Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: রাজনাথ আগে ছিল রাজার মতো, এখন মোদীবাবুর মুখপাত্র: মমতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: মমতা বলেন, ‘‘রাজনাথ সিং আগে রাজার মতো থাকত, এখন মোদীবাবুর মুখপাত্র হয়ে গিয়েছেন। যা পারছেন উল্টোপাল্টা বলছেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, mamata, rajnath singh, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা, রাজনাথ সিং

West Bengal Lok Sabha Election 2019 Live: মমতা ও রাজনাথ সিং।

West Bengal Lok Sabha Election 2019: ভোটের প্রচারে নরেন্দ্র মোদীকে বিঁধতে আবারও বাজপেয়ী জমানার প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দমদমের সভায় শনিবার মমতা বলেন, ‘‘অটল বিহারী বাজপেয়ী ভাল মানুষ ছিলেন। ওঁর সঙ্গে ভাল সম্পর্ক ছিল। বেঁচে থাকাকালীন অটলজি মোদীর মুখ দেখতেন না। আডবানিজি ওঁর (মোদী) মেন্টর,অথচ আডবানিজিকে ভোটের টিকিট দেয়নি। আডবানিজি বেচারা মুখে কিছু কথা বলতে পারেন না, মুরলী মনোহর যোশীও কথা বলতে পারেন না।’’ এরপরই মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে একহাত নেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘রাজনাথ সিং আগে রাজার মতো থাকতেন, এখন মোদীবাবুর মুখপাত্র হয়ে গিয়েছেন। যা পারছেন উল্টোপাল্টা বলছেন।’’ প্রসঙ্গত, মোদী জমানায় রাজনাথ সিংয়ের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক রয়েছে বলে খবর রাজনৈতিক মহলে। বাংলায় ভোটের প্রচারে এসে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজনাথ। ফলে এদিন রাজনাথ সিংকে নিয়ে মমতার মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, নরেন্দ্র মোদী-অমিত শাহদের নেতৃত্ব নিয়ে কয়েকবার সরব হয়েছেন খোদ বিজেপির প্রতিষ্ঠাতা নেতা লালকৃষ্ণ আডবানি। এদিন ফের বাজপেয়ী, আডবানিদের প্রসঙ্গ টেনে মোদীর সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে বিজেপি ভোটারদের পরোক্ষে কৌশলী বার্তা দিলেন মমতা, এমনই মত রাজনীতির কারবারীদের।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাকি দফার ভোটের তুলনায় বাংলায় ষষ্ঠ দফার ভোটে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় ষষ্ঠ দফার নির্বাচনে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি প্রতি থানা এলাকায় রাখা হচ্ছে ২টি ক্যুইক রেসপন্স টিম। এদিকে, ব্যারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুর কেন্দ্রের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর ও আরামবাগে গোলমাল হয়। ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। পদ্মবাহিনীর সেই দাবিতেই শেষ পর্যন্ত কমিশন সিলমোহর দিল বলেই মনে করছে রাজমৈতিক মহল।

ঘাটালে ভোটের মুখে আরও বিড়ম্বনায় পড়লেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। টাকা উদ্ধারের ঘটনায় ভারতীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পিংলা থানার পুলিশ। ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পিংলা থানা সূত্রে এ খবর জানা গিয়েছে। সরকারি কাজে বাধা, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ভারতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় নাকা তল্লাশির সময় ভারতীর গাড়ি থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রথমে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ভারতী। পরে পুলিশ ভারতীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করে। রাত ২টো নাগাদ ভারতীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, এ ঘটনায় দিল্লির নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যেপ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ভারতী ঘোষের নামে এফআইআর পুলিশের

Live Blog

ভোটের প্রচারে পা রেখে ফের মোদীবাহিনীকে নিশানা করলেন মমতা, কী বললেন? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














16:54 (IST)11 May 19





















বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরকে আইনি নোটিস কেজরিওয়ালের

16:30 (IST)11 May 19





















দমদমের সভায় মমতা
16:09 (IST)11 May 19





















ষষ্ঠ দফার ভোটে বাংলার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

ষষ্ঠ দফার ভোটে বাংলার ৮ কেন্দ্রে মোতায়েন থাকছে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

15:34 (IST)11 May 19





















রবার্টসগঞ্জের সভায় কী বললেন মোদী?

15:13 (IST)11 May 19





















থাপ্পড়-বিতর্কে ফের সরব মমতা

‘‘আমি তোমায় থাপ্পড় মারতে যাব কেন? আমারই তো হাতে লাগবে। বলেছি গণতন্ত্রের থাপ্পড় মারব।’’, হাসনাবাদের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

15:01 (IST)11 May 19





















খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বিজেপি, বিস্ফোরক মমতা

ভোট কিনতে খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির টাকা পাচারের জন্যই কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল করা হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার হাড়োয়ার সভায় মমতা বলেন, কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করলে যাতে ধরা না পড়ে সে কারণে কলকাতার পুলিশ কমিশনার বদল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে টাকার বাক্স নিয়ে এলে যাতে নজর এড়ানো যায়, সে কারণে বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে দু’বার কমিশনার বদল হয় কলকাতা পুলিশে। রাজীব কুমারের পর কলকাতার সিপি করা হয় অনুজ শর্মাকে। তার কিছুদিন পরই কলকাতার নগরপাল করা হয় রাজেশ কুমারকে। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে  কলকাতার পুলিশ কমিশনার বদলের ‘আসল কারণ’ জানালেন মমতা

14:40 (IST)11 May 19





















হাসনাবাদের সভায় মমতা
14:05 (IST)11 May 19





















ভোট দেওয়ার আগে কী বললেন শতায়ু?

13:43 (IST)11 May 19





















‘ফণী’কাণ্ডে মোদীকে ফের নিশানা মমতার

‘ফণী’ নিয়ে মোদীর ফোন না রিসিভ করা নিয়ে ফের মুখ খুললেন মমতা। হাড়োয়ার সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘‘ফণী যেদিন হয়, সেদিন আমি খড়গপুরে ছিলাম। কারণ ওইদিক দিয়েই রাজ্যে ফণী ঢোকার কথা ছিল। দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য ছিলাম। আর উনি মিটিং করে বেড়াচ্ছিলেন। সব জায়গায় বলছে, আমি নাকি ফোন ধরিনি। কথা বলবে কী করে! তুমি আমার মোবাইল নম্বর জানো না? সব তো ট্যাপ করো। ভোটের সময় কেন বৈঠক করব? কলাইকুণ্ডায় বৈঠক করেছো। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মুখ্যসচিবকে ডেকেছো, এই সাহস হয় কী করে!’’

13:33 (IST)11 May 19





















বিজেপি ভয়ঙ্কর ফ্যাসিস্ট দল: মমতা

আবারও বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সভায় মমতা বলেন, ‘‘বসিরহাটের মানুষ দাঙ্গা করেনি। বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বিএসএফ। বিজেপি ভয়ঙ্কর ফ্যাসিস্ট দল। ৫ বছরে কী করেছেন? একটা কথাও বলতে পারবে না।’’

13:24 (IST)11 May 19





















হাড়োয়ার সভায় মমতা
13:16 (IST)11 May 19





















মধ্যপ্রদেশের সভায় রাহুল গান্ধী

13:11 (IST)11 May 19





















বিজেপিতে যোগ দিলেন অভিনেতা অরুণ বক্সি

13:07 (IST)11 May 19





















দাঁতনে বিজেপি কর্মীর বাড়িতে ‘অগ্নিসংযোগ’

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খণ্ডরুই গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে এক বিজেপি কর্মীর বাড়িতে বৈঠক চলছিল, সে সময়ই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, তাঁদের ফাঁসানোর জন্যই এসব করছে বিজেপি।

13:01 (IST)11 May 19





















ভোটের আগে তাজা বোমা উদ্ধার

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আগের দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে মিলল তাজা বোমা। এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

12:51 (IST)11 May 19





















রোড শো-তে সানি দেওল

12:23 (IST)11 May 19





















ঝাড়খণ্ডে তুঙ্গে ভোটের প্রস্তুতি

12:03 (IST)11 May 19





















ভোপালে ভোট প্রস্তুতি

11:46 (IST)11 May 19





















ভারতী ঘোষের ভোটপ্রচার

11:20 (IST)11 May 19





















বিজেপিকে নিশানা সিপিএমের
11:03 (IST)11 May 19





















ষষ্ঠ দফার ভোটে শূন্য পাবে বিজেপি ও কংগ্রেস: অখিলেশ যাদব

10:42 (IST)11 May 19





















আজ উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মোদী

10:22 (IST)11 May 19





















আজ বিহার ও ঝাড়খণ্ডে প্রচারে অমিত শাহ

10:04 (IST)11 May 19





















ভোটের আগে কী বললেন দেব?

09:51 (IST)11 May 19





















বাংলায় প্রচারে এসে কী বললেন রাজনাথ সিং?

09:35 (IST)11 May 19





















বাংলায় বিদ্যুতের দামবৃদ্ধি নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির

09:21 (IST)11 May 19





















যৌন হেনস্থায় অভিযুক্ত বঙ্গ বিজেপি প্রার্থী

বাংলার ভোটের শেষ পর্যায়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর যখন তুঙ্গে, বড়সড় ধাক্কা খেল গেরুয়া ব্রিগেড। এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিশু-অধিকার সুরক্ষা কমিশন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, বিজেপি প্রার্থীর গ্রেফতারির নির্দেশ

09:03 (IST)11 May 19





















ব্যারাকপুর ও আরামবাগের বুথে পুনর্নির্বাচন

ব্যারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুর কেন্দ্রের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর ও আরামবাগে গোলমাল হয়। ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি।

08:54 (IST)11 May 19





















কামারহাটিতে মমতার পদযাত্রা
08:41 (IST)11 May 19





















আজ তিন সভা মমতার

লোকসভা নির্বাচন ২০১৯: বাংলায় ভোটের শেষ পর্যায়ে তৃণমূল-বিজেপি চাপান-উতোর যখন তুঙ্গে, বড়সড় ধাক্কা খেল গেরুয়া ব্রিগেড। এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিশু-অধিকার সুরক্ষা কমিশন। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ডায়মন্ডহারবার কেন্দ্রের শিবসেনা প্রার্থী সন্তোষ কুমারের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, বিজেপি প্রার্থীর গ্রেফতারির নির্দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার যদি ফের ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ কথা মাথায় রেখে ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। নিজের টুইটার হ্যান্ডেল থেকে কেজরিওয়াল হিন্দিতে লিখেছেন, “যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি অমিত শাহ হন, তাহলে সে দেশের কী হবে? ভেবে নিয়ে ভোট দিন।” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আশঙ্কা কেজরিওয়ালের, ভেবেচিন্তে ভোট দেওয়ার ডাক

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment