/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/lead-6.jpeg)
অমিতাভ বচ্চনের সঙ্গে কঙ্কনা চক্রবর্তী। ছবি সৌজন্য: কঙ্কনা
কঙ্কনা চক্রবর্তী কলকাতাতেই বড় হয়েছেন কিন্তু এখন বেশিরভাগ সময় থাকেন লস এঞ্জেলসে। সৌরভ চক্রবর্তীর ওয়েব সিরিজ 'শব্দজব্দ'-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা। তবে তিনি ডকুমেন্টারি ও শর্ট ফিল্মের পরিচালক হিসেবেই পরিচিত বেশি। মার্কিন দেশে ওয়েব মাধ্যমে অভিনয়ও করেছেন। এসব কিছুর নেপথ্যে রয়েছে অমিতাভ বচ্চনের প্রতি কঙ্কনার মুগ্ধতা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন, এবি-র সঙ্গে দেখা হবে বলেই ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/inside1-6.jpg)
'শব্দজব্দ' ওয়েব সিরিজের টিজার মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। এই টিজারটি অমিতাভ বচ্চনকে পাঠিয়েছিলেন কঙ্কনা। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর যোগাযোগ বহু বছরের। এবি ওঁর ফ্যান ক্লাবের সদস্যদের 'ইএফ' বলেন মানে এক্সটেন্ডেড ফ্যামিলি। তাই কঙ্কনার ভূয়সী প্রশংসা করে তাঁর নতুন কাজের টিজার লিঙ্কটি টুইট করেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন: বাংলা ওয়েবে দৃষ্টান্ত হবে ‘শব্দজব্দ’, আশা জাগাল টিজার
কিংবদন্তি ব্যক্তিত্বের একটি টুইট যে কতটা গুরুত্বপূর্ণ ফিল্মজগতের সঙ্গে জড়িত সবার কাছেই, সেটা আর নতুন করে বোঝানোর দরকার নেই। কঙ্কনা তো আপ্লুত বটেই, পাশাপাশি সৌরভ চক্রবর্তী ও তাঁর টিম ট্রিকস্টার-স্প্যানের সবাই উচ্ছ্বসিত এই টুইটে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/WhatsApp-Image-2020-01-27-at-09.18.56.jpeg)
''আমি স্কুলে পড়তে পড়তে ভেবেছিলাম ইকনমিক্স নিয়ে পড়াশোনা করব কিন্তু পরে মাস কমিউনিকেশনস নিয়ে পড়ি। আর এবি-র ফ্যান ক্লাবের মেম্বার আমি তখন থেকেই। আমি ভাবলাম যদি ফিল্ম নিয়ে পড়ি তাহলে এবি-র কাজের জগতের সঙ্গে একটা যোগাযোগ থাকবে। আমি একটা ডকুমেন্টারি করেছিলাম ভায়োলেন্স অন উইমেন-এর উপর, সেখানে এবি-র একটা ভাষ্য ছিল, শ্যাম বেনেগাল-এরও ছিল'', বলেন কঙ্কনা, ''তার পরে আমি যখন সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে একটা শর্ট ফিল্ম করি, ওটা পাঠিয়েছিলাম। এবি যখন টুইট করেন কাজটা নিয়ে সেবারেও আমার বিশ্বাস হয়নি প্রথমে। 'শব্দজব্দ'-র টিজারটা আমি মেল করেছিলাম। উনি যে আমাকে নিয়ে এভাবে লিখবেন, আমার কাজের টিজার শেয়ার করবেন, সত্যি ভাবতে পারিনি।''
আরও পড়ুন: ‘ধর্মেন্দ্রর মতোই হ্যান্ডসাম’! ববি দেওলের ছেলের ছবিতে উচ্ছ্বসিত নেটিজেনরা
এক ঝলকে দেখে নিতে পারেন কঙ্কনা পরিচালিত এই ডকুমেন্টারির ট্রেলারটি যেখানে বিশেষ ভাষ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শ্যাম বেনেগাল প্রমুখ...
">Women Prayed and preyed upon Trailer from Kankana Chakraborty on Vimeo.
নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি-তে ফিল্মোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন কঙ্কনা। আপাতত লস এঞ্জেলসেই থাকেন বেশিরভাগ সময়ে। ওখানে বেশ কয়েকটি ওয়েব ছবি-তে কাজ করেছেন, পাশাপাশি তাঁর নিজের ছবির কাজও চলেছে সমানতালে। সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে আরও একটি শর্ট ফিল্ম করেছেন কঙ্কনা-- 'রিটেন বাই'।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/WhatsApp-Image-2020-01-27-at-09.35.01-1.jpeg)
''সৌরভ-ঈশিতার সঙ্গে আমার আলাপ অমিতাভ দাশগুপ্তের মাধ্যমে। উনি 'শব্দজব্দ'-র এডিটর আর অমিতাভদার সঙ্গে অনেকদিন ধরেই আমি কাজ করছি। এর আগেও সৌরভদের সঙ্গে কথা হয়েছিল কাজ নিয়ে। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি 'শব্দজব্দ'-তে ওরা এমন একজনকে খুঁজছিল এই চরিত্রটার জন্য যার বিদেশী অ্যাকসেন্ট রয়েছে। তখন আমি কলকাতায় এসেছিলাম লস এঞ্জেলস থেকে। আমার অ্যাকসেন্টটা ওদের খুব পছন্দ হয়েছিল'', জানান কঙ্কনা।
সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষে হইচই-তে আসছে থ্রিলার সিরিজ 'শব্দজব্দ'।