/indian-express-bangla/media/media_files/2025/11/01/cats-2025-11-01-11-38-25.jpg)
বাগদান সারলেন অভিনেতা
Allu Sirish-Nayanika Reddy Love Story: তারকা পরিবারে এখন খুশির মরশুম। প্রেমিকার সঙ্গে বাদগান সারলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। দীর্ঘদিনের প্রেমিকা নায়নিকা রেড্ডির সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে। প্রেমিকযুগল ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে জীবনের নতুন জার্নি শুরুর সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হয়েছে আংটি বদলের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চিরঞ্জীবী, রাম চরণ, বরুণ তেজ, উপাসনা কোনিডেলা সহ পরিবারের আরও অনেক সদস্য। দেখুন সেই ছবি।
জীবনের এই বিশেষ দিনে আল্লু সিরিশ পরেছিলেন ধবধবে সাদা ঐতিহ্যবাহী পোশাক আর নায়নিকা রেড্ডি নজর কাড়েন উজ্জ্বল লাল বর্ণের লেহেঙ্গায়। তেলেগু রীতি মেনেই সম্পন্ন হয়েছে বাগদান। ছবিগুলি শেয়ার করে সিরিশ লিখেছেন, 'অবশেষে আমি আমার জীবনের ভালবাসা নায়নিকার সঙ্গে বাগদান সম্পন্ন করলাম!' দোসর আংটি ও সাদা হৃদয়ের ইমোজি। ছবিগুলিতে ধরা পড়েছে আল্লু অর্জুনের কন্যা আল্লু আরহার এক ঝলকও। বাগদানের পোস্টটি শেয়ারের কয়েক মুহূর্তেই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনন্দনের বার্তায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন বাগদানের পরও ভেঙেছে বিয়ে, দু'বছর পর কার বাহুলগ্না 'মহাভারত' খ্যাত অভিনেত্রী? দেখুন ছবি
অভিনেত্রী সোফি চৌধুরি লিখেছেন, 'তোমাদের দুজনের জন্য ভীষণ খুশি!!! অভিনন্দন ও ভালবাসা রইল প্রিয় সিরি ও নায়নিকা।' অভিনেত্রী পার্বতী নায়ারও লিখেছেন, 'অসংখ্য অভিনন্দন, সিরি।' অনুষ্ঠানের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে অতিথিদের স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো ধরা পড়েছে। ক্যাজুয়ল লুকে দেখা গেল রাম চরণ ও চিরঞ্জীবীকে। অন্যদিকে রামচরণের স্ত্রী উপাসনা সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। অফ-হোয়াইট ইন্দো-এথনিক পোশাকে প্রেগন্যান্সি গ্লো যেন একেবারে ঠিকরে বেরচ্ছিল। আল্লু অর্জুন পরেছিলেন সাদা রঙের পোশাক আর স্ত্রী আল্লু স্নেহা রেড্ডিকে দেখা গেল বেগুনি গাউনে।
আরও পড়ুন সাগড়পাড়ে রোম্যান্টিক আবহে আংটি বদল, চুম্বন-উষ্ণ আলিঙ্গনে আদুরে মুহূর্তে গৌরব-সোনালি
১ অক্টোবর, দাদু আল্লু রামালিঙ্গাইয়া গারুর জন্মবার্ষিকীতে সিরিশ এক আবেগঘন পোস্টে তাঁর বাগদানের তারিখ ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আজ আমার দাদু আল্লু রামালিঙ্গাইয়া গারুর জন্মদিনে আমি আশীর্বাদিত মনে করছি এমন একটি খবর ভাগ করতে। আমি ৩১ অক্টোবর নায়নিকার সঙ্গে বাগদান হবে। আমার ঠাকুমা, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে গিয়েছেন সবসময় আমাকে বিবাহিত দেখতে চেয়েছিলেন। যদিও তিনি এখন আমাদের মাঝে নেই তবে আমি জানি নতুন জার্নি শুরুর ওপর থেকে তিনি সবসময় আশীর্বাদ করবেন।
আরও পড়ুন ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ভালবাসায় গদগদ, স্বপ্নের পুরুষের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us