Nushrratt Bharuccha On Bollywood: নাগরিক সমাজ হোক বা টিনসেল টাউন, লিঙ্গ বৈষম্য সর্বত্রই যেন বিরাজমান। শুটিং ফ্লোরে সুযোগ সুবিধা থেকে পারিশ্রমিকে নারী-পুরুষের মধ্যে ভেদাভেদ প্রাচীন অসুখ। যদিও এই বিষয়ে বলিউডের গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোন সোচ্ছ্বার হয়েছিলেন। এবার ইন্ডাস্ট্রির লিঙ্গ তারতম্য নিয়ে মুখ খুললেন প্যায়ার কা পঞ্চনামা খ্যাত অভিনেত্রী নুসরত বারুচা। বিনোদনজগতের লিঙ্গবৈষম্য, পেশাগত বৈষম্য নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেলিব্রিটির তকমা থাকলেও নারীদের প্রায়শই পুরুষদের তুলনায় অনেক বেশি লড়াই করতে হয়। সেই বিষয়টায় বারবার আলোকপাত করেছেন নুসরত।
নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে নুসরত বলেন, 'যখনই অভিনেতার ছবি হিট করে, তার সামনে একাধিক নতুন প্রজেক্টের সুযোগ আসে। কিন্তু একজন অভিনেত্রী সেই সুযোগ রীতিমতো আদায় করে নিতে হয়। শুধু তাই নয় নতুন ছবিতে সুযোগ পেতে আলাদাভাবে নিজের প্রতিভার প্রমাণ দিতে হয়। ২০১১ সালের প্যার কা পঞ্চনামা ছবির সময় থেকেই আমি এটা উপলব্ধি করেছি।'
নুসরত একপ্রকার ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, 'এমনও সময় গেছে যখন তাকে পুরুষ সহ-অভিনেতার শৌচাগার ব্যবহার করার জন্য অনুরোধ করতে হয়েছে। কারণ তাঁর নিজের ভ্যানিটি ভ্যানের সুবিধা পুরুষ সহশিল্পীদের তুলনায় অনেকটাই কম ছিল। আমাকে অনুমতি নিতে হত, 'আমি কি পাঁচ মিনিটের জন্য নায়কের ভ্যানটি ব্যবহার করতে পারি? সে এখন এখানে নেই। আমি কি বাথরুম ব্যবহার করতে পারি কারণ ওগুলো আমার বাথরুমের চেয়েও ভাল'।
আরও পড়ুন লিপ ফিলারের পর চোখ-মুখ ফুলে ঢোল! কটাক্ষের মাঝে নতুন ছবি পোস্ট করে কী বার্তা উরফির?
সেই সাক্ষাৎকারে নুসরত স্মৃতিচারণ করে বলেন, অতীতে তাকে আন্তর্জাতিক বিমনে টেকনিশিয়ানদের সঙ্গে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হয়েছিল কিন্তু, একই ছবির অন্য অভিনেতারা বিজনেস ক্লাসে ছিলেন। অভিনেত্রী বলেন, 'আমি বলেছিলাম আমি সেই জায়গাতেই যাব যেটা আমার প্রাপ্য। তবে আমি এমন একটা অবস্থানে পৌঁছতে চাই যেখানে প্রযোজনা সংস্থাই আমার জন্য বিজনেস ক্লাস টিকিট বুক করবে।'
আরও পড়ুন বাংলা ছবিতে 'থ্রি ইডিয়টস' খ্যাত বলিউড তারকা, বিপরীতে কোন টলি অভিনেত্রী?
আরও একটি বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করে বলেন, যখন তাঁর একটি ছবি সুপারহিট হওয়ার পরও ম্যানেজমেন্ট সংস্থা তাঁকে বাদ দেওয়া হয়। ছবির নাম উল্লেখ না করে বলেন, 'আমার ম্যানেজার আমাকে কফির জন্য ডেকে নিয়ে বললেন, 'দুঃখিত, আমরা আর আপনার জন্য কিছু করতে পারছি না। আমি কাঁদতে শুরু করেছিলাম। সেই সময় দুই বছর আমার কোনও কাজ ছিল না। কফি হাতে একা বসে কাঁদছিলাম। সেই মুহূর্তে আমি সত্যিই একা অনুভব করছিলাম। আমি জানতাম না এরপর কী করব।'
আরও পড়ুন স্টান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের...! স্ট্যান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে টলিউড স্টার