Joto Kando Kolkatatei: কলকাতার বুকে তো প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। সত্যিই তো যত কাণ্ড-কীর্তি যেন ঘটছে তিলোত্তমার বুকেই। এবার সিনেমার পর্দাতেও দেখা যাবে সেই খাস কলকাতায় ঘটে যাওয়া কাণ্ডকারখানা। আসলে মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'যত কান্ড কলকাতাতেই' টিজার।
Advertisment
মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশী অভিনেত্রী নওশাবা আহমেদ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রোজা পারমিতা দে, রিক চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ সহ দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী এবং রজত গঙ্গোপাধ্যায়ের প্রতিভাবান সেলেবরা। পুজোয় বড় পর্দায় রঘু ডাকাত, রক্তবীজ ২-এর সঙ্গে পাল্লা দিতে তৈরি অনীকের 'যত কান্ড কলকাতাতেই'।
নস্টালজিয়া ,হেঁয়ালি, এবং রহস্যে মোড়া এই ছবিতে তোপসের জুতোয় পা গলাচ্ছেন আবীর। এই ছবিতে তোপসে শুধু অ্যাসিস্ট্যান্ট বা সহকারীই নন বরং নিজেই একজন গোয়েন্দা। বাংলাদেশ থেকে একটি মেয়ের কলকাতায় নিজের পরিবারকে খোঁজার নেপথ্যে গল্প বুনেছেন পরিচালক অনীক দত্ত।
পরিবারকে খোঁজার জন্য একটিমাত্র সূত্র মেয়েটির হাতে আসে যা নিছক হেঁয়ালি ছাড়া আর কিছু নয়। আর সেই হেঁয়ালির সমাধানের জন্য তোপসের দরবারে হাজির হয়। উত্তর খুঁজতে বাধাবিপত্তি পেরিয়ে কলকাতা থেকে দার্জিলিং কার্শিয়াং ছোটাছুটি করে দুজনে। এরপর গল্প কোনদিকে মোড় দেবে সেটার জন্য তো এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
পরিচালক অনিক দত্ত জানিয়েছেন, 'আমিও ফেলুদার একজন বিরাট ভক্ত। আর তাই ফেলুদাকে নিয়ে ছবি করতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এরপর আমার মনে হয় আমি এমন কিছু লিখি অথবা এমন একটি গল্পের কথা ভাবি যার মধ্যে ফেলুদার ছায়া আছে কিন্তু একটু আলাদা। ফেলুদার গল্প লেখার স্পর্ধা আমার নেই এবং কপিরাইট নিয়মেও আটকাবে। তাই আমি তোপসেকে নিয়ে এমন কিছু লেখার কথা ভাবলাম।'
অনীকের সংযোজন, 'আমি সন্দীপ রায়ের সঙ্গে কথা বললাম এবং বাবুদা আমাকে প্রচণ্ড উৎসাহ দিলেন। প্রযোজক, ফিরদৌসুল হাসান ছবিটা নিয়ে এগিয়ে যেতে সাহস দেন। আমি তখন এই ছবির নামকরণ করেছিলাম 'হেমেনবাবুর হেঁয়ালি'। এরপর নাম বদলে হল "যত কান্ড কলকাতাতেই"। গল্পটি কিছু রহস্য, হেঁয়ালি এবং শিকড় খোঁজার। এবার 'যত কান্ড কলকাতাতেই' অবশেষে মুক্তি পাচ্ছে, এবং মানুষ দেখবে এবং বিচার করবে।'
প্রযোজক ফিরদাউসুল হাসান বলেন, 'যত কান্ড কলকাতাতেই হল কলকাতার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। যে শহরকে আমি সবচেয়ে বেশি ভালবাসি এটি এমন একটি ছবি যা দর্শক পরিবারের সঙ্গে দেখতে পারবেন। সকল বয়সের জন্য তৈরি একটি ছবি। আশা করছি আমাদের ছবি দেখার জন্য দর্শক হল ভরিয়ে দেবে।'