Zareen Khan: নামাজি-রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয়, আপত্তি জানাতেই কী ঘটেছিল সলমনের নায়িকা জারিনের সঙ্গে?

Zareen Khan Hate Story 3: ঠাকুমা-ঠাকুরদা ছিলেন নামাজি ও রক্ষণশীল। সেই পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয় করতে হয় জারিনকে। কেরিয়ারের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো নিয়ে অকপট অভিনেত্রী।

Zareen Khan Hate Story 3: ঠাকুমা-ঠাকুরদা ছিলেন নামাজি ও রক্ষণশীল। সেই পরিবারের মেয়ে হয়েও সাহসী দৃশ্যে অভিনয় করতে হয় জারিনকে। কেরিয়ারের চ্যালেঞ্জিং মুহূর্তগুলো নিয়ে অকপট অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জারিনের বক্তব্য

Zareen Khan News: সালটা ২০১০, সেই বছর মুক্তি পেয়েছিল জারিন খান অভিনীত ছবি 'ভীর'। সলমন খানের সঙ্গে প্রথম ছবিতে জুটি বাঁধলেও বক্স অফিসে মোটেই সফল হয়নি ছবিটি। এরপর বলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন জারিন খান। সাহসী দৃশ্য থেকে খোলামেলা পোশাকে সিলভার স্ক্রিনে উষ্ণতার পারদ চড়িয়েছেন অভিনেত্রী। ২০২১-এর পর আর বড় পর্দায় দেখা যায়নি জারিনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিল্মি কেরিয়ারের একাধিক চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা কথা বলেন হেট স্টোরি ৩ খ্যাত অভিনেত্রী। উল্লেখ্য, ভীর-এ অভিনয়ের পর তাঁকে বলা হত তিনি নাকি ক্যাটরিনা কাইফের মতো দেখতে। এই বিষয়টা থেকে নিজেকে বের করে আনতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে।  

Advertisment

তবে হেট স্টোরি ৩ ছিল জারিনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। দর্শকদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাতে শুরু করে। এরপর নতুন কাজের প্রস্তাব তাঁর কাছে আসে। একইসঙ্গে নতুন সমস্যার মুখোমুখি হন। বারংবার যৌন আবেদনময়ী চরিত্রে কাস্ট করা হয়েছে তাঁকে।  Hindi Rush-কে জারিন খান 'আকসর ২'-তে অভিনয় প্রসঙ্গে অভিজ্ঞতা ভাগ করে বলেন, পরিচালক অনন্ত মহাদেবন তাঁকে নিশ্চিত করেছিলেন যে এটি কোনওভাবেই "হেট স্টোরি"-র ধাঁচের সাহসী ছবি নয়। কিন্তু শুটিং শুরু হতেই তিনি বুঝতে পারেন, বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা।

অভিনেত্রীর সংযোজন, 'প্রায় প্রতিটি দৃশ্যে চুম্বনের বা অন্তরঙ্গতার মুহূর্ত ছিল সেগুলোর উল্লেখ কিন্তু স্ক্রিপ্টে ছিল না। আমি এই আকস্মিক পরিবর্তনগুলো সহজে নিতে পারিনি এবং পরিচালকের সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়। তিনি দায়টা প্রযোজকদের ঘাড়ে চাপিয়ে দেন। শেষ পর্যন্ত, আমি ওঁর নজরে খলনায়িকা হয়ে উঠি।' নিজের ছবির প্রিমিয়ারে পর্যন্ত তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। জরিনের সঙ্গে কাজ করা কঠিন এমন কথাবার্তাও শুরু হয় ইন্ডাস্ট্রির অন্দরে। 

Advertisment

আরও পড়ুন বিমানে ঋষি কাপুরের সঙ্গে তুমুল বচসা নীতুর, সিক্রেট ফাঁস করলেন কমেডিয়ান ভীর দাস

জারিন হেট স্টোরি ৩ প্রসঙ্গে বলেন, 'আমি হেট স্টোরি করেছিলাম কারণ আমার সেই সময় কাজের প্রয়োজন ছিল। পরিচালক ও প্রযোজকরা তখন আমার সঙ্গে কাজ করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন না। ছবিটি করার আগে আমি আমার মা ও কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলেছিলাম। মা আমাকে সাহস দিয়েছিলেন তাই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।' জারিনের পরিবারেক কেউই কট্টর নন। তবে দাদু-দিদা ছিলেন নামাজি ও রক্ষণশীল। তাই সাহসী চরিত্রে কাজ করার সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না।

আরও পড়ুন 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী

হেট স্টোরি ৩ জরিনের জন্য কেরিয়ারে নতুন দ্বার উন্মোচন করেছিল কিন্তু টাইপ কাস্ট হতে চাননি জারিন খান। সহ-অভিনেতারা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন? এই প্রশ্নে জারিনের উত্তর, 'তাঁদেরও বলার মতো ক্ষমতা ছিল না। একজন পুরুষ অভিনেতার ক্ষেত্রেই যদি এমন পরিস্থিতি হতো তাহলে তাকে ‘স্টাড’বলা হতো। আর আমি…'এই অভিজ্ঞতার পর জারিন খান বলেন, তিনি আর কোনও বিষাক্ত পরিবেশের অংশ হতে চান না বরং পেশাগত সিদ্ধান্তে এখন অনেক বেশি সচেতন।

আরও পড়ুন রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

Bollywood News zareen khan