Amrita Singh-Mohit Suri: ২০০৫-এ মুক্তি পেয়েছিল মোহিত সুরী পরিচালিত বলিউডের ব্লকবস্টার মুভি 'কলিযুগ'। মাঝে এতগুলো বছর কেটে গেলেও এই ছবির জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি। সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। সম্প্রতি রেডিও নাশার একটি সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি অমৃতাকে কাস্ট করার পিছনের কাহিনি শেয়ার করেন।
পরিচালক বলেন, 'আমি আর কুণাল দেশমুখ অমৃতা ম্যাডামের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন তিনি 'কাব্যাঞ্জলি' ধারাবাহিকের শুটিং করছিলেন। তাই আমরা সরাসরি সেটেই যাই। আমি গল্পটা শোনাই এবং বিশ্লেষণ করি এমন এক শক্তিশালী নারী চরিত্রের জন্য তাঁকে ভাবছি যে পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে নিজস্ব আধিপত্য প্রতিষ্ঠা করবে।'
আরও পড়ুন নামাজি-রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয়, আপত্তি জানাতেই কী ঘটেছিল সলমনের নায়িকা জারিনের সঙ্গে?
তিনি আরও বলেন, "গল্পটা শোনার পর তিনি বললেন, হ্যাঁ, আমি করব। কিন্তু, আমরা বেরিয়ে আসার পর হঠাৎ মনে হল কিছু একটা ভুল হচ্ছে। আমি তখন কুণালকে বললাম, আরও একবার সেটে যেতে হবে। ওঁর সঙ্গে দেখা করে বললাম, ম্যাডাম, আমরা একটা ভুল করে ফেলেছি। আসলে আপনি ঠিক যেমন আমরা আপনাকে ঠিক তেমনটাই চাই।'
আরও পড়ুন বিমানে ঋষি কাপুরের সঙ্গে তুমুল বচসা নীতুর, সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান বীর দাস
আরও যোগ করেন, 'আমাদের কীর্তি দেখে তিনি হেসে বললেন, হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আমার আধিপত্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমি তো এমনিতেই আধিপত্য বিস্তার করে থাকি। তখন আমিও বললাম, হ্যাঁ, আমরা আপনাকে আপনার মতো করেই চাই।'
আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের
মোহিতের সংযোজন,, ভাট সাহেব তাঁকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন। কারণ তিনি আগেও অমৃতার সঙ্গে কাজ করেছেন এবং জানতেন এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট ম্যাচ। তখন তিনি জীবনের এক কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সাইফ আলি খানের সঙ্গে বিচ্ছেদের পরবর্তী সময়ে ছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে, কর্মজীবনে তার কোনও প্রভাব পড়েনি। প্রসঙ্গত, সাইফ আলি খানের সঙ্গে অমৃতার বিয়ে যেমন আলোচনার বিষয় ছিল, ২০০৪ সালের তাদের বিবাহবিচ্ছেদও হয়ে উঠেছিল হট টপিক।
আরও পড়ুন 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী