Kanchan Mullick: "এই চেহারা নিয়েও মদ খেয়ে বউ পেটান!",নেটদুনিয়ায় চরম কটাক্ষের শিকার কাঞ্চন

স্ত্রীর সঙ্গে দাম্পত্যকলহ তুঙ্গে। এরই মাঝে উত্তরপাড়ায় বিধায়ক সংবর্ধনার ছবি পোস্ট করে বেজায় ট্রোলড অভিনেতা-বিধায়ক।

স্ত্রীর সঙ্গে দাম্পত্যকলহ তুঙ্গে। এরই মাঝে উত্তরপাড়ায় বিধায়ক সংবর্ধনার ছবি পোস্ট করে বেজায় ট্রোলড অভিনেতা-বিধায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Kanchan Mullick, Sreemoyee Chattoraj, Pinky Banerjee, K

নেটদুনিয়ায় কটাক্ষের শিকার বিধায়ক কাঞ্চন মল্লিক

Kanchan Mullick: কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বর্তমানে খবরের শিরোনামে। প্রকাশ্যে পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যকলহ। কাদা ছোঁড়াছুড়িরও অন্ত নেই। তাতে আবার ভাগ বসিয়েছেন নেটজনতারাও। ছেড়ে কথা বলছেন না রসিক অভিনেতাকে। সদ্য উত্তরপাড়ার এক সংবর্ধনা অনুষ্ঠানের ছবি আপলোড করেছিলেন কাঞ্চন মল্লিক। আর তাতেই অভিনেতা-বিধায়কের উদ্দেশে ধেয়ে আসে কটাক্ষবাণ। এমনকী তাঁর চরিত্র হনন করতেও পিছপা হননি নেটজনতার একাংশ।

Advertisment

কেউ বা সেই অনুষ্ঠানের ছবির নিচে কমেন্ট ছুঁড়ে দিয়েছেন যে, "এই চেহারা নিয়েও মদ খেয়ে বউ পেটান! ছিঃ।" আবার কাউকে বলতে দেখা যায়, "আপনি বিধায়ক! সমাজের সেবক। প্রমাণ করে দিলেন যে, সব অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্বরাই চরিত্রহীন।" কেউ বা আবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাঞ্চনের তুলনা করতে ছাড়েননি। একের পর এক কদর্য মন্তব্যে ছেয়ে যায় কাঞ্চন মল্লিকের সোশ্যাল মিডিয়ার পোস্ট।

publive-image
Advertisment

উল্লেখ্য, নুসরত জাহানের পর এবার পারিবারিক কলহে নাম জড়িয়েছে আরও এক তারকা জনপ্রতিনিধির। বধূ নির্যাতনের অভিযোগে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। সেই প্রেক্ষিতেই সোশ্যাল দুনিয়ার দাবি, অভিনেতা পরকীয়ায় মত্ত! কারণ, এই অভিযোগ এনেছেন খোদ তাঁর স্ত্রী। পিঙ্কির অভিযোগের পাল্টা এফআইআর দায়ের করেছেন কাঞ্চন মল্লিকও। ওদিকে, পিঙ্কির দিদা বাংলা সিনেজগতের প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ও (Sabitri Chatterjee) আঙুল তুলেছেন কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের (Sreemoyee Chattoraj) বিরুদ্ধে। অভিনেতা-বিধায়ক প্রসঙ্গে প্রথমবার এহেন বিতর্ক প্রকাশ্যে আসায় নেটদুনিয়ায় শোরগোলেরও অন্ত নেই। সবমিলিয়ে বর্তমানে অভিনেতা-বিধায়কের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তুঙ্গে। এসবের মাঝেই নেটজনতাদের কাছে কটাক্ষের শিকার হলেন কাঞ্চন মল্লিক।

publive-image

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc tollywood Uttarpara Kanchan Mullick Pinky Banerjee sreemoyee chattoraj