লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। বাকি দফার ভোটের তুলনায় বাংলায় ষষ্ঠ দফার ভোটে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বাংলায় ষষ্ঠ দফার নির্বাচনে মোট ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি প্রতি থানা এলাকায় রাখা হচ্ছে ২টি ক্যুইক রেসপন্স টিম। এদিকে, ব্যারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুর কেন্দ্রের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর ও আরামবাগে গোলমাল হয়। ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। পদ্মবাহিনীর সেই দাবিতেই শেষ পর্যন্ত কমিশন সিলমোহর দিল বলেই মনে করছে রাজমৈতিক মহল।
ঘাটালে ভোটের মুখে আরও বিড়ম্বনায় পড়লেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। টাকা উদ্ধারের ঘটনায় ভারতীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পিংলা থানার পুলিশ। ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পিংলা থানা সূত্রে এ খবর জানা গিয়েছে। সরকারি কাজে বাধা, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে ভারতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় নাকা তল্লাশির সময় ভারতীর গাড়ি থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রথমে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ভারতী। পরে পুলিশ ভারতীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করে। রাত ২টো নাগাদ ভারতীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, এ ঘটনায় দিল্লির নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যেপ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ভারতী ঘোষের নামে এফআইআর পুলিশের
Live Blog
ভোটের প্রচারে পা রেখে ফের মোদীবাহিনীকে নিশানা করলেন মমতা, কী বললেন? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার যদি ফের ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ কথা মাথায় রেখে ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। নিজের টুইটার হ্যান্ডেল থেকে কেজরিওয়াল হিন্দিতে লিখেছেন, “যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি অমিত শাহ হন, তাহলে সে দেশের কী হবে? ভেবে নিয়ে ভোট দিন।” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আশঙ্কা কেজরিওয়ালের, ভেবেচিন্তে ভোট দেওয়ার ডাক
ষষ্ঠ দফার ভোটে বাংলার ৮ কেন্দ্রে মোতায়েন থাকছে ৭৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
‘‘আমি তোমায় থাপ্পড় মারতে যাব কেন? আমারই তো হাতে লাগবে। বলেছি গণতন্ত্রের থাপ্পড় মারব।’’, হাসনাবাদের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট কিনতে খাস কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির টাকা পাচারের জন্যই কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে বদল করা হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার হাড়োয়ার সভায় মমতা বলেন, কলকাতায় হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করলে যাতে ধরা না পড়ে সে কারণে কলকাতার পুলিশ কমিশনার বদল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে টাকার বাক্স নিয়ে এলে যাতে নজর এড়ানো যায়, সে কারণে বিধাননগরের পুলিশ কমিশনারকেও বদল করা হয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে দু’বার কমিশনার বদল হয় কলকাতা পুলিশে। রাজীব কুমারের পর কলকাতার সিপি করা হয় অনুজ শর্মাকে। তার কিছুদিন পরই কলকাতার নগরপাল করা হয় রাজেশ কুমারকে। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে কলকাতার পুলিশ কমিশনার বদলের ‘আসল কারণ’ জানালেন মমতা
‘ফণী’ নিয়ে মোদীর ফোন না রিসিভ করা নিয়ে ফের মুখ খুললেন মমতা। হাড়োয়ার সভায় তৃণমূলনেত্রী বলেন, ‘‘ফণী যেদিন হয়, সেদিন আমি খড়গপুরে ছিলাম। কারণ ওইদিক দিয়েই রাজ্যে ফণী ঢোকার কথা ছিল। দুর্যোগে মানুষের পাশে থাকার জন্য ছিলাম। আর উনি মিটিং করে বেড়াচ্ছিলেন। সব জায়গায় বলছে, আমি নাকি ফোন ধরিনি। কথা বলবে কী করে! তুমি আমার মোবাইল নম্বর জানো না? সব তো ট্যাপ করো। ভোটের সময় কেন বৈঠক করব? কলাইকুণ্ডায় বৈঠক করেছো। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে মুখ্যসচিবকে ডেকেছো, এই সাহস হয় কী করে!’’
আবারও বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সভায় মমতা বলেন, ‘‘বসিরহাটের মানুষ দাঙ্গা করেনি। বসিরহাটে হিংসা ছড়িয়েছিল বিএসএফ। বিজেপি ভয়ঙ্কর ফ্যাসিস্ট দল। ৫ বছরে কী করেছেন? একটা কথাও বলতে পারবে না।’’
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের খণ্ডরুই গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে এক বিজেপি কর্মীর বাড়িতে বৈঠক চলছিল, সে সময়ই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ, তাঁদের ফাঁসানোর জন্যই এসব করছে বিজেপি।
ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আগের দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে মিলল তাজা বোমা। এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।
বাংলার ভোটের শেষ পর্যায়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর যখন তুঙ্গে, বড়সড় ধাক্কা খেল গেরুয়া ব্রিগেড। এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে ডায়মন্ডহারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ শিশু-অধিকার সুরক্ষা কমিশন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, বিজেপি প্রার্থীর গ্রেফতারির নির্দেশ
ব্যারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুর কেন্দ্রের কাঁচরাপাড়া উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগ লোকসভা কেন্দ্রের লস্করপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর ও আরামবাগে গোলমাল হয়। ব্যারাকপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি।