Superman Actor Death: ৮৭-তে নিভল জীবন প্রদীপ, জীবনাবসান 'সুপারম্যান' খ্যাত বিশ্ববিখ্যাত অভিনেতার

Terence Stamp Passed Away: জীবনাবসান বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্পের। রবিবার সকালে প্রয়াত হন ৮৭ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টেরেন্স স্ট্যাম্প।

Terence Stamp Passed Away: জীবনাবসান বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্পের। রবিবার সকালে প্রয়াত হন ৮৭ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টেরেন্স স্ট্যাম্প।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত অভিনেতা

Terence Stamp-Superman: ফের বিনোদন জগৎ-এ মৃত্যুসংবাদ। মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকরের মৃত্যুর খবরে শোকস্তব্ধ সিনেমহল। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক খারাপ খবর। জীবনাবসান বিখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্পের। রবিবার সকালে প্রয়াত হন ৮৭ বছর বয়সী এই প্রবীণ অভিনেতা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টেরেন্স স্ট্যাম্প। জনপ্রিয় হলিউড মুভি 'সুপারম্যান' (১৯৭৮) এবং 'সুপারম্যান ২' (১৯৮০)-এ খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। আর ঠিক সেই কারণেই সিনেপ্রেমীদের হৃদয়ে থেকে যাবেন স্ট্যাম্প।

Advertisment

টেরেন্স স্ট্যাম্পের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, 'অভিনেতা এবং লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প রেখে গেলেন এক অসাধারণ কর্মজীবন। আগামী বহু বছর ধরে মানুষকে তাঁর কাজ অনুপ্রাণিত করবে। এই দুঃখের সময়ে আমরা গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।' ১৯৩৮ সালে লন্ডনের ইস্ট এন্ডে tugboat stoker-এর পরিবারে জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুলিবর্ষণের সাক্ষী ছিলেন টেরেন্স স্ট্যাম্প। স্কুলের পড়াশোনা শেষ হওয়ার আগেই বিজ্ঞাপনের কাজে যুক্ত হন। একইসঙ্গে নাটকের প্রশিক্ষণ নেওয়ার জন্য স্কলারশিপও পান টেরেন্স স্ট্যাম্প। 

আরও পড়ুন দীর্ঘ রোগের সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী

Advertisment

অসাধারণ সৌন্দর্য ও রুচিশীল পোশাক-পরিচ্ছদের জন্য খ্যাত স্ট্যাম্প একসময় অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে জুটি বেঁধেছিলেন। সৌজন্যে ১৯৬৭ সালের মুক্তিপ্রাপ্ত ছবি  'Far From the Madding Crowd'। এছাড়া তিনি মডেল জিন শ্রিম্পটনের সঙ্গে সম্পর্কেও ছিলেন। শন কনারির উত্তরসূরি হিসেবে জেমস বন্ড চরিত্র না পেলেও তিনি ইতালিতে ফেদেরিকো ফেল্লিনি-সহ বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেন। 

আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক, কেমন আছেন অভিনেত্রী নুসরতের স্বামী?

পরবর্তীতে লাইমলাইট থেকে নিজেকে গুটিয়ে নেন। ভারতে এসে যোগা নিয়ে পড়াশোনা করেন। এরপর ১৯৭৮ সালে 'সুপারম্যান'-এ জেনারেল জড চরিত্রে অভিনয়ের মাধ্যমে এক লহমায় বদলে যায় টেরেন্স স্ট্যাম্পের ভাগ্য। খল চরিত্রে অভিনয় করে রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যান অভিনেতা। এরপর 'The Adventures of Priscilla','Queen of the Desert'-এর মতো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এছাড়াও টম ক্রুজের সঙ্গে 'Valkyrie'-তে, The 'Adjustment Bureau'-তে ম্যাট ডেমন-এর ছবিতে কাজ করেছিলেন।  এছাড়াও টিম বার্টনের একাধিক চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

আরও পড়ুন 'সাম্প্রদায়িক উস্কানির দায়ে এবার...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র পরিচালক বিবেককে বিঁধলেন দেবের ছবির প্রযোজক

death news actor death news