Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: কংগ্রেস ছাড়লেন আল্পেশ ঠাকুর

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ভোটের মুখে গুজরাতে কংগ্রেস শিবিরে ধাক্কা। কংগ্রেস ছাড়লেন আল্পেশ ঠাকুর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live. Alpesh Thakor , লোকসভা নির্বাচন লাইভ ২০১৯, আল্পেশ ঠাকুর

West Bengal Lok Sabha Election 2019 Live: রাহুল গান্ধীর সঙ্গে আল্পেশ ঠাকুর। ছবি: জাভেদ রাজা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

West Bengal Lok Sabha Election 2019: লোকসভা নির্বাচন ২০১৯: রাত পোহালেই লোকসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আরএসএস-এর মদতে জঙ্গিপুর থেকে ভোটে লড়ছেন, এমন চাঞ্চল্যকর মন্তব্যই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, বহরমপুরে অধীর চৌধুরীও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মদতপুষ্ট বলে দাবি করেছেন মমতা।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

Advertisment

প্রথম দফার লোকসভা ভোটের আগে বাংলায় প্রচার সারলেন রাহুল গান্ধী। করণদিঘির সভা থেকে মোদীকে ফের নিশানা করেন রাহুল। ‘‘৫ বছরে কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী। আপনি অনিল অম্বানির চৌকিদারি করুন, আমি গরিবদের জন্য কাজ করব’’, করণদিঘির সভার মন্তব্য রাহুল গান্ধীর।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে মোদীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জ ও ইসলামপুর কোর্ট ময়দানের সভা থেকে নমোকে চড়া সুরে আক্রমণ করেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘আম্বেদকরজির সংবিধান বদলে দেবে। কারণ নিজের প্রচার ছাড়া আর কিছু করেন না। নেতাদের থেকেও উনি বড় নেতা। এত বড় নেতা উনি, গান্ধীজির থেকেও বড় নেতা, নেতাজির থেকেও বড় নেতা! আম্বেদকরের থেকেও বড় নেতা। নিজের নামে সিনেমা বানিয়েছেন। নিজের নামে কোট বানিয়েছেন। সব নিজের নামে। এরকম দুর্যোধন-দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনও হয়নি। ফ্যাসিবাদী সম্রাট একটা।’’ এরপরই মমতা বলেন, ‘‘হিটলার বেঁচে থাকলে লজ্জায় দড়ি-কলসি নিয়ে আত্মহত্যা করতেন।’’

Live Blog

কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রায়গঞ্জের সভা থেকে মোদীকে নিশানা করলেন রাহুল। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Live Updates here:














18:50 (IST)10 Apr 19





















কংগ্রেসের হাত ছাড়লেন আল্পেশ ঠাকুর

ভোটের মুখে গুজরাতে কংগ্রেস শিবিরে ধাক্কা। কংগ্রেস ছাড়লেন আল্পেশ ঠাকুর। প্রসঙ্গত, গত মাস থেকেই জল্পন চলছিল যে, কংগ্রেস ছাড়তে পারেন আল্পেশ। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

17:39 (IST)10 Apr 19





















মোদীকে আক্রমণ রাহুলের

চৌকিদারের চেহারা বদলে দিয়েছি আমরা। চৌকিদার ভয়ে কথা বলছে না। চৌকিদারের মুখ চুপসে গিয়েছে: রাহুল

17:34 (IST)10 Apr 19





















মমতা-মোদীকে একসুরে নিশানা রাহুলের

‘‘মমতা, মোদী কর্মসংস্থানের কথা বলছেন, ওঁরা কি পেরেছেন তা দিতে?’’, মমতা-মোদীকে একসযোগে আক্রমণ রাহুলের

17:30 (IST)10 Apr 19





















রাফাল ইস্যু নিয়ে সরব রাহুল

‘রাফাল মামলায় যে চুরি করেছে, তার শাস্তি হবেই। আজ সুপ্রিম কোর্ট বলেছে, ডাল মে কালা হ্যায়’’, করণদিঘির সভায় বললেন রাহুল গান্ধী

17:28 (IST)10 Apr 19





















মমতার কংগ্রেস-বিজেপি আঁতাত মন্তব্যকে নিশানা রাহুলের

মমতা বলছেন, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে না। কিন্তু আমরা কখনও বিজেপির সঙ্গে তো জোট বাঁধিনি। মমতা জোট করেছিলেন, উনিই বিজেপির সঙ্গে সমঝোতা করেছিলেন। ২০১৯ সালে বিজেপিকে হঠাবে কংগ্রেসই: রাহুল

17:20 (IST)10 Apr 19





















মোদীকে নিশানা রাহুলের

‘‘৫ বছরে কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী। আপনি অনিল অম্বানির চৌকিদারি করুন, আমি গরিবদের জন্য কাজ করব’’, করণদিঘির সভার মন্তব্য রাহুল গান্ধীর।

17:14 (IST)10 Apr 19





















করণদিঘির সভায় রাহুল গান্ধী

রায়গঞ্জ কেন্দ্রের ভোটপ্রচারে করণদিঘির সভায় বক্তব্য রাখছেন রাহুল গান্ধী।

16:56 (IST)10 Apr 19





















একটু পরেই রায়গঞ্জে রাহুল

একটু পরেই রায়গঞ্জে সভা করবেন রাহুল গান্ধী।

16:07 (IST)10 Apr 19





















অফিসার বদলের প্রতিবাদে কমিশনে তৃণমূল

অফিসার বদলের প্রতিবাদ জানিয়ে কমিশনে নালিশ জানাল তৃণমূলের প্রতিনিধি দল। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের তরফে বলা হয়, ‘‘পুলিশ কমিশনারের জায়গায় যাঁকে নিয়ে আসা হয়েছে, তিনি একজন বিজেপি নেতার সহকারী হিসেবে কাজ করেছেন। তাঁকে কলকাতার পুলিশ কমিশনার করে আনা হল। কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা থেকে তৃণমূল বহিষ্কৃত বিজেপি নেতা বললেন, পুলিশ সুপারের উর্দি খুলে নেওয়া হবে। সেই পুলিশ সুপারকে বদলি করে দিল নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন।’’ প্রসঙ্গত, মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের পদ থেকে অভিষেক গুপ্তাকে সরানো হয়েছে। তার আগে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয় অনুজ শর্মাকে। নতুন কমিশনার করা হয়েছে রাজেশ কুমারকে।

15:19 (IST)10 Apr 19





















ভুল পথে মমতার কপ্টার

চোপড়ার সভার শুরুতে মমতা বলেন, ‘‘অনেকটা দেরি হয়ে গেল। রাস্তাটা  ভুল হয়ে গিয়েছিল। আসার কথা ছিল ২২ মিনিটে, ৫৫ মিনিট জায়গা খুঁজতে হয়েছে, আস্তে দেরি হয়েছে।’’

15:10 (IST)10 Apr 19





















কোচবিহারে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

ভোটের আগে কোচবিহার গেলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। গতকালই কোচবিহারের পুলিশ সুপার পদ থেকে অভিষেক গুপ্তাকে সরিয়েছে নির্বাচন কমিশন। ওই জেলার নতুন এসপি হয়েছেন অমিত কুমার সিং। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করাই লক্ষ্য বলে মন্তব্য করেছেন কোচবিহারের নয়া পুলিশ সুপার।

14:19 (IST)10 Apr 19





















নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তি রদ করল কমিশন

নরেন্দ্র মোদীর বায়োপিক মুক্তিতে বাধা দিল নির্বাচন কমিশন। ভোটের সময় এ ছবি মুক্তি পেলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হবে কিনা, সে ব্যাপারে বিবেচনা করতে কমিশনের কোর্টেই বল ঠেলে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, ইতিমধ্যেই এই ছবিকে ‘ইউ’ সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি। প্রসঙ্গত, ভোটের সময় প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি নিয়ে সরব হয় বিরোধীরা। ভোটের বাজারে প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ তোলে কংগ্রেস ও আপ। ভোটের সময় মোদীর ছবি মুক্তি পেলে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে বলে দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস ও আপ। সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা দায়ের করে কংগ্রেস। টালবাহানার জেরে নির্ধারিত সময় গত ৫ এপ্রিল মুক্তি পায়নি এই ছবি। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মোদীর বায়োপিক মুক্তি রদ করল নির্বাচন কমিশন

14:16 (IST)10 Apr 19





















দার্জিলিঙে আগুন জ্বলুক চাই না: মমতা

আমরা কোথাও অশান্তি চাই না, কোথাও কোনও গোলমাল হোক চাই না। পাহাড়-সমতল একসঙ্গে কাজ করবে। দার্জিলিঙে আগুন জ্বলুক চাই না: মমতা

14:13 (IST)10 Apr 19





















মোদীকে কটাক্ষ মমতার

‘‘নির্বাচনের পর চৌকি নিয়ে হ্যাঙাড়ে ঢুকে যাবে’’, চোপড়ার সভায় মোদীকে নিশানা মমতার

14:11 (IST)10 Apr 19





















বাংলায় কংগ্রস-বিজেপি আঁতাতের অভিযোগ মমতার

এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে। বহরমপুরে কংগ্রেস নেতা আরএসএসের মদতে লড়ছেন। জঙ্গিপুরে আরএসএসের মদতে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে লড়ছেন। কংগ্রেসকে ভোট দেবেন না: মমতা

14:03 (IST)10 Apr 19





















চোপড়ার সভায় মমতা

চোপড়ার সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

13:56 (IST)10 Apr 19





















বিজেপির ট্র্যাক রেকর্ড, কংগ্রেসের টেপ রেকর্ড: মোদী

গুজরাতের জুনাগড়ের সভায় কংগ্রেসকে বিঁধে বুধবার প্রধানমন্ত্রী বলেন, আমাদের ট্র্যাক রেকর্ড, আর কংগ্রেসের টেপ রেকর্ড। আমাদের ট্র্যাক রেকর্ডে উন্নয়ন দেখতে পাবেন। দেশের সুরক্ষার জন্য জঙ্গিদের বিরুদ্ধে কীভাবে কঠোর পদক্ষেপ করা হয়েছে, তা দেখতে পাবেন। আর কংগ্রেস ও ওদের সঙ্গীদের টেপ রেকর্ডে একটাই গান বাজছে, মোদী হঠাও। এছাড়া আর কোনও অ্যাজেন্ডা নেই ওদের।

13:30 (IST)10 Apr 19





















সেন্সর ছাড়পত্র পেল মোদীর বায়োপিক

অবশেষে সেন্সর ছাড়পত্র পেল মোদীর বায়োপিক। বিবেক ওবেরয় অভিনীত এই ছবিকে ‘ইউ’ সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি। উমঙ্গ কুমারের পরিচালনায় ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’ মুক্তি পেতে চলেছে ১১ এপ্রিল। প্রসঙ্গত, ভোটের সময় প্রধানমন্ত্রীর বায়োপিক মুক্তি নিয়ে সরব হয় বিরোধীরা। টালবাহানার জেরে নির্ধারিত সময় গত ৫ এপ্রিল মুক্তি পায়নি এই ছবি। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ছাড়পত্র সিবিএফসির, অবিলম্বে মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বায়োপিক

13:01 (IST)10 Apr 19





















রাহুলের মনোনয়নপত্র পেশ

আমেঠিতে মনোনয়নপত্র পেশ করলেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট বঢরা।

12:37 (IST)10 Apr 19





















ফেসবুক লাইভে দিলীপ ঘোষ

ফেসবুক লাইভ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকাল ১১টায় ফেসবুক লাইভ করবেন দিলীপ।

" id="lbcontentbody">
12:31 (IST)10 Apr 19





















জুনাগড়ে ভোটপ্রচারে মোদী

publive-image

12:14 (IST)10 Apr 19





















আজ চোপড়ায় সভা মমতার

দার্জিলিঙের তৃণমূল প্রার্থীর হয়ে আজ চোপড়ায় ভোটপ্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে চোপড়ায় সভা মমতার।

12:05 (IST)10 Apr 19





















আমেঠিতে রোড শো-তে রাহুল-প্রিয়াঙ্কা

11:22 (IST)10 Apr 19





















জুনাগড়ের সভায় মোদী

10:42 (IST)10 Apr 19





















রোড শো-তে প্রিয়াঙ্কা গান্ধী

শাহরানপুরে রোড শো করলেন প্রিয়াঙ্কা গান্ধী।

10:15 (IST)10 Apr 19





















আজ আমেঠিতে মনোনয়নপত্র পেশ রাহুলের

বাংলায় ভোটপ্রচারে আসার আগে আজ আমেঠিতে মনোনয়নপত্র জমা দেবেন রাহুল গান্ধী। এর আগে কেরালার ওয়েনাড়ে মনোনয়নপত্র পেশ করেছেন রাহুল। প্রসঙ্গত, এবার আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড় কেন্দ্র থেকে ভোটে লড়ছেন রাগা।

09:45 (IST)10 Apr 19





















আজ রায়গঞ্জে সভা রাহুলের

ভোটের মুখে আজ রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দুপুরে রায়গঞ্জের নাগর নদীর মাঠে সভা রাহুলের।

লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ আপডেটস: ভোটের মুখে বাংলায় অশান্তি। ডায়মন্ড হারবারের বাম প্রার্থী ফুয়াদ হালিমকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রচারে গিয়ে হালিমকে বাঁশপেটা করা হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিআইএম। এদিন ফলতা এলাকায় প্রচারে গিয়ে হালিম আক্রান্ত হন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, আক্রান্ত বাম প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে সিপিএম

অন্যদিকে, ২০১৯ সালে দেশের সরকার গড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অন্যন্য বিরোধী (বর্তমানে) দলকে সঙ্গে নিয়েই সরকার গড়বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের তিনটি শীর্ষ রাজনৈতিক দলের অন্যতম হবে তৃণমূল। বিজেপির নানা ‘মিথ্যা’ ফাঁস করতে এদিন ‘জুমলামিটার’ও প্রকাশ করেছেন ডেরেক। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, ‘কেন্দ্রে সরকার গড়ছে তৃণমূল’, শপথ নিয়েই প্রথম পদক্ষেপ কী?

এদিকে, লোকসভা ভোটের মুখে মাওবাদী হামলায় কাঁপল ছত্তীসগড়। দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি-সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ছত্তীসগড়ে বিজেপি বিধায়কের কনভয়ে মাওবাদী হামলা, নিহত ৫

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment