Rishi Kapoor-Neetu Kapoor Fought Over Cake: সালটা ছিল ২০০৭। সেই বছর মুক্তি পেয়েছিল সুপারহিট মুভি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কইফ অভিনীত নমস্তে লন্ডন। প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন কৌতুকাভিনেতা ও অভিনেতা বীর দাস। সম্প্রতি সাক্ষী শিবদাসানি ও নৈনা ভানের মোমেন্ট অফ সাইলেন্স পডকাস্টে এসেছিলেন। সেখানেই অতীতের এক স্মরণীয় মুহূর্ত শেয়ার করলেন বীর। বিমানে স্বামী-স্ত্রীর তুমুল বিবাদ বাঁধে। কেক খাওয়া নিয়ে ঠিক কী হয়েছিল ঋষি-নীতুর?
বচসার নেপথ্যে ছিল ঋষি কাপুরের কেক খাওয়ার ইচ্ছে। আর নীতু কিছুতেই তাঁকে কেক খেতে দেবেন না। বীর দাস বলেন, 'নীতু জি বলছিলেন, 'তুমি কেক খেতে পারো না। আর ঋষিজি বলছিলেন, আমি কেক খেতে চাই। ডাক্তার কিছু বলুক না কেন, আমি কেক খেতে চাই।' বিমানের ইকোনমি ক্লাসে বসে ছিলেন বীর আর ঋষি-নীতু ছিলেন বিজনেস ক্লাসে। সেখান থেকে বাকবিতণ্ডার আওয়াজ ভেসে আসছিল কৌতুক অভিনেতার কানে। সেই মজার ঘটনা বলার সময় একেবারে হেসে খুন ভীর দাস। এরপর যা হয়েছিল...!! সে তো আরও মজার।
আরও পড়ুন শুরুতেই বিরাট ধাক্কা! পাক পতাকা ঘিরে চরম বিতর্ক, নেটপাড়ার রোষানলে রণবীরের 'ধুরন্ধর'
স্ত্রীর সঙ্গে বচসার পর ঋষি কাপুর উঠে এসে বীর দাসের পাশে বসে পড়ে বলেন, 'বেটা, 'তেরা নাম কেয়া হ্যায়? আমি বললাম, স্যার, ভীর দাস। এসো আমরা হাত মেলাই।' প্রয়াত অভিনেতা কী বলেছিলেন বীর দাসকে? সেই কথা শেয়ার করে বলেন, 'বেটা, তুমি খুব ভাল অভিনেতা। কথা দাও, তুমি অভিনয় চালিয়ে যাবে।' এই ঘটনার পাঁচ বছর পর বীর তাকে আবার দেখেছিলেন।
আরও পড়ুন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত আসিফ, কেমন আছেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা?
বীর বলেন, 'আমি মিথ্যে বলছি না, এইটা সম্পূর্ণ সত্যি ঘটনা। উনি আমার হাতে হাত দিলেন, আর মাত্র তিন সেকেন্ডের মধ্যেই চলে গেলেন। আমার মনে আছে, ইউনিটে কেউ যেন আমার মাথার ওপর ছাতা দিল। সেটাই যেন আমার কাছে অভিনয় চালিয়ে যাওয়ার জন্য ওঁর আশীর্বাদ স্বরূপ ছিল।'
আরও পড়ুন সিনেমা মুক্তির আগেই অকাল প্রয়াণ! পুরস্কারপ্রাপ্ত ছবির সাফল্য উপভোগের সুযোগ হয়নি অমিতাভের ছবির প্রযোজকের
ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান ঋদ্ধিমা কাপুর সাহনি এবং অভিনেতা রণবীর কাপুর। ঋষি কাপুর দীর্ঘদিন লিউকেমিয়ার সঙ্গে লড়াই করে ২০২০ সালের ৩০ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
আরও পড়ুন স্যালাইনের নল-একের পর এক ইনজেকশনে ক্ষতবিক্ষত! হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী