/indian-express-bangla/media/media_files/2025/09/02/cats-2025-09-02-16-42-30.jpg)
মশকরা করেই বলেছিলাম আমি হাসপাতালে ভর্তি ছিলাম তাও এলে না, এটাও চুক্তি: অনীক
আপনি জানতেন আবীর উইন্ডোজ এর সঙ্গে চুক্তিবদ্ধ?
হ্যাঁ, আমি শুনেছিলাম। সম্ভবত হাসানের সঙ্গে ওঁর কথা হয়েছিল। তবে আমাকে সরাসরি কোনওদিন বলা হয়নি। সিনেমার প্রচার করতে পারবে না এটাও আমার কানে এসেছে। তবে সিনেমার প্রচারের জন্য কী কী করতে পারবে না সেটা অবশ্য আমার কাছে স্পষ্ট ছিল না। পরবর্তীতে যখন দেখলাম ও ছবি সংক্রান্ত কিছুই পোস্ট করছে না তখন ওকে বললাম কিছুই তো শেয়ার করছো না। ভেবেছিলাম প্রিমিয়ারে অন্তত আসতে পারবে। কিন্তু, ও বলল আমি তো চুক্তিবদ্ধ, কী করে আসব? ওটা শুনে খুব অবাক হয়েছিলাম। প্রিমিয়ার তো আর প্রচারের অংশ নয়। এরপর আমাকে এই বিষয়ে আর কোনও উত্তর দেয়নি। পরে যখন একদিন ওঁর সঙ্গে দেখা হয়েছিল তখন মশকরা করেই বলেছিলাম আমি হাসপাতালে ভর্তি ছিলাম তাও এলে না, এটাও চুক্তিতে লেখা যে অন্য পরিচালকের সঙ্গে কথা বলা বা দেখা করা বারণ? ও বলল না না, আসলে আমি জানতাম না। চুক্তি তো এখনও কেউ দেখেইনি, ওটা পাবলিক করা হয়নি। তাই মুখের কথা বিশ্বাস করা ছাড়া উপায় নেই।
আরও পড়ুন 'যত কান্ড কলকাতাতেই' কেন ইংরাজি গানের ব্যবহার? পরিচালক অনীক দত্ত বললেন...
এধরণের ঘটনায় অভিনেতাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন ওঠে? একজন পরিচালক হিসেবে কী মনে হয়?
প্রফেশনালিজম নাকি ওভার প্রফেশনালিজম সেটা জানি না। তবে ব্যক্তি বা মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে আমি খুব স্নেহ করি। সেই জায়গায় এইরকম একটা ব্যবহার, চুক্তির প্রসঙ্গ শুনে খারাপ তো লাগছেই। এভাবে দাসখত দিল...! যাঁরা পপুলার তাঁদের তো একসঙ্গে অনেকগুলো ছবি মুক্তি পায়। আমার তো মনে আছে একদিনে একসঙ্গে অমিতাভ বচ্চনের তিনটি ছবি মুক্তি পেয়েছিল। চুক্তির বেড়াজালে আটকে অন্য ছবির প্রচারে বাধা দিলে সেটা তো নেগেটিভ প্রমোশন হয়ে যায়।
আপনি বলেছেন 'শিবু কেন ভয় পাচ্ছে'? দুটো ছবি তো আলাদা। সত্যিই মনে হয় একজন পরিচালক অপরজনকে ভয়ের কারণ আছে?
আমি ঠিক ভয় পাওয়ার কথা বলতে চাইনি। বরং যেটা বলতে চেয়েছি সেটা হল ইনসিকিওরিটি। অন্য কারও প্রমোশন যেন না হয়। যে ছবিতে আবির নেই সেগুলোকে তো কন্ট্রোল পারছে না। একসময় এইরকম প্রোডিউসরও ছিলেন যাঁরা সব কিছু কন্ট্রোল করতে চাইতেন। আমার বক্তব্য, ছবি নিয়ে পরিচালকের ভাবনাচিন্তা করা উচিত, প্রমোশন নিয়ে এত কড়াকড়ি বাঞ্ছনীয় নয়। আমার মনে হচ্ছে, একের পর এক সাফল্যের জন্যই হয়ত একটু ইনসিকিওরিটিতে ভুগছে। আমার কখনও এই ধরনের সমস্যা হয়নি। প্রথম ছবি থেকেই বিশেষ কোনও প্রমোশন আমি করিনি তবুও দর্শক ভালবেসেছে। 'ভূতের ভবিষ্যৎ' নিয়ে তো কত জলঘোলা হয়েছিল। মুক্তিতে বাধা দেওয়ার পর যা হল সেটা তো ইতিহাস।
পুজো রিলিজ-বক্স অফিসের হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে ভাবিত?
পুজো রিলিজের টক্কর নিয়ে আমি কোনওদিনই ভাবি না। পুজো বা বিশেষ কোনও সময় দেখে আমি ছবি রিলিজ করি না। অপরাজিত তো ১৩ মে মুক্তি পেয়েছিল। দেশের বাইরেও ছবিটি প্রশংসিত হয়েছিল। এই ছবির ক্ষেত্রে হাসানের প্ল্যান ছিল পুজোর সময় মুক্তি দেওয়া। প্রযোজক যখন লগ্নি করছেন তখন তিনিই বিষয়টা পরিচালকের থেকে ভাল বুঝবেন। পুজোর সময় অনেক মানুষ ছবি দেখেন। তবে আমার মতো কিছু মানুষও আছেন যাঁরা পুজোর সময় বাড়ির বাইরে পা রাখেন না আর যদিও বা রাখেন তাহলে সেটা কলকাতার বাইরে।
আপনার ছবির নাম 'যত কাণ্ড কলকাতাতেই'। কলকাতাতে সত্যিই অনেক কিছু ঘটছে। ইন্ডাস্ট্রিতে ফেডারেশন নিয়েও নানা কাণ্ড কারখানা। এখানেই তাহলে সিনেমার নামের নামের সার্থকতা?
এভাবে যে নামের স্বার্থকতা হবে সেটা আমি চাইনি (ফোনের ওপারে হাসি)। অনেক কাণ্ড কারখানাই হচ্ছে। যে কলকাতায় বড় হয়ে উঠেছি সেই কলকাতা তো এখন আর নেই। আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হল, ইন্ডাস্ট্রিতে ফেডারেশন নিয়ে রাজনৈতিক তরজা, গোষ্ঠাদ্বন্দ, সালিশি সভা অনেক কিছুই হয়েছে। তবে এগুলোতে অংশ নেওয়ার ইচ্ছে আমার সত্যিই নেই। আমি হেলদি প্রতিযোগীতায় বিশ্বাসী। সব মিলিয়ে এভাবে ছবির নাম স্বার্থক হোক সেটা একদমই চাইনি আর এখনও চাইছি না। 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে' ছবির নামের আদলে করা হয়েছে। সেটা কেন, তার জন্য তো 'যত কাণ্ড কলকাতাতেই' দেখতে হবে।
আপনি কলকাতা নিয়ে ছবি করলেন আর বিবেক অগ্নিহোত্রী 'দ্য বেঙ্গল ফাইলস' বানালেন। সত্যিই মনে হয় বিবেকের ছবি প্রোপাগান্ডা ফিল্ম?
বিবেক অগ্নিহোত্রীর কোনও সিনেমাই এখনও দেখা হয়নি। তবে এত ফাইলস তৈরি করেছেন যে এবার একটা ক্যাবিনেট দরকার (ফোনের ওপারে হাসি)। সিনেমা না দেখলেও ওঁর নানা বক্তব্য শুনে মনে হয়েছে একটা একপেশে ভাবনা প্রতিফলিত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। সেটা প্রোপাগণ্ডা ফিল্ম হলেও হতে পারে। সত্যি ঘটনা অবলম্বণে তৈরি ছবি, রিসার্চ করে সিনেমা বানানোর কথা বলেছেন। কিন্তু, যখন বললেন রবীন্দ্রনাথের ভাই ছিলেন অরিন্দম চট্টোপাধ্যায় সেখানে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন তোপসের জুতোয় পা 'গোয়েন্দা' আবীরের, পুজোয় কলকাতার কোন রহস্য উন্মোচন করবেন অভিনেতা?