/indian-express-bangla/media/media_files/2025/10/17/wsqwwq-2025-10-17-14-53-44.jpg)
একসুতোয় প্রাক্তন-বর্তমান!
Sunjay Kapur-Karisma Kapoor-Priya Sachdeva: দিনটা ছিল ১২ জুন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তাঁর আকস্মিক মৃত্যুতে সকলে একেবারে স্তম্ভিত। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর বহু কোটির সম্পতি নিয়ে প্রাক্তন ও বর্তমান দুই স্ত্রীর মধ্যে চলছে আইনি লড়াই। এর মাঝেই ১৫ অক্টোবর প্রয়াত 'বিজনেজ টাইকুন' সঞ্জয় কাপুরের ৫৮ তম জন্মদিনে আবেগপ্রবণ করিশ্মা-প্রিয়া। প্রয়াত বাবাকে স্মরণ করেছেন করিশ্মার দুই সন্তান। করিনা কাপুরও ইনস্টা হ্যান্ডেলে প্রাক্তন জামাইবাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সঞ্জয়ের শেষকৃত্যে হাজির ছিলেন করিশ্মা ও তাঁর দুই সন্তান। মৃত্যুর পর প্রথম জন্মদিনেও শুভেচ্ছা জানালেন প্রাক্তন স্ত্রী ও তাঁর সন্তানরা। করিশ্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কেকের ছবি পোস্ট করেছেন। টেবিলের উপর রাখা কেকে লেখা ছিল, 'হ্যাপি বার্থডে, ড্যাড।' ছবির সঙ্গে একটি সাদা হার্ট ইমোজিও দিয়েছেন করিশ্মা কাপুর। সেই কেকের ছবি পুনরায় পোস্ট করে বেবো লিখেছেন, 'আমার প্রিয় সামু এবং কিউ, তোমাদের বাবা সবসময় এবং চিরকাল তোমাদের রক্ষা করবেন।' সঙ্গে একটি লাল হৃদয় ইমোজি।
আরও পড়ুন 'করিশ্মার সন্তানরাও সম্পত্তির সমান অংশীদার কিন্তু...', বউদি প্রিয়াকে আক্রমণ সঞ্জয়ের বোনের
সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবও জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। ছোট্ট ভিডিও ছবি করে লিখেছেন, 'আজ আমি তোমার অভাব খুব গভীরভাবে অনুভব করছি। সঞ্জয়ের অভাব আমার হৃদয়কে ব্যথিত করে তোলে।' দোসর ভাঙা হৃদয়ের ইমোজি। একটি ভিডিওও শেয়ার করেছেন যেখানে সঞ্জয়, প্রিয়া এবং তার সন্তানরা দৃশ্যমান। ভাগবত গীতা থেকে একটি উক্তি শেয়ার করে লিখেছেন, 'বড় মানুষের কর্মজীবন পৃথিবীকে পথ দেখায়। কিন্তু আমার জন্য আপনার সবচেয়ে বড় কাজ ছিল নিঃস্বার্থ ভালবাসা। কিছু আত্মা চিরকাল জীবিত থাকে। আপনিও সর্বত্র আছেন। আমার সঞ্জয়, আমি জানি আপনি আমার উপর নজর রাখছেন। হ্যাপি বার্থডে, জে।'
আরও পড়ুন 'করিশ্মার এটা প্রাপ্য ছিল না', তৃতীয় স্ত্রী প্রিয়াকে কাঠগোড়ায় তুলে বিস্ফোরক সঞ্জয়ের বোন
প্রসঙ্গত, সঞ্জয় ছিলেন সোনা কমস্টারের চেয়ারম্যান। ২০০৩ সালে করিশ্মার সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। ২০০৫ সালে সামাইরা এবং ২০১১ সালে কিয়ানের জন্ম তাঁদের জীবনের বৃত্ত সম্পন্ন করে। কিন্তু, ২০১৪ -এ আলাদা হয় দুজনের পথ। বিচ্ছেদের পরে সঞ্জয় প্রিয়া সচদেবের সঙ্গে বিয়ে করেন। তাঁদের জীবনে আসেন এক পুত্র সন্তান। বর্কমানে সম্পতিত নিয়ে আইনি লড়াইয়ে সামিল প্রিয়া ও করিশ্মা। অভিযোগ, প্রিয়া উইলে জালিয়াতি করেছেন। এই মামলা লড়ছে দিল্লি হাইকোর্ট। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে।
আরও পড়ুন করিশ্মার প্রাক্তন স্বামীকে খুন করা হয়েছে, মায়ের পর নাম না করে বউদি প্রিয়াকে আক্রমণ বোনের