/indian-express-bangla/media/media_files/2025/04/25/gLw2IqbdXSDn9ahAdK35.jpg)
পহেলগাঁও হত্যাকাণ্ডের পর কী সিদ্ধান্ত নিলেন আমির
Aamir Khan: আজকাল অনেক পুরনো হিন্দি ছবিই পুনরায় সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে। সম্প্রতি রি-রিলিজ হয়েছে শাহরুখের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। ২৫ এপ্রিল শুক্রবার পুনরায় মুক্তি পাওয়ার কথা ছিল আমির খানের অন্যতম জনপ্রিয় সিনেমা 'আন্দাজ আপনা আপনা'। কিন্তু, পহেলগাঁও-এর মর্মান্তিক হত্যার ঘটনার জেরে সিনেমার স্ক্রিনিং বন্ধ করে দিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। প্রসঙ্গত, পহেলগাঁও-এর ঘটনায় বিটাউনে বহু সেলেব তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন। আমির খানও আমিরি স্টাইলে পহেলগাঁও-এর মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করলেন।
সুভাষ কে ঝা-কে আমির খান বলেছেন, 'কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটে যাওয়া ঘটনার রিপোর্টগুলো পড়ছিলাম। যেভাবে নিরীহ মানুষগুলোর উপর হত্যালীলা চলেছে সেটা অত্যন্ত মর্মান্তিক। আমি ভাষা হারিয়েছি। এই সপ্তাহের শেষে বিষয়টা নিয়ে ভেবে দেখব।' শাহরুখ খানও এক্স হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। কিং খান শোকজ্ঞাপন করে লেখেন, 'পহেলগাঁও-তে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার জন্য দুঃখপ্রকাশ করার কোনও ভাষা নেই। যাদের পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটল তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনও পথ নেই। আমি অন্তর থেকে দুঃখপ্রকাশ করছি। অন্যায়ের সঠিক বিচারের দাবি জানাচ্ছি।'
আরও পড়ুন: 'ওঁরা তো আপনার শ্বশুরবাড়ির লোক',পহেলগাঁও হামলার পর কেন তীব্র কটাক্ষ স্বরা ভাস্করকে?
একদিকে যখন আন্দাজ আপনা আপনা পুনরায় মুক্তি দিন পিছল তখন অন্যদিকে সিনেমাহলে মুক্তি পেল ইমরান হাসমি অভিনীত 'গ্রাউন্ড জিরো'। বিএসএফ-এর জওয়ানদের নিয়ে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। প্রসঙ্গত, ২২ এপ্রিল, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ পহেলগাঁওয়ে জঙ্গীদের এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছে ২৮ জন পর্যটক। আহত প্রায় ১২। ভূস্বর্গের এই ভয়ংকর ঘটনায় দেশজুড়ে ভয়ের আবহ। একইসঙ্গে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই নিজেদের মত প্রকাশ করছেন। ইসলাম সম্প্রদায়ভুক্ত অনেকেই আবার মুসলিম হওয়ায় লজ্জিত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। কিন্তু, সেই মন্তব্যের জেরে ধেয়ে এসেছে কটাক্ষ।
আরও পড়ুন: 'নারীকেন্দ্রিক ছবি নাকি বিক্রি করতে সমস্যা হয়', নতুন ছবি মুক্তির দিন আর কোন 'প্রশ্ন' পায়েলের মনে?