Akshay Kumar Health Insurance: রাজুর মৃত্যুর পর বিরাট পদক্ষেপ, স্ট্যান্ট ম্যানদের জন্য বড় ঘোষণা 'খিলাড়ি' অক্ষয়ের

Akshay Kumar: স্ট্যান্ট ম্যান রাজুর মর্মান্তিক মৃত্যুর পর বিরাট পদক্ষেপ গ্রহণ করলেন বলউডের খিলাড়ি অক্ষয় কুমার। ৬৫০ জন স্ট্যান্ট ম্যানের জন্য অক্ষয় যা করলেন তা সত্যিই নজীরবিহীন। জেনে নিন বিস্তারিত।

Akshay Kumar: স্ট্যান্ট ম্যান রাজুর মর্মান্তিক মৃত্যুর পর বিরাট পদক্ষেপ গ্রহণ করলেন বলউডের খিলাড়ি অক্ষয় কুমার। ৬৫০ জন স্ট্যান্ট ম্যানের জন্য অক্ষয় যা করলেন তা সত্যিই নজীরবিহীন। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
akshay kumar diet plan

স্ট্যান্ট ম্যানদের জন্য বিরাট ঘোষণা আক্কির

Akshay Kumar-SM Raju: সম্প্রতি বিনোদন ইন্ডাস্ট্রিতে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। শুটিং সেটে দুর্ঘটনায় প্রাণ হারান বিশিষ্ট স্ট্যান্ট ম্যান এসএম রাজু। পরিচালক Pa Ranjith-এর আপকামিং মুভিত স্ট্যান্ট ম্যান হিসেবে কাজ করছিলেন এসএম রাজু। একটি শটের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমহল। ১৩ জুলাোই শুটিংয়ের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যা দেখে একইসঙ্গে চিন্তিত ও সতর্ক বিনোদুনিয়া।

Advertisment

আরও পড়ুন 'চিকিৎসাব্যবস্থা কেলেঙ্কারিতে ভরপুর', সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সংগ্রাম নিয়ে বিস্ফোরক পায়েলের স্বামী

গাড়ির উপর দিয়ে টপকে যাওয়ার মতো একটি ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের দৃশ্যের শুটিংয়ের সময়ই ঘটে যায় সেই সাঙ্ঘাতিক দুর্ঘটনা। স্ট্যান্ট ম্যান রাজুর মর্মান্তিক মৃত্যুর পর বিরাট পদক্ষেপ গ্রহণ করলেন অক্ষয় কুমার।৬৫০ জন স্ট্যান্ট ম্যানের জন্য বিমা পলিসির বন্দোবস্ত করেছেন বলিউডের খিলাড়ি। এই পলিসি অনুযায়ী, শুটিং সেটে কোনও স্ট্যান্ট ম্যান বিপদের সম্মুখীন হলে বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে।

Advertisment

আরও পড়ুন 'ফ্লপ' নায়ক অমিতাভের ছবি সহ চারটি হিটের পরও ৯ মাস কর্মহীন জাভেদ-সেলিম, বলিউড নিয়ে বিস্ফোরক গীতিকার-লেখক

সে ক্ষেত্রে অবশ্য একটি সীমাবদ্ধতা আছে। পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার বিমা প্রদান করা হবে স্ট্যান্ট ম্যানদের। এই বিমা স্বাস্থ্য এবং দুর্ঘটনার কভারেজ প্রদান করবে। আক্কির এই পদক্ষেপ নিঃসন্দেহে নজিরবিহীন। উল্লেখ্য, শুধু স্ট্যান্টম্যানই নয়, এই পলিসির অন্তর্ভুক্ত থাকবেন স্ট্যান্ট ওমেনও। আপকামিং তামিল মুভি  Vettuvam-র সেটে স্ট্যান ম্যান এসএম রাজুর মর্মান্তিক মৃত্যুতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন আক্কি। 

আরও পড়ুন ছবি মুক্তির আগেই তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল টলিউড অভিনেতা বিজয়ের?

এই পলিসি বিনো দুনিয়ার নিরাপত্তার বিষয়ে আলবোকপাত করবে। অক্ষয়ের নতুন বীমা প্রকল্প ১০০ জন অ্যাকশন ক্রিউ মেম্বারদের স্বাস্থ্য এবং দুর্ঘটনার কভারেজ প্রদান করবে। বিশিষ্ট স্ট্যান ম্যান বিক্রম সিং দাহিয়া অক্ষয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, 'অক্ষয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৬৫০ থেকে ৭০০ জন স্ট্যান্ট ও ক্রিউ মেম্বার এখন বিমার আওয়াত এল। সেটে কোনও দুর্ঘটনা ঘটলে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে।'

আরও পড়ুন৮ বছরের ছোট হিন্দু পাত্রকে বিয়ে, সন্তান কোলে কেন রাতারাতি পাকিস্তান থেকে মুম্বই পাড়ি মুসলিম অভিনেত্রীর?

Akshay Kumar Bollywood News