কোণঠাসা করণের পাশেই ‘প্রতিবাদী’ স্বরা ভাস্কর
সুশান্তের মৃত্যুর পর থেকেই বারবার উঠে এসেছে বলিউডে ‘স্টার কিড’দের অন্যায্য সুবিধা পাওয়ার অভিযোগও। সুশান্তের মতো প্রতিভাবান ‘বহিরাগত’দের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয় বলেও দাবি করেছেন নেট নাগরিকদের একাংশ। কিন্তু অভিনেত্রী স্বরা ভাস্করের দাবি, একটি চ্যাট শো-তে কী কথাবার্তা হয়েছে, তার ভিত্তিতে কাউকে দায়ী করা অনুচিত। এটা এক ধরনের বোকামি তো বটেই, সঙ্গে হিপোক্রিসিও। তাঁর কথায়, “সুশান্ত কোনও সুইসাইড নোট রেখে যাননি। তিনি কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তা আমরা কেউ জানি না। তাঁর আত্মহত্যার কারণ জানা নেই আমাদের। সুশান্তের মতো একজনের মৃত্যুকে কেন্দ্র করে নিজেদের হতাশা প্রকাশ করা বন্ধ করুন। সুশান্তের পরিবারকে শান্তিতে থাকতে দিন।” বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।
আমির খানের বাড়িতে করোনার থাবা
একটি বিবৃতি পেশ করে মুম্বইয়ের পুরসভা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা আমির খান। দ্রুততা এবং পেশাদারীত্বের সঙ্গে তাঁরা যে কাজ করেছেন তার প্রশংসা করে তিনি বলেন, ”আপনাদের জানাচ্ছি, আমার বাড়ির কিছু হাউজ স্টাফ করোনা পজিটিভ। তাঁদের দ্রুত কোয়ারান্টিনে পাঠানো হয়েছে এবং বিএমসি আধিকারিকরা খুব তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করেছেন। এত ভাল পরিষেবার জন্য ধন্যবাদ। পুরো সোসাইটি স্যানিটাইজ করার কাজ চলছে।”
অভিনেতা নিশ্চিত করেছেন যে বাড়ির বাকি স্টাফ ও তাঁর নিজের টেস্ট নেগেটিভ এসেছে। তিনি আজ তাঁর মায়ের কোভিড টেস্ট করাতে নিয়ে যাচ্ছেন। এখানে পড়ুন বিস্তারিত।
সিনেমা হলেই মুক্তি পাবে সূর্যবংশী ও ৮৩
ওটিটি প্ল্যাটফর্মে বড় বাজেটের ছবি মুক্তির ঘোষাণায় স্বভাবতই ভ্রু কুঁচকেছিল সিনেমাহল মালিকদের। সোমবারই একের পর এক ছবির প্রিমিয়ার ঘোষণা করা হয়েছে ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে। লক্ষ্মী বম্ব, সড়ক টু, দিল বেচারা, ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া, দ্য বিগ বুল, খুদা হাফিজ এবং লুটকেস-এর মতো সাতটি ছবি মুক্তি পাচ্ছে অনলাইনে। তারপরের দিনই সিনেমা হল চেইন পিভিআর, আইনক্স, ওয়েব সিনেমাস ও কার্নিভাল সিনেমাস ঘোষণা করল, রোহিত শেট্টির পরিচালনায় সূর্যবংশী ও কবীর খানের ৮৩ মুক্তি পাবে থিয়েটারেই। পড়ে নিন বিস্তারিত।
দেওয়াল জুড়ে ইরফান, ছবি শেয়ার করলেন নেহা ধুপিয়া
দেশজুড়ে বেড়েই চলেছে কোভিড-১৯ এর সংক্রমণ। মহারাষ্ট্রে সংক্রমণের হার বেশি হওয়ায় মুম্বই পুলিশ নিয়ম করেছে, বাড়ি থেকে বেরোলেও বাড়ির ২ কিলোমিটারের মধ্যেই থাকতে হবে। নিয়ম মাফিক বাড়ির কাছেই হাঁটতে বেরিয়ে অভিনেত্রী নেহা ধুপিয়া পেয়ে গেলেন অমূল্য রতন। মুম্বাইয়ের গলিতে দেওয়াল জুড়ে কারা যেন এঁকে রেখেছে গত ২৯ এপ্রিলে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছবি। তবে শুধু ইরফান খান নয়। বান্দ্রার এই গলির মধ্যে দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীদেবী, মধুবালার মতো অভিনেত্রীদেরও। বিস্তারিত পড়ুন এখানে।