Moushumi Chatterjee Birthday: 'এখনও বুড়ি হইনি...', যশ-নুসরতের 'আড়ি'-র প্রিমিয়ারে কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী?

Aarii Premiere: যশ দাশগুপ্ত ও নুসরত জাহান-এর প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি আড়ি। সিনেমায় যশের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমার প্রিমিয়ারে যশরতের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী।

Aarii Premiere: যশ দাশগুপ্ত ও নুসরত জাহান-এর প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি আড়ি। সিনেমায় যশের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমার প্রিমিয়ারে যশরতের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
 আজও সুইট সিক্সটিন মৌসুমী

আজও সুইট সিক্সটিন মৌসুমী

Moushumi Chatterjee At Aari Premiere: ২৫ এপ্রিল, শুক্রবার মুক্তি পেল যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের নতুন ছবি আড়ি। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন যশরত। আড়ি-এর অন্যতম কেন্দ্রীয় আকর্ষণ বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ২৬ এপ্রিল মৌসুমীর জন্মদিন। তার আগে সিনেমার প্রিমিয়ারে ধুমধাম করে হয়ে গেল বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমীর জন্মদিন সেলিব্রেশন। কেক কেটে হল অভিনেত্রীর বার্থডে সেলিব্রেশন। উপস্থিত ছিলেন টলি কুইন কোয়েল মল্লিক। সাংবাদিকদের সামনে কোয়েলের মেয়েবেলার অজানা কাহিনি প্রায় সবই ফাঁস করে দিচ্ছিলেন। কোনওক্রমে তাঁকে আটকেছেন কোয়েল। 

Advertisment

মৌসুমী আনন্দের সঙ্গে বলতে থাকেন, কোয়েল তো তিনি ছোট থেকে দেখছেন। আজকের সফল অভিনেত্রী কোয়েল তখন স্কুলগার্ল। তাঁকে নিয়ে আরও কথা বলতে যাবেন সেই সময় মৌসুমীর কাছে কোয়েল হাসতে হাসতে আর্জি করেন তিনি যেন আর কিছু না বলেন। এদিকে সাংবাদিকরা তো একেবারে নাছোরবান্দা। পরিস্থিতি সামাল দিতে মৌসুমী মজা করে বলেন, কোয়েল আজও তাঁর কাছে ছোট। আর মৌসুমীর নিজের বয়সও একফোঁটাও বাড়ছে না। আজও সুইট সিক্সটিন। অভিনেত্রীর কথায় 'এখনও বুড়ি হইনি'। উল্লেখ্য, কোয়েলের প্রথম ছবি নাটের গুরুতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। তাই কেক কাটার মুহূর্তে মৌসুমী মাসি সম্বোধন করে কোয়লেও বলেন, তিনি সত্যিই সুইট সিক্সটিন। আগামীতে যতবার কেট কাটবেন এটাই বলবেন। 

আরও পড়ুন: 'নারীকেন্দ্রিক ছবি বিক্রি করতে সমস্যা হয়', নতুন ছবি মুক্তির দিন আর কোন 'প্রশ্ন' পায়েলের মনে?

হ্যাপি বার্থডে-র গানের তালে কেক কেটে জন্মদিন পালন করলেন মৌসুমী। সেই সঙ্গে নিজেই নিজেকে বললেন, 'হ্যাপি বার্থডে টু মি'। এরপর কেক কেটে যশ, নুসরত, কোয়েল সহ সেখানে উপস্থিত আরও কয়েকজনকে নিজের হাতে কেক খাওয়ালেন। প্রসঙ্গত, স্ত্রী নুসরত ও অন স্ক্রিন মা মৌসুমীকে সঙ্গে নিয়ে প্রিমিয়ারে পৌঁছেছিলেন যস দাশগুপ্ত। মা-ছেলের গল্পের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই নতুন বাংলা ছবি। 

Advertisment

সম্পর্কের আড়ি-ভাব এর নেপথ্য কাহিনি নিয়ে তৈারি গল্প দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে সেটা তো সময় বলবে। উজ্জ্বল রানি কালারের শাড়িতে সুপারকুল নুসরত আর উজ্জ্বল কমলা রঙের শাড়ির আঁচল গায়ে জড়িয়ে রিল পুত্র যশের হাত ধরে প্রিমিয়ারে আসেন মৌসুমী। ইন্ডাস্ট্রির হেভিওয়েট তিন তারকাকে দেখতে সেখানে ভিড় জমিয়েছিল আমজনতা। সকলের সঙ্গে হাসি মুখে পোজও দেন মৌসুমী। সবচেয়ে মজার ঘটনা, মৌসুমী চট্টোপাধ্যায়ের 'এই ছেলেটা ভেলভেলেটা আমাদের বাড়ি যাবি? দুটো করে পয়সা দেব দুটো করে খাবি'- এই লাইনটার মধ্যে দিয়ে যেন আরও একবার ছেলেবেলাটা ফিরে পেলেন যশ। 

আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার

Moushumi Chatterjee Yash-Nusrat Bengali Film Industry Yash Dasgupta Bengali Film Nusrat Jahan Bengali Actress Bengali Actor