Amitabh-Rohini First Interaction: প্রবীণ বলিউড অভিনেত্রী রোহিনী হট্টঙ্গদি, যিনি দীর্ঘ অভিনয়জীবনে বারবার মায়ের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। অগ্নিপথ" ও "শাহেনশাহ"-এর মতো ছবিতে অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকাতেও অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সেটে অমিতাভের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর তিনি ভুল করে তাঁকে অপমান করে ফেলেছিলেন। ইউটিউব চ্যানেল ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন রোহিনী।
তিনি জানান, যখন "শাহেনশাহ" ছবিতে কাজ করতে রাজি হন তখন প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার বিষয়ে প্রচণ্ড চিন্তিত ছিলেন। সেটে পৌঁছে তিনি তাঁর সহ-অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের সঙ্গে বসে ছিলেন। তিনি অবশ্য অমিতাভের সঙ্গে ততদিনে কাজ করে ফেলেছেন। তাঁদের মধ্যে পারস্পরিক সম্পর্কও বেশ সহজ ছিল। একদিন যখন তাঁরা দুজনেই কল টাইমের জন্য অপেক্ষা করছিলেন তখন অদ্ভুত পোশাক পরে আচমকা রুমে প্রবেশ করেন অমিতাভ। সুপ্রিয়াকে বলেন, "দেখো, আমাকে কেমন পোশাক পরিয়েছে!"
আরও পড়ুন বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের
রোহিনী অজান্তেই বলে ফেলেন, "আমি জানি না কী হল, হঠাৎ করেই বলে ফেলি, লাওয়ারিস-এ তুমি যা করেছো, এটা তো কিছুই না। সঙ্গে সঙ্গে আমি নিজের জিভে কামড় দিই। অমিতাভ কিছু না বলেই ওখান থেকে চুপচাপ চলে যান। আমি হতভম্ব হয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়ে ছিলাম আর ভাবছিলাম এটা আমি কী করলাম! পরের কয়েক মিনিট আতঙ্কে কেটেছিল। ভাবছিলাম, যদি উনি কিছু বলেন, আমি কী উত্তর দেব। নানা রকম বিষয় মাথায় ঘুরছিল। "
আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা
আরও বলেন, "আশ্চর্যজনকভাবে, অমিতাভ বচ্চন এই বিষয়টি নিয়ে কখনও একটি শবদও খরচ করেননি। বরং খুব স্বাভাবিকভাবেই আমার সঙ্গে সেটে কাজ করেছেন। এরপর অবশ্য আমার জন্য পরিস্থিতি অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। এই চারিত্রিক বৈশিষ্ট্যই অমিতাভকে একজন স্টার তৈরি করেছে।"
আরও পড়ুন ৮ বছরের ছোট হিন্দু পাত্রকে বিয়ে, সন্তান কোলে কেন রাতারাতি পাকিস্তান থেকে মুম্বই পাড়ি মুসলিম অভিনেত্রীর?
বর্ষীয়ান অভিনেত্রী রোহিনীর সংযোজন, " লাওয়ারিস-এ অমিতাভ যে অভিনয় করেছিলেন সেটা ওঁর প্রতিভার সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। ইনকিলাব ও শরাবী চবির গল্পও যেন অমিতাভের প্রতিভাকে পুরোপুরি ব্যবহার করতে পারেনি। তবে কুলির সেটে আঘাত পাওয়ার পরও যেভাবে পেশাদার অভিনেতার মতো অসমাপ্ত কাজ শেষ করেছিলেন তা সত্যিই প্রশংনীয়।"
আরও পড়ুন সিনেমা মুক্তির আগেই অকাল প্রয়াণ! পুরস্কারপ্রাপ্ত ছবির সাফল্য উপভোগের সুযোগ হয়নি অমিতাভের ছবির প্রযোজকের