Ruchi Gujjar: প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ, তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী রুচি

Ruchi Gujjar-Producer Fraud: বক্ষবিভাজিকার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট পরে রেড কার্পেটে উপস্থিত হতেই চর্চায় রুচি। এবার প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রী।

Ruchi Gujjar-Producer Fraud: বক্ষবিভাজিকার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট পরে রেড কার্পেটে উপস্থিত হতেই চর্চায় রুচি। এবার প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পুলিশের দ্বারস্থ রুচি

Ruchi Gujjar News: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজর কেড়েছিলেন ২৭ বছরের রুচি গুজ্জার। বক্ষবিভাজিকার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট পরে রেড কার্পেটে উপস্থিত হতেই চর্চায় রুচি। সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। স্টাইলস্টেটমেন্ট নিয়ে দ্বিধাবিভক্ত সমালোচকরা। কারও মতে, অভিনব সাজ তো কেউ আবার ক্লিভেজের মাঝে মোদীর লকেট নিয়ে আপত্তি জানিয়েছেন। এবার আরও একটি কারণে চর্চায় 'কান' খ্যাত রুচি গুজ্জার। প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন অভিনেত্রী। মুম্বইয়ের ওশিওয়ারা থানায় দায়ের হয়েছে এফআইআর-ও। 

Advertisment

অভিনেত্রী রুচি গুজ্জারকে ২৫ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ওশিওয়ারা পুলিশ। অভিযুক্ত চৌহান চলচ্চিত্র ‘সোলাং ভ্যালি’র প্রযোজনায় অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে রুচির থেকে এই টাকা ধার নেন বলে অভিযোগ। তাঁর দাবি অনুযায়ী, সোনি টিভির সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ওই সংস্থার অনুমোদন পেয়েই নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন। 

আরও পড়ুন শেফালির মৃত্যুর একমাস পূর্তির আগেই বিরাট সিদ্ধান্ত, স্ত্রীকে 'জীবন্ত' রাখতে কী করলেন পরাগ?

Advertisment

২৪ জুলাই ওশিওয়ারা থানায় এই মামলা দায়ের করা হয়। এফআইআর অনুযায়ী, রুচি গুজ্জার ২০২৩ সাল থেকেই করণের সঙ্গে একত্রবাস করেন। চৌহান মধ্যপ্রদেশের বাসিন্দা হলেও তাঁর কোনও স্থায়ী ঠিকানা ছিল না। তবে তিনি তখন পশ্চিম অন্ধেরিতে একটি অফিস চালাতেন। রুচি গুজ্জারের অভিযোগ, চৌহান তাঁকে নাজিয়া শেখ নামে এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি নাকি সোনি টিভিতে কর্মরতা এবং তাঁর প্রস্তাবিত সিরিয়ালের অনুমোদন দিতেন। 

আরও পড়ুন চরম দুর্দশা স্টার কিডের, টাকার জন্য বাথরুমও পরিষ্কার করতেন শ্বেতার মেয়ে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

২০২৩ সালের জুন মাসে চৌহান দাবি করেন,  খুব শীঘ্রই অনুমোদন মিলবে। তখনই রুচির থেকে টাকা চান। ২০২৩ এর জুলাই থেকে ২০২৪ এর জানুয়ারির মধ্যে ছয় দফায় চৌহানের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২৫ লক্ষ টাকা পাঠান রুচি। তবে যখনই তিনি সিরিয়ালের অগ্রগতির বিষয়ে জানতে চাইতেন চৌহান বিষয়টি এড়িয়ে যেতেন। 

আরও পড়ুন 'আমাকে সহ অভিনেতার বাথরুম পর্যন্ত...', ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক নুসরত

এরপর রুচির মনে সন্দেহ দানা বাঁধে। নাজিয়া শেখের সঙ্গে ফের যোগাযোগ করলে কোনও রকম অনুমোদনের দাবি অস্বীকার করেন এমনকী এই ধরনের কোনও প্রজেক্টের সঙ্গে যুক্ত নন বলেও জানিয়ে দেন। চৌহানের দাবি, ২৫ লক্ষ টাকা ‘সোলাং ভ্যালি’ সিনেমার প্রযোজনায় বিনিয়োগ করেছেন। ছবিটি বিক্রি হয়ে গেলেই গুজ্জার তাঁর টাকা ফেরত পাবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ছবির ক্রেডিটে রুচির নামও উল্লেখ করা হবে।

Entertainment News