/indian-express-bangla/media/media_files/2025/07/22/cats-2025-07-22-11-08-55.jpg)
কল্কির অভিজ্ঞতা
Kalki Koechlin On Botox-Fillers: বলিউডের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাল্কি কোয়েচলিন। অভিনয় প্রতিভায় ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের জমি শক্ত করেছেন অভিনেত্রী। তবে কেরিয়ারের শুরুটা মোটেই খুব একটা সহজ ছিল না। প্রতি পদক্ষেপে অএমেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে তাঁর উপর দিয়ে। বড় পর্দার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ পাওয়ার আগেই মুখের মানচিত্র বদলে ফেলার নিদান দেওয়া হয়েছিল কাল্কিকে।
দাঁতের সেটিং নিয়েও শুনতে হয়েছে অনেক খোঁটা। সম্প্রতি জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের সেই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে অকপট কল্কি। তিনি অবশ্য বরাবরই একজন স্পষ্ট বক্তা। যে কোনও বিষয়ে মন্তব্য করতে বা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পিছপা হন না। স্বতন্ত্র অভিনয়শৈলী ও স্পষ্টবাদিতার জন্য বরাবর প্রশংসিত হন কল্কি।
আরও পড়ুন যৌন নির্যাতনের শিকার-প্রাণনাশের হুমকি, সহ অভিনেত্রীর হাতে চড়! কে এই বলিউডের কিংবদন্তি অভিনেত্রী?
গ্ল্যামার দুনিয়ায় এন্ট্রি নিতেই নিজস্ব সত্ত্বাকে বিসর্জন দেওয়ার চাপ এসেছিল কল্কির উপর। কিন্তু, কল্কি তো নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। স্মৃতিচারণ করে বলেন, অনেক কাস্টিং ডিরেক্টরই তাঁকে চেহারা পরিবর্তনের পরামর্শ দিতেন। কখনও চুল কালো করে আইটেম নম্বরের প্রস্তাব তো কখনও আবার দাঁতের গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য।
আরও পড়ুন সিতারে জমিন পর-র সাফল্যের পরই বিরাট সিদ্ধান্ত! আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার?
এক প্রযোজক তাঁকে হাসির রেখাগুলো ঢেকে ফেলতে বোটক্স বা ফিলারের পরামর্শও দেন। পারফেক্ট নায়িকা হয়ে উঠতে এই বিষয়গুলো না মানলে চরিত্র পাওয়া অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয় কল্কিকে। আর চুপ করে থাকতে পারেননি, অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, 'আমকে বোটক্সের পরামর্শ দেওয়ার সাহস হয় কী করে? একটা সময় ভাবতে হয়েছে কতটা হাসতে হবে।'
আরও পড়ুন 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা
সোশ্যাল মিডিয়াতেও চেহারা নিয়ে কটূক্তি শুনতে হয়েছে কল্কিকে। ট্রোলিং কতটা মানসিক চাপ তৈরি করে সেই বিষয়টিও সাক্ষাৎকারে তুলে ধরেছেন অভিনেত্রী। কল্কির কথায়, অনেক সময় মানুষ এমনভাবে মন্তব্য করেন যা মনে গভীর প্রভাব বিস্তার করে। তবে যৌবন ধরে রাখার চাপ বা চেহারা নিয়ে কটাক্ষ এই সব কিছুর মাঝেও কাল্কি নিজের স্বাতন্ত্র্যকে ধরে রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও রকম প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নিজেকে বদলাতে নারাজ। তার মতে, প্রকৃত সৌন্দর্য নিজেকে ভালোবাসা এবং আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল।
আরও পড়ুন 'ওঁর মুখে জুতো...', ইসকনের মন্দিরে মুরগির মাংসে কামড়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেই প্রতিবাদী বাদশা