উচ্চমাধ্যমিকের প্রথম দশে ঠাঁই পেয়েছে মোট ৮৭ জন। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের জয়জয়কার। মেধা তালিকায় প্রথম স্থানাধীকারী শুভ্রাংশু সরদার দক্ষিণ ২৪ পরগনার এই স্কুলেরই ছাত্র। এছাড়াও ওই তালিকায় নাম রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলেরআরও ৯ জন পড়ুয়ার।
Advertisment
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের এমন নজরকাড়া সাফল্যে খুশি শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুলের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, 'স্কুলের ছাত্রদের এই সাফল্যে খুবই আনন্দের খবর। আমরা আশাই করেছিলাম যে ২০১৫ সালের পর ফের এবার হয়তো মেধা তালিকায় আমাদের কোনও ছাত্রের নাম দেখা যাবে। শুভ্রাংশু ভাল ফল করবে তা প্রত্যাশিতই ছিল। তবে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে আসবে তা আমরা বুঝতে পারিনি। প্রথম দশে আমাদের স্কুলের ৯ জন ছাত্র আছে। আমরা গর্বিত।'
একনজরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোন কোন ছাত্র মেধা তালিয়ায় স্থান পেয়েছে-