Rakesh Roshan Health Issue: ১৯ জুলাই শনিবার জানা যায় হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। , ১৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক রাকেশ রোশনকে। মেয়ে সুনয়না রোশন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তিনি সুস্থ আছেন। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
খবর প্রকাশ্যে আসার দু-তিন পরই সোশ্যাল মিডিয়ায় শারীরিক পরিস্থিতি নিয়ে লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করলেন 'কৃষ' পরিচালক। তিনি জানাচ্ছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসক মস্তিষ্কের ক্যারোটিড ধমনীতে ৭৫% ব্লকেজ শনাক্ত করেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত প্রতিরোধমূলক পদ্ধতি গ্রহণ করেন। যার ফলে এখন তিনি সম্পূর্ণ নিরাপদ।
অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং বাড়ি ফিরে এসেছেন। নিয়মিত ওয়ার্কআউট শুরু করবেন সেই বিষয়টিও নিশ্চিত করেছেন। একইসঙ্গে জীবনের এই বিশেষ অভিজ্ঞতা থেকে একটি পরামর্শও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক রাকেশ রোশন। চল্লিশ-পঞ্চাশোর্ধ প্রতিটি ব্যক্তির হার্ট সিটি এবং ক্যারোটিড ব্রেন আর্টারি সোনোগ্রাফি করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের সেবিকাদের সঙ্গে একটি ছবিও শেয়ার কর পরিচালক রাকেশ রোশন কী লিখেছেন? আর কমেন্ট বক্সে কী প্রতিক্রিয়া প্রাক্তন বউমা সুজানে খানের?
আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?
নিজের মত ব্যক্ত করতে গিয়ে লেখেন, এই সপ্তাহটি আমার চোখ খুলে দিয়েছে। নিয়মিত চেকআপের সময় হৃদপিণ্ডের সোনোগ্রাফি করার পর চিকিৎসক আমার ঘাড়ের একটি টেস্ট করার পরামর্শ দেন। সেই টেস্টের রিপোর্ট এলে জানতে পারি কোনও উপসর্গ না থাকলেও আমার উভয় ক্যারোটিড ধমনীতে ৭৫ শতাংশের বেশি ব্লক রয়েছে। এই বিষয়টি যদি অবহেলা করতাম তাহলে ভবিষ্যতে মারাত্মক পরিণতি হতে পারত। আমি বিন্দুমাত্র বিলম্ব না করে হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক চিকিৎসা করিয়েছি।" পোস্টের শেষে সকলের সুস্থতা কামনা করেছেন রাকেশ রোশন।
আরও পড়ুন ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সন্তানহারা বহু বাবা-মা, লাইভে বুকফাটা কান্না অভিনেত্রী তিশার
হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানে রাকেশ রোশনের সুস্থ হয়ে ওঠার খবরে আনন্দ প্রকাশ করেছেন। লাল হৃদয়, করজোড় ও শক্তির ইমোজি দিয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে তার গলায় ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর সুস্থ আছেন সিনিয়ার রোশন। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস রুটিন ও স্বাস্থ্যসচেতনতা মূলক নানা পোস্ট শেয়ার করেন।
আরও পড়ুন 'এগুলো না করলে...', অভিনেত্রী হতে কী শর্ত? কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কল্কি