Sana Khan Emotional Video: দিনটা ছিল ২৪ জুন, মঙ্গলবার। একদা অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী সানা খানের জীবনে শোকের ছায়া। মা সইদা খানকে হারিয়েছেন অভিনেত্রী সানা খান। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যান সানার মা। মঙ্গলবারই মুম্বইয়ের ওশিয়ারা করবস্থানে সানা খানের শেষকৃত্য সম্পন্ন হয়। দেখতে দেখতে মাকে ছাড়া কেটে গেল সানার জীবনের ৩০ টি দিন। মায়ের মৃত্যুর এক মাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছেন সানা খান। চোখের জলে মায়ের স্মৃতিচারণ করে কী বললেন? একইসঙ্গে জানালেন এই ভিডিও বানানোর নেপথ্য কারন।
'আজ ২৪ জুলাই, মায়ের মৃত্যুর পর কেটে গেল একটা মাস। আজকের দিনে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, আমার মায়ের জন্য যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানো। আপনারা আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছেন, মেসেজ পাঠিয়েছেন। অনেককে আমি হয়ত ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু, আমার স্বামীর ফোনে অনেক মেসেজ এসেছে। মায়ের জন্য অনেকে পুরস্কারও পাঠিয়েছেন।
আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?
আরও যোগ করেছেন, আজ আমি উপলব্ধি করতে পারছি আল্লাহর কাছে পৌঁছানো কতটা সৌভাগ্যের। এটাও ঠিক যে মায়ের বিকল্প কিছু হয় না। তাঁর স্থান কেউ পূরণ করতে পারবে না। আমি আমার আম্মির মাধ্যম হতে চাই। জীবনে সৎ ও মহৎ কাজ করতে চাই যার পূণ্য আমার আম্মির কবরে পৌঁছে যায়। সালাম।'
২৪ জুন, ইনস্টা স্টোরিতে আল্লাহকে স্মরণ করে মায়ের স্মৃতিতে সানা লিখেছিলেন, 'আমার মা সইদা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশেষে আল্লাহর কাছে চলে গেলেন। ওশিয়ারা কবরস্থানেই নামাজ পাঠ করা হবে। রাত ন'টা বেজে ৪৫ মিনিটে ইশা সালাতের পরই করব দেওয়া হবে। আপনাদের সকলের প্রার্থনা কাম্য। আমার মায়ের আত্মা শান্তি পাবে।'
আরও পড়ুন মঙ্গলে চরম দুঃসংবাদ! মা-কে হারিয়ে শোকাচ্ছন্ন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী
প্রসঙ্গত, ২০২০ সালে শো-বীজকে গুডবাই জানান সানা খান। সেই বছরের ২১ নভেম্বর মুফতি আনাস সৈয়দের সঙ্গে নিকহা করেন। তাঁদের রয়েছে দুই সন্তান। রূপোলি দুনিয়া থেকে বিদায় নিলেও নিজের পডকাস্ট রয়েছে এককালীন অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী সানা খানের।
আরও পড়ুন অযথা ভিড়-অমানবিক আচরণে ঢাকা বিমান দুর্ঘটনায় মৃত্যু, ক্ষোভ উগরে মেহজাবীন লিখলেন...