Aamir Khan-Meghalaya murder: ২০ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে আমির খানের সিতারে জমিন পর। মুক্তির পরই বক্স অফিসে ব্যাপক সড়া ফেলেছে। নতুন ছবির সাফল্যের মাঝেই পরবর্তী ছবি মহাভারতের কাজ শুরু করেছেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, আরও একটি ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন আমির খান। টিনসেল টউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে মিস্টার পারফেক্টশনিস্ট এবার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। দর্শককে ক্রাইম-থ্রিলারের স্বাদ দিতে বাস্তবের মেঘালয় মার্ডার কেস-কে পর্দায় ফুটিয়ে তুলবেন।
আরও পড়ুন 'আজও আমরা শারীরিকভাবে...', ডিভোর্সের পর কিরণের সঙ্গে সম্পর্কের সিক্রেট ফাঁস আমিরের
মিডিয়া রিপোর্ট মোতাবেক, আমিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, 'মেঘালয়ে খুনের ঘটনার আপডেটের উপর বিশেষ নজর রাখছেন। এই বিষয়ে সব তথ্য খুঁটিয়ে দেখছেন। কাছের বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। ওঁর প্রযোজনা সংস্থার তরফেও এই ঘটনার উপর বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে।' বিষয়টা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চরিত্র নিয়েও কোনও ভাবনাচিন্তা করা হয়নি। আমির খান বা প্রযোজনা সংস্থা এই খবরে সিলমোহর দেয় কিনা সেটা তো সময় বলবে।
আরও পড়ুন 'মহাভারতের পর হয়ত আর...', বলিউড নিয়ে বিরাট সিদ্ধান্ত মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের
অন্যদিকে লাল সিং চড্ডা বক্স অফিসে ধরাশায়ী হওয়ার পর সিতারে জমিন পর-এর মাধ্যমে আমিরি স্টাইলে চেনা ছন্দে ফিরেছেন আমির খান। লেটেস্ট ছবি দর্শকের মনে দাগ কাটতেই শুরু করে দিয়েছেন পরবর্তী কাজ। মহাভারতের কাহিনি সিরিজের আকারে সিনেমার পর্দায় নিয়ে আসবেন আমির । এই ছবিতে ইন্ডাস্ট্রির কোনও তাবড় তারকাকে দেখা যাবে না সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। এর মাঝেই জীবনে এসেছে নতুন প্রেমের বসন্তও। ৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দিল চাহতা হ্যায় অভিনেতা আমির খান।
আরও পড়ুন জন্মদিনে সম্পর্কে সিলমোহর, 'সিতারে জমিন পর'-এর সাফল্যের মাঝেই গৌরীর সঙ্গে তৃতীয় বিয়ে আমিরের
SCREEN-এর সাক্ষাৎকারে আমির বলেছেন, 'আমি আর গৌরী দুজনেই সম্পর্কর বিষয়ে খুব সিরিয়াস। আমরা পার্টনার। বিয়ে তো এমন একটি বিষয় যেটা হৃদয় থেকে হয়। সেটা আমি গৌরীর সঙ্গে করে ফেলেছি। আনুষ্ঠানিক ভাবে বিয়েকে স্বীকৃতি দেব কিনা সেটা আমরা পরে ভেবে দেখব। আপাতত এখন দুজন একসঙ্গে ভাল আছি।'
আরও পড়ুন 'মনে হয় নিজেকে...' মদের নেশায় একেবারে বেহুঁশ! নিজেকে কেন মেরে ফেলতে চাইতেন মিস্টার পারফেক্টশনিস্ট?