Advertisment

Ankush Hazra: অসুস্থ অঙ্কুশ হাজরা, অভিনেতার হলটা কী?

Ankush Hazra news: অঙ্কুশ হাজরা যে কিনা মজাদার পোস্ট করেন, তিনি হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আতঙ্কে ফেলেছেন ভক্তদের। এমনকি, সামনে নতুন শুরুর আগে কী হল তাঁর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankush hazra

Ankush Hazra: এখন কেমন আছেন অঙ্কুশ?

অঙ্কুশের হঠাৎ কী হল? তিনি নাকি অসুস্থ? অভিনেতা নিজেই নিজের শারীরিক আপডেট দিলেন। এমনিতেও বেশিরভাগ সময়, মজা করতে ভালবাসেন অঙ্কুশ। তাহলে এবার কী হল? অঙ্কুশের ভক্তরা বেশ আতঙ্কে।

Advertisment

তিনি, বিছানায় শুয়ে থাকা অবস্থায় একটি পোস্ট করেছেন। যেখানে অঙ্কুশকে দেখে বোঝাই যাচ্ছে, তিনি অসুস্থ। এমনকি,   চেহারায় তাঁর ক্লান্তি পরিষ্কার। অঙ্কুশ নিজের সমাজ মাধ্যমে যেখানে শুধুই মন ভাল করার মত পোস্ট করেন সেখানে তাঁর অসুস্থতার খবর দেখে আশঙ্কায় ভক্তরা। অঙ্কুশ লিখলেন, এভাবেই তাঁর দিন গেল।

তাঁর হয়েছেটা কী?

অভিনেত্রী জানান, তাঁর গলায় যন্ত্রণা। বুকে যন্ত্রণা। কম জমেছে বলেই বুকে যন্ত্রণা হয়েছে বলেই জানিয়েছেন তিনি। তাঁর জ্বরও ছিল প্রবল। যদিও বা সোমবার তিনি অনেকটাই সুস্থ বলে নিজেকে দাবি করেছেন। অঙ্কুশ নিজের পোস্টে অসুস্থতার কথা জানাতেই, অনেকেই তাঁর বর্তমান হাল হকিকত জানতে চান।

নিজের সমাজ মাধ্যমে শুধু তিনি মজাদার পোস্ট করেন না। বরং যেদিন থেকে আরজি করের জুনিয়র ডাক্তারের নারকীয় মৃত্যু ঘটেছে, সেদিন থেকে অঙ্কুশ সমাজ মাধ্যমে নানা পোস্ট করছেন। যেদিন সঞ্জয় ঘোষ নারকোটেক্স টেস্টে না বলে দেন, সেদিন অভিনেতা লিখেছিলেন, "একজন মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য অনুমতি লাগুক বা না লাগুক কিন্তু একজন ধৃত আসামির ওপর নারকো টেস্ট করতে গেলে অনুমতি লাগে। বাঃ রে আমাদের আইন।"

উল্লেখ্য, এইবছর অঙ্কুশ তাঁর প্রযোজনায় প্রথম ছবি রিলিজ করেন। মির্জা বেশ ভাল সফলতা পায়। আবার নতুন করে তিনি কিছু প্ল্যানিং করছেন, সেকথাও জানিয়েছেন তিনি। কিছুদিন আগে রক্তবীজ ছবিতে তাঁকে দেখা গিয়েছে একটি আইটেম গানে। তবে, শেষ দৃশ্য জানিয়ে দিয়েছে তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পরের সিকুয়ালে।

tollywood ankush Ankush Hazra tollywood news
Advertisment