West Bengal Lok Sabha Election 2019: বাংলায় ভোটপ্রচারে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। জয়নগরের সভায় এদিন বিজেপি সভাপতি বলেন, ‘‘মমতাদি বলেছেন বাংলায় জয় শ্রী রাম বলা যাবে না। জয়নগরের মঞ্চ থেকে বলছি জয় শ্রী রাম। এখান থেকে কলকাতা যাচ্ছি। পারলে গ্রেফতার করে দেখান’’। পাশাপাশি শাহ বলেন, ‘‘বারুইপুরের সভা বাতিল করেছেন। আমাদের বলবতে দিন আর নাই দিন। তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ’’। প্রসঙ্গত, প্রশাসনের অনুমতি না মেলায় শেষমেশ বারুইপুরে বাতিল হয়ে গেল অমিত শাহর সভা। আজ দুপুর ১২টা নাগাদ যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুরে সভা করার কথা ছিল বিজেপি সভাপতির। ‘‘মমতা সরকার অনুমতি দেয়নি, এজন্যই সভা বাতিল করা হয়েছে’’ বলে অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে মমতাকে নিশানা করে বিজেপির তরফে বলা হয়, ‘‘বাংলার মানুষ আগামী ২৩ মে মমতাদিদিকে যোগ্য জবাব দেবে’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
এদিকে, অশান্তির আবহেই বাংলায় মিটল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুর ভোটের সকাল থেকেই তেতে ছিল। বেলা যত গড়ায় ভোটের উত্তাপের পারদ ততই চড়ে কেশপুরে। ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হেনস্থা, ধাক্কা, বিক্ষোভ ঘিরে কুরুক্ষেত্র বাঁধে কেশপুরে। দোগাছিয়ায় ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুরের ঘটনা নয়া মোড় নেয়। ইটের ঘায়ে মাথা ফাটে ভারতীর নিরাপত্তারক্ষীর। ভারতীকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। দোগাছিয়ায় ভারতী ঘোষের দেহরক্ষীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভারতীর নিরাপত্তারক্ষীর গুলির ঘায়ে জখম হয়েছেন এক ব্যক্তি, জখম ব্যক্তির পরিজনদের পক্ষ থেকে এমনই অভিযোগ। ওই ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি। অন্যদিকে, বুথের মধ্যে ঢুকে ভিডিওগ্রাফির অভিযোগ উঠেছে প্রাক্তন আইপিএসের বিরুদ্ধে। বুথের ১০০ মিটারের মধ্যে ভারতীর সশস্ত্র দেহরক্ষীকে দেখে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ষষ্ঠ দফার ভোটে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন ভারতী ঘোষ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বিজেপি বিরোধী এবং স্বয়ং বুদ্ধদেবই একথা জানিয়েছেন মমতাকে। রবিবার বারুইপুরের সভায় এমন চাঞ্চল্যকর দাবিই করলেন তৃণমূল সুপ্রিমো। এ মুহূর্তে বিজেপি নিয়ে জ্যোতি বসুর অবস্থান কী হতে পারত সে সম্ভাবনার কথাও এদিন শোনা গেল মমতার গলায়। তৃণমূলনেত্রী বলেন, ‘‘জ্যোতি বসুও হয়তো বিজেপির বিরুদ্ধে, জানি না, বেঁচে থাকলে হয়তো জিজ্ঞেস করে দেখতাম’’। সিপিএম নেতা তথা রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বিজেপি বিরোধী অবস্থানে থাকবেন তা প্রত্যাশিত হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তাঁদের বিজেপি বিরোধিতার কথা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে, বুদ্ধদেব বিজেপি বিরোধী, জ্যোতি বসু বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম: মমতা
Live Blog
আজ ফের মমতা-শাহ বাগযুদ্ধে সরগরম হল বঙ্গ রাজনীতি। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
১৮ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট হয়েছিল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ক্ষমতায় থাকা বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এসপি-বিএসপি-আরএলডি মহাগটবন্ধনের। এই ভোট বদলে দিল পবন কুমারের জীবন। ২৫ বছরের পবন ভোট দিতে গিয়ে ভুল করে অপছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে বসেন। ভুল বুঝতে পেরে নিজের ওপর রাগ হয় ভয়ঙ্কর। আর শেষমেশ আঙুলে ভোটের কালি লাগা অংশ কেটে ফেললেন নিজেই। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে পবন কুমার, শিকারপুরের এক দলিত ভোটার নিজেই দাবি করছেন ভুল করে বিজেপিকে ভোট দেওয়ায় ভোটের কালি মাখা অংশ নিজেই কেটে ফেলেন তিনি। ইভিএম-এ প্রথমবার ভোট দিলেন পবন কুমার। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে, ভুল করে বিজেপিকে ভোট, আক্ষেপে আঙুল কাটলেন তরুণ
ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে পুলিশের তল্লাশি ঘিরে উত্তেজনা ছড়াল। সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নীলাঞ্জন। এদিন রাজ্য বিজেপি দফতরে আসেন নীলাঞ্জন। সেখান থেকে ডায়মন্ড হারবারে ফেরার পথে তাঁর গাড়ি আটকায় পুলিশ। এমন অভিযোগই করেছেন নীলাঞ্জন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিভিল ড্রেস পরা কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি চালান। আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি। চিরুনি তল্লাশি হয়েছে। ২ ঘণ্টা তল্লাশি হওয়ার পরও বউবাজার থানায় যেতে বলেন। গাড়িতে কিছু পাওয়া যায়নি। তবুও থানায় হাজিরা দিতে বলেন। ২ ঘণ্টা ধরে আমার গাড়ি আটকে রাখা হয়েছে’’। উল্লেখ্য, রবিবার কৈখালি ও বিমানবন্দরে মুকুল রায়ের গাড়িতে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ শিশু-অধিকার সুরক্ষা কমিশন।
বড়সড় অস্বস্তিতে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নগদ ১ কোটি টাকা-সহ গ্রেফতার হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক। আসানসোল স্টেশন থেকে দিলীপের আপ্ত সহায়ক গৌতম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। গৌতমের সঙ্গে লক্ষ্মীকান্ত সাউ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির টাকা নির্বাচনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধৃত লক্ষ্মীকান্ত সাউ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ১ কোটি টাকা-সহ ধৃত দিলীপ ঘোষের আপ্ত সহায়ক
বারুইপুরে সভা বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শাহ। জয়নগরের সভায় মোদী সেনাপতি বলেন, ‘‘বারুইপুরের সভা বাতিল করেছেন। আমাদের বলবতে দিন আর নাই দিন। তৃণমূলকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলার মানুষ’’।
‘জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে ফের মমতাকে নিশানা অমিত শাহের। জয়নগরের সভায় বিজেপি সভাপতি বলেন, ‘‘মমতাদি বলেছেন বাংলায় জয় শ্রী রাম বলা যাবে না। জয়নগরের মঞ্চ থেকে বলছি জয় শ্রী রাম। এখান থেকে কলকাতা যাচ্ছি। পারলে গ্রেফতার করে দেখান’’।
প্রশাসনের অনুমতি না মেলায় শেষমেশ বারুইপুরে বাতিল হয়ে গেল অমিত শাহর সভা। আজ দুপুর ১২টা নাগাদ যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুরে সভা করার কথা ছিল বিজেপি সভাপতি। ‘‘মমতা সরকার অনুমতি দেয়নি, এজন্যই সভা বাতিল করা হয়েছে’’ বলে অভিযোগ করেছে বিজেপি। এ প্রসঙ্গে মমতাকে নিশানা করে বিজেপির তরফে বলা হয়, ‘‘বাংলার মানুষ আগামী ২৩ মে মমতাদিদিকে যোগ্য জবাব দেবে’’।
বাংলায় ভোটপ্রচারে ফের অমিতক শাহকে বাধা দেওয়ার অভিযোগ করল বিজেপি। বারুইপুরে অমিত শাহের সভার অনুমতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এদিন দুপুর ১২টা নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে সভা করার কথা মোদী সেনাপতির। এদিকে, যাদবপুরে রোড শো করারও অনুমতি দেওয়া হয়নি শাহকে, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।