বাংলা ছবির প্রখ্যাত প্রযোজক অশোক ধানুকার বিরুদ্ধে শ্রীলেখা মিত্রের অভিযোগ খণ্ডন করতে এবার নীরবতা ভাঙলেন প্রোডিউসার স্বয়ং। এদিকে তিন মাসেরও বেশি সময় ধরে শুটিং শিকেয় উঠেছে। আনলক পর্যায়ে সেটে ফিরতে তাই মরিয়া হয়ে উঠেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত। এবং ডিজে বাপন আর নেই। সে চলে গিয়েছে, কিন্তু তার গানগুলো রয়েছে। বিনোদনের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক নজরে…
শ্রীলেখা মিত্র বনাম অশোক ধানুকা
সদ্য কাস্টিং বিতর্ক বাড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক সহকর্মীকে নাম নিয়েই নিশানা করেছেন শ্রীলেখা মিত্র। ‘অন্নদাতা’ ছবির কাস্টিং নিয়ে ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযোজক অশোক ধানুকার বিরুদ্ধে শ্রীলেখার অভিযোগ খণ্ডন করতে এবার নীরবতা ভাঙলেন প্রোডিউসার স্বয়ং। বিস্তারিত পড়ুন, কাস্টিং-এ কোনওদিন হস্তক্ষেপ করেননি প্রসেনজিৎ, ‘অন্নদাতা’ প্রসঙ্গে শ্রীলেখাকে বিঁধলেন ধানুকা
শুটিংয়ে ফিরতে চান নুসরত
করোনা-লকডাউন-আমফান বিপর্যস্ত বাংলায় এখনও অব্যাহত কোভিড দাপট। তিন মাসেরও বেশি সময় ধরে শুটিং শিকেয় উঠেছে। আনলক পর্যায়ে সেটে ফিরতে তাই মরিয়া হয়ে উঠেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। কতটা মিস করছেন শুটিং ফ্লোর, সেই খবর জানানোর পাশাপাশি অগাস্ট মাসেই যে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ ছবির শুটিং শুরু হচ্ছে, সেই খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী। বিস্তারিত পড়ুন, অগাস্টেই শুরু ‘ডিকশনারি’র শুটিং, সেটে ফিরতে মরিয়া নুসরত
চলে গেলেন ডিজে বাপন
দশ দিন হলো, কিন্তু খবরটা এখনও অনেকেই হয়তো জানেন না। অনেকে আবার জেনেও ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। প্রবল জনপ্রিয় ডিজে বাপন আর নেই। সে চলে গিয়েছে কিন্তু তার গানগুলো রয়েছে। ডিজে বাপন-এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে যে সর্বেশষ ভিডিওটি, সেখানে লেখা হয়েছে, এটিই তার শেষ ভিডিও, কিন্তু কী কারণে, তা স্পষ্ট করে বলা নেই। বিস্তারিত পড়ুন, শেষ গানে বিদায় ডিজে বাপনের, দর্শক-শ্রোতারা আশাহত
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন