West Bengal Lok Sabha Election 2019: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু লোকসভার লড়াই। কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলেও, এখনও এ রাজ্যের তিন বিরোধী দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই আঁটঘাট বেঁধে প্রার্থীদের নাম ঘোষণা করার কৌশল নিয়েছেন দিলীপ ঘোষরা। অন্যদিকে, আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহেই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেসও। তবে লোকসভা ভোটে শেষ পর্যন্ত বাম-কংগ্রেস জোট হচ্ছে কিনা, তা এখনও চূড়ান্ত করেনি দু’দল।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, নির্বাচন ঘিরে শাসক-বিরোধী চাপানউতোর ক্রমশ বাড়ছে। লোকসভা ভোটে বাংলাকে ‘অতিস্পর্শকাতর’ রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। পদ্মবাহিনীর এহেন দাবি নিয়ে আসরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন এমন দাবি করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। পাশাপাশি মমতার দাবি, পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ রাজ্য। এসব দাবি করে বিজেপি বাংলাকে অপমান করছে। রাজ্যে মিডিয়া পর্যবেক্ষকেরও দাবি জানিয়েছে পদ্মবাহিনী। এ নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেত্রী।
এদিকে, লোকসভা ভোটের আগে বিজেপি যোগের জল্পনা উড়িয়েছেন শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে বৈশাখী বলেছেন, ‘‘বিজেপিতে যোগ দিচ্ছি না। আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।’’ তবে শোভন-বৈশাখীর কাছে বিজেপির প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বয়ং বৈশাখী।
Follow here the Updates:
06.55 PM: বৃহস্পতিবার দুপুরে বিজেপিতে যোগদানের পর রাতেই কলকাতায় ফিরছেন তৃণমূলত্যাগী অর্জুন সিং। ভাটপাড়ার বিধায়ক অর্জুনকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমিয়েছেন বিজেপিকর্মী ও অর্জুন অনুগামীরা। খোল করতাল নিয়ে এই মুহূর্তে কার্যত উদযাপনের আবহ বিমানবন্দরের একাংশে। অর্জুন ছাড়াও এখানে উপস্থিত থাকবেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
5.00 PM: অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী ২ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। ১ লক্ষ ৯৯ হাজার ভোট পেলে তারপর আমার সঙ্গে কথা বলতে আসবেন। ক্ষমতা থাকলে ভোটে দাঁড়ান অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন মানুষ। টিকিটের লোভে ওঁরা(অর্জুন, অনুপম হাজরা) যোগ দিয়েছেন। ২৩ তারিখের পর সব লেজ গুটিয়ে পালাবে।’’
4.43 PM: বিভিন্ন দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আজ রাজভবনে যাচ্ছে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
4.32 PM: লোকসভা নির্বাচনের কারণে এগিয়ে এল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সময়সূচী। পরীক্ষা শুরু হওয়ার দিন যদিও একই থাকছে। পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনের জন্য এগিয়ে নিয়ে আসা হল হল পেপার-১ পরীক্ষার দিন, তবে পেপার-২ পরীক্ষার দিন যা ছিল তাই থাকবে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে JEE Main 2019: লোকসভা ভোটের জন্য পরিবর্তিত হল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন
4.02 PM: লোকসভা ভোটের আগে আবারও মোটা অঙ্কের টাকা উদ্ধার হল কলকাতায়। এমজি রোড এলাকা থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় সুনীল শর্মা(৪৬) নামে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে।
3.30 PM : রায়গঞ্জে পুরোদমে ভোটপ্রচারে সিপিএম। চলছে দেওয়াল লিখনের কাজ। ওই কেন্দ্রের প্রার্থী মহম্মদ সেলিম।
Campaign in full swing at Raiganj Loksova Constituency in support of LF nominated CPIM candidate Comrade @salimdotcomrade. Defeat the BJP/TMC alliance. Vote for CPI(M) & Left to help form an alternative secular Govt at the Center.#Vote4Left pic.twitter.com/xg4uKSsnRL
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 14, 2019
3.10 PM: বীরভূমে ভোটপ্রচারের আগে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
2.22 PM: ট্রোলড হওয়া নিয়ে মুখ খুললেন নুসরত জাহান। মধ্যমগ্রামে এদিন টলি অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী নুসরত বলেন, ‘‘যাঁরা এ ধরনের ট্রোল করছেন, তাঁদের আসলে রুচির অভাব রয়েছে। মহিলাদের নত করার একটা অন্য পদ্ধতি। আমরা যাঁরা শিল্পী, তাঁদের আগেও ট্রোল করা হয়েছে। এখন আমরা রাজনীতিতে এসেছি, এখনও ট্রোল করা হচ্ছে।’’ প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে বসিরহাটে তৃণমূলের প্রার্থী হয়েছেন নুসরত। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন নুসরত। ট্রোল করা হয়েছে আরেক তারকা প্রার্থী মিমি চক্রবর্তীকে নিয়েও। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, মিমি-নুসরতকে নিয়ে সোশ্যালে ‘মিম বিলাস’, ঝুলছে কমিশনের খাঁড়া!
2.05 PM: ভোটের আগে অব্যাহত দলবদল। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা টম ভড্ডকান। পদ্ম পতাকা হাতে তুলে নিয়ে টম বলেন, ‘‘পুলওয়ামা হামলা নিয়ে কংগ্রেস যেভাবে সরব হয়েছিল, তাতে মর্মাহত হয়েছি।’’ কংগ্রেস ‘পরিবারতন্ত্রের রাজনীতি’ করছে বলেও তোপ দাগেন টম। বৃহস্পতিবার রবিশংকর প্রসাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টম।
Delhi: Congress leader Tom Vadakkan joins Bharatiya Janata Party in presence of Union Minister Ravi Shankar Prasad. pic.twitter.com/7AtbF2QfHj
— ANI (@ANI) March 14, 2019
1.46 PM: কেন তৃণমূল ছাড়লেন অর্জুন সিং? বিস্তারিত পড়ুন, অর্জুনের বয়ান
1.06 PM: ভোটের মুখে তৃণমূলে বড় ভাঙন। বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে,বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অর্জুন সিং
Delhi: Trinamool Congress MLA Arjun Singh (in center) joins Bharatiya Janata Party. pic.twitter.com/QrWf6u6Qaw
— ANI (@ANI) March 14, 2019
12.58 PM: মাসুদ আজহার ইস্যুতে রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির।
Union Minister Ravi Shankar Prasad on Rahul Gandhi's tweet after China blocks India's bid to designate JeM Chief Masood Azhar as global terrorist in UNSC 1267 list: Would the Congress party adopt a different voice even in case of a cruel killer & a global terrorist Masood Azhar? pic.twitter.com/tDFIeRQfDz
— ANI (@ANI) March 14, 2019
12.30 PM: একটু পরেই সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের অর্জুন সিং। ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং।
12.00 PM: দুর্নীতি নিয়ে আবারও সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘‘দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস নয়’’, টুইট মোদীর।
No place for middlemen.
No tolerance for corruption.
No fake beneficiaries swindling away recourses.
This is a New India. We have worked hard to remove corruption and punish the corrupt.
Do read this fine piece by @arunjaitley Ji. https://t.co/uK4lWpREHx
— Narendra Modi (@narendramodi) March 13, 2019
11.30 AM: রাজ্যে বিজেপির মিডিয়া পর্যবেক্ষকের দাবি নিয়ে সরব মমতা। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, বাংলায় মিডিয়া পর্যবেক্ষকের দাবি বিজেপির, প্রতিবাদ মমতার
They want the media to be controlled also. This is a matter of shame, shame, SHAME: @MamataOfficial pic.twitter.com/GQxzT4NyIv
— All India Trinamool Congress (@AITCofficial) March 13, 2019
11.17 AM: ‘‘সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর জন্য বিজেপি কোটি-কোটি টাকা খরচ করছে’’, চাঞ্চল্যকর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
#DidiAtKalighat pic.twitter.com/NqnLEwJLk1
— All India Trinamool Congress (@AITCofficial) March 13, 2019
10.20 AM: বিজেপিতে যোগ দিতে পারেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, বারাকপুরে এবার তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য মুখিয়ে ছিলেন অর্জুন। কিন্তু ওই কেন্দ্রে এবারও দীনেশ ত্রিবেদীর উপরই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এহেন সিদ্ধান্তে প্রকাশ্যে রা না কাড়লেও অর্জুন সন্তুষ্ট নন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, আজ বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের অর্জুন সিং
10.10 AM: টুইটারে ভোটপ্রচার বামেদের
সোশ্যাল মিডিয়ায় #Vote4Left
বামপন্থীদের সমর্থনে আপনার তৈরি করা পোস্টার,গ্রাফিক্স, কবিতা,কিম্বা আপনার এলাকার প্রচারের ছবি, দেওয়াল লিখনের ছবি ভিডিও তুলে পাঠিয়ে দিন আমাদের নিচের Whatsapp নম্বরে। pic.twitter.com/lo6gYCWBBp— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 14, 2019
10.00 AM: আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহেই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেসও।
প্রার্থী ঘোষণার পর কলকাতা-সহ জেলায় জেলায় পুরোদমে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের প্রচার কর্মসূচি। প্রার্থীদের নাম এখনও ঘোষিত না হলেও. দলের প্রতীক এঁকে প্রচারে সামিল বিরোধীরাও।