Miss Universe Death: ICU-তে একমাসের লড়াই শেষ! ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় মাত্র ৩০-এ প্রয়াত মিস ইউনিভার্সের প্রতিযোগী

Kseniya Alexandrova Passed away: মারাত্মক গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভার। মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন এই মডেল।

Kseniya Alexandrova Passed away: মারাত্মক গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভার। মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারালেন এই মডেল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asdwd

প্রয়াত মডেল

Miss Universe 17 Kseniya Alexandrova Died: বিনোদুনিয়ায় শোকের ছায়া। একের পর এক দুঃসংবাদ। বিশিষ্ট মারাঠি অভিনেত্রী জ্যোতি চন্দেকরের মৃত্যু, সেই রেশ কাটতে না কাটতেই সুপারম্যান খ্যাত টেরেন্স স্ট্যাম্পের প্রয়াণের খবর। মারাত্মক গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভার। মাত্র  ৩০ বছর বয়সে প্রাণ হারালেন এই মডেল। রাশিয়ার সংবাদমাধ্যম Hola-এর খবর অনুযায়ী, ১২ আগস্ট মৃত্যু হয়েছে ক্সেনিয়ার।

Advertisment

আরও পড়ুন 'তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...', ছেলের ধুম জ্বরের মাঝে কাদের উপর চটলেন পরি মণি?

গত জুলাইয়ে  টভার ওবলাস্ত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রাশিয়ান মডেল আলেক্সান্দ্রোভা। এরপর মস্কোর স্ক্লিফোসোভস্কি ইনস্টিটিউট ফর এমার্জেন্সি মেডিসিনের আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘ একমাস জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন ২০১৭-এর মিস ইউনিভার্স ক্সেনিয়া আলেক্সান্দ্রোভা। 

Advertisment

প্রতিবেদনে বলা হয়েছে, আলেক্সান্দ্রোভা যাত্রী আসনে ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর স্বামী ইলিয়া। আচমকা একটি বিশালাকৃতির হরিণ গাড়ির সামনে এসে সজোরে ধাক্কা মারে এবং কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় আলেক্সান্দ্রোভা মাথায় মারাত্মক আঘাত পান। তবে ইলিয়ার কিন্তু, কোনওরকম চোট লাগেনি।

আরও পড়ুন ৮৭-তে নিভল জীবন প্রদীপ, জীবনাবসান 'সুপারম্যান' খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতার

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হরিণটি গাড়ির সামনে লাফিয়ে আসতেই দুর্ঘটনা ঘটে যায়। কোনও কিছু করার অবকাশই পাননি। সঙ্গে সঙ্গে ক্সেনিয়া  জ্ঞান হারান। মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। কপালের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মডেলিংয়ের বাইরে মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন আলেক্সান্দ্রোভা। ২০১৬ সালে প্লেখানভ রাশিয়ান ইউনিভার্সিটি অব ইকোনমিক্স থেকে ফাইন্যান্সে ডিগ্রি অর্জন করেন তিনি।

পরে মস্কো স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। একজন থেরাপিস্ট হিসেবেও কাজ করতেন। ইনস্টাগ্রামে নিয়মিত মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিতেন আলেক্সান্দ্রোভা। লাস্ট বাট নট ইন লিস্ট, ২০১৭ সালে মিস ইউনিভার্সের মঞ্চে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন আলেক্সান্দ্রোভা। মিস রাশিয়া প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে খ্যাতি অর্জন করেছিলেন প্রয়াত মডেল। 

আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক, কেমন আছেন অভিনেত্রী নুসরতের স্বামী?

death news