Shefali Jariwala-Parag Tyagi: শেফালির মৃত্যুর একমাস পূর্তির আগেই বিরাট সিদ্ধান্ত, স্ত্রীকে 'জীবন্ত' রাখতে কী করলেন পরাগ?

Parag Tyagi On Shefali Jariwala: শেফালির প্রয়াণের একমাস পূর্তির আগেই সেরে ফেললেন আরও একটি বিরাট কাজ। স্ত্রীর অনুপস্থিতি যাতে কোনওভাবেই মনকে কষ্ট না দেয় সেই জন্য কী করলেন পরাগ?

Parag Tyagi On Shefali Jariwala: শেফালির প্রয়াণের একমাস পূর্তির আগেই সেরে ফেললেন আরও একটি বিরাট কাজ। স্ত্রীর অনুপস্থিতি যাতে কোনওভাবেই মনকে কষ্ট না দেয় সেই জন্য কী করলেন পরাগ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

না থেকেও কী ভাবে কাছে রয়েছেন শেফালি?

Shefali Jariwala Death: দেখতে দেখতে প্রায় একমাস পূর্তির অপেক্ষা। ২৭ জুন শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। রাত পোহালেই শেফালি না থাকার এক মাস পূর্ণ হয়ে যাবে। স্ত্রীকে ছাড়া প্রতিটি মুহূর্ত যন্ত্রণার সঙ্গে কাটছে পরাগ ত্যাগীর। প্রতিটি নিঃশ্বাসে শেফালিকে জড়িয়ে রাখতে তাঁর পছন্দের সমস্ত কাজ করছেন। প্রয়াত অভিনেত্রী ছিলেন প্রকৃতিপ্রেমী। তাই শেফালির স্মৃতিতে পোষ্য সিম্বাকে নিয়ে বৃক্ষরোপন করেছেন পরাগ। শেফালি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন। তাই সুন্দর স্মৃতির কোলাজ প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেতা। শেফালির প্রয়াণের একমাস পূর্তির আগেই সেরে ফেললেন আরও একটি বিরাট কাজ। 

Advertisment

স্ত্রীর অনুপস্থিতি যাতে কোনওভাবেই মনকে কষ্ট না দেয় তাই ঘরের প্রতিটি কোণে লাগিয়ে ফেললেন শেফালির ছবি। হ্যাঁ, স্বামী-স্ত্রী আর পোষ্য সিম্বার সঙ্গে কাটানো শেফালির সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করেছন পরাগ। বাড়ির প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে শেফালির সেই মিষ্টি হাসি। যেদিকেই তাকাবেন সেদিকেই নজরে আসবেন শেফালি। এভাবেই প্রতি মুহূর্তে প্রাণের চেয়ে প্রিয় মানুষটিকে আগলে রেখেছেন পরাগ। সেই আবেগঘন মুহূর্তের একটি রিল ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। 

আহেগঘন পোস্টে পরাগ লিখেছেন, 'আমি তোমাকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরতে পারছি না, কিন্তু হৃদয়জুড়ে শুধুই তুমি। আমার এই দুচোখ, প্রতিটি মুহূর্ত, প্রতটি মিনিট প্রতিদিন জুড়ে আছো তুমি। এই রিলটা শুধুমাত্র তাঁদের জন্য আমাকে আর সিম্বাকে নিয়ে চিন্তিত। আমরা কী ভাবে নিজেদের সামলাচ্ছি? সেটা বলতেই এই রিল ভিডিওটা বানিয়েছি। দেখুন আমরা কী ভাবে প্রতিটি মুহূর্ত একাকী বাঁচার জন্য লড়াই করে চলেছি।'

Advertisment

মনের যন্ত্রণা চেপে পরাগ আরও লেখেন, 'পরী আমাদের চারপাশ ঘিরে রয়েছে। আমাদের হৃদয়ে, প্রতিটি নিঃশ্বাসে, আমাদের আত্মা, শরীরে প্রতিটি কোষের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। ওকে আপনারা সবসময় ভালবাসায় আগলে রাখবেন। ওঁর জন্য প্রার্থনা করবেন। ভগবান আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। পরীর তরফে আপনদের অফুরন্ত ভালবাসা।' 

আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন...

বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালবাসতেন শেফালি। দিদির সন্তানদের সঙ্গে পেলে তো কোনও কথাই ছিল না। সারাক্ষণ ওদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কেটে যেত শেফালির। সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো দিনের রঙিন মুহূর্তগুলোও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরাগ। 

আরও পড়ুন শেফালির মা হওয়ার ইচ্ছের বিরোধীতা, ছুটির দিনে মন খারাপ একাকী পরাগের! দেখুন ভিডিও

হাসি-আনন্দের মুহূর্তের কোলাজ শেয়ার করে পরাগ লিখেছিলেন,  'পরী, এই দুনিয়ার সেরা মাসি। আর্য, কিয়ান তাদের মস্তিখোর মাসির সঙ্গে মজা করত। ও সবসময় বাচ্চাদের ভীষণ ভালবাসত। জীবনের প্রতিটি চরিত্রে ও সফল। প্রত্যেকে ওকে খুব ভালবাসত। ওঁর জীবনের এই সুন্দর মুহূর্তগুলো আমি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই যাঁরা শেফালিকে মন থেকে ভালবাসেন।'  

আরও পড়ুন 'শেফালিকে পেয়ে আমাকে ভুলে গেলে'? পরাগের বিয়েতে কেন এমন কথা বলেছিলেন সহ অভিনেত্রী?

shefali Jariwala বিনোদনের খবর