কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) সঙ্গে এই স্প্যানিশ ফুটবলারের ঝামেলা এখন আর কারোর কাছে অজানা নয়। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

Advertisment

সোমবার (১৪ এপ্রিল) একটি সংবাদমাধ্যমকে দেবব্রত সরকার বললেন, 'এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব বলেই নয়, যে কোনও ক্লাবের কাছেই এটা যথেষ্ট দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথমে ম্যানেজমেন্টের কাছে দলের কোচকে রিপোর্ট করতে হয়। কিন্তু, এখনও পর্যন্ত কোনও অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি।'

Richard Celis East Bengal: সুপার কাপে আদৌ খেলবেন রিচার্ড সেলিস? ক্রমশ বাড়ছে ধোঁয়াশা

আইএসএল টুর্নামেন্টে জঘন্য পারফরম্য়ান্স ইস্টবেঙ্গলের

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকরা সুপার কাপের দিকে তাকিয়ে রয়েছেন অধীর আগ্রহে। গত মরশুমে কার্লেস কুয়াদ্রাতের দল এই কলিঙ্গ সুপার কাপ জিতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল।

East Bengal FC: ইস্টবেঙ্গলে অশান্তির আগুন! কোচের উপর রাগে প্র্যাকটিস ছেড়ে সোজা হোটেলে ক্লেইটন

প্রায় ১২ বছর পর জাতীয় স্তরে কোনও টুর্নামেন্ট জিতেছিল ইস্টবেঙ্গল। সেকারণে সমর্থকরা আশা করছেন, এবারও তাদের জন্য তেমনই কোনও মিরাকল অপেক্ষা করছে। সুপার কাপ জিততে পারলে ISL-এর ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে পারবে তারা।

প্র্যাকটিস ম্য়াচে তুমুল ঝামেলা

কিন্তু, সুপার কাপ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল পরিবারে চরম অশান্তির আবহ তৈরি হয়েছে। গত রবিবার (১৩ এপ্রিল) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ম্যাচ ছিল। আনোয়ার আলির একমাত্র গোলে এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতলেও, খেলা চলাকালীন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে ঝামেলা বাধে ক্লেইটন সিলভা'র।

ISL, East Bengal: নিয়মরক্ষার ম্যাচে ৪ গোল হজম, লজ্জার পরাজয়ে শেষ ইস্টবেঙ্গলের দৌড়!

চোখের নিমেষে পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই মাঠ ছাড়েন ক্লেইটন এবং ফিরে যান হোটেলে। ক্লাব সূত্রে খবর, যা পরিস্থিতি তাতে ক্লেইটনকে ছাড়াই হয়তো সুপার কাপে খেলতে হবে অস্কার ব্রুজোর দলকে।

East Bengal-Shahrukh: শাহরুখের নামেই যেটুকু সুবিধা, বাকিটা হাহাকার! তুর্কমেনিস্তানে ইস্টবেঙ্গলের অনুশীলনে চরম হতাশা

কী বললেন দেবব্রত সরকার?

এই প্রসঙ্গে দেবব্রত সরকার (Debabrata Sarkar) আরও যোগ করেন, 'এখানে ক্লাবের কিছু করার নেই। আমাদের যে কোম্পানি গঠণ করা হয়েছে, তারাই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। কোম্পানির দায়িত্বে যাঁরা (মণীশ'জি, আদিত্য'জি) আছেন, তাঁরাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয়, ওঁরা নিশ্চয়ই শৃঙ্খলার ব্যাপারে জোর দেবেন। আগে কোচের তরফ থেকে অভিযোগ আসুক, তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'

Debabrata Sarkar Oscar Bruzon Cleiton Silva East Bengal